নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

পার্থক্যটা অল্প কিন্তু প্রাপ্তিটা শূন্যেরও পিছনে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

৭০-৮০’র দশকে এমসিসি বা হায়দারাবাদ ডেকান ব্লুজ বা করাচি একাদশের সাথে খেলতে পারলেই ধন্য হতো বাংলাদেশ। ইনিংসে হাড়ের পরেও খুশী দুই ইনিংস ব্যাট করেছে! ঐ সব দলে থাকতো ২/৩ জন যথেষ্ট প্রাক্তন হয়ে যাওয়া টেস্ট প্লেয়ার। ৫/৬ জন প্রথম শ্রেণীর খেলোয়াড় আর এ্যেমেচার খেলোয়াড়!



৯০র দশকে ঐ ওঁদের সাথেই, যদি কোনও মতে ড্র করা যেতো,তাতেই বিশ্ব জয়!

২০০০ এ আইসিসি চ্যাম্পিয়ন হয়ে পা আর মাটিতে পড়ে না! ওঁরা কিন্তু ততোদিনে নিজেদের ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় ব্যাস্ত



২০১০-১৫ তে অন্য সবাই যখন ৪০০ টার্গেট করে ৩০০+ করে অন্তত ফাইটিং একটা স্কর জমা কোরতে,আমরা তখন ৩০০ টার্গেট করে ২৫০+ কোরতে পারাটাকেই এ্যাচিভমেন্ট মনে করি!



পার্থক্যটা অল্প কিন্তু প্রাপ্তিটা শূন্যেরও পিছনে! আমরা বুঝবো কবে আর কবেই বা ওঁদের সাথে লড়বো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.