নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

জাগো বাঙ্গালী, জাগো!!

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৪৫

এই দেশের মানুষ নিজের রাষ্ট্রীয় অধিকার সম্বন্ধে যেমন অজ্ঞ তেমনি নিজের নাগরিক দায়িত্ব সম্বন্ধেও অন্ধ।

এলাকার চেয়ারম্যান বা এম পি গাড়ি হাঁকিয়ে ধুলা উড়িয়ে গেলে মানুষ আনন্দে বিগলিত হয়ে বলে “দেখছস আমাগো চেয়ারম্যান/এম্পির কি সুন্দর গাড়ি”!

ঘড়ের ময়লা নিজের দোরের বাহিরে ফেলে বলে “চেয়ারম্যান/এম্পি কিয়েরলাই বানাইছি”!

তো এই দেশে যখন ডাঃ জাফরুল্লাহ বা সাকিব খুব স্বাভাবিক মানবিক চেতনা থেকে সঠিক কথা বলে বলে জনগণ তালি দিতে দিতে হাত গরম করে ফেলে তখন,বুঝতে বাকী থাকে না,এই দেশের জনগণের মানসিক দেউলিয়াত্ত চরমে যেতে যেতে এখন এভারেস্টেরও উপড়ে।এই জাতী বিদেশিদের কাছে ফকীর মিসকিন গায়ে গতরে মাংস থাকা নিম্ন শ্রেণীর পদার্থ ছাড়া আর কি হতে পারে?

হে জনগণ............ অন্যকে গালি দেবার আগে নিজেকে বিচারের কাঠগড়ায় তুলেন প্লীজ!!!যেটা সবারই করাটা স্বাভাবিক সেটা দু’এক জন করাতে তাঁদেরকে অতি মানব ভেবে নিজেকে ইতোর থেকে মানবে না উঠাতে পারলে,সত্যিকারের দাসত্ব আর অল্প পদক্ষেপ দূরে মাত্র!

কবে বুঝবেন...............কবে জাগবেন???

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.