নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

R4BIA স্কয়ার ট্রাজেডি এর এক বছর

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩





আজ থেকে ঠিক এক বছর আগে। ২০১৩ সালের ১৪ অগাস্ট সেদিনের সকালটা ছিলো একটু অন্যরকম। ফজরের নামাজ শেষে সবার মধ্যে চাপা উত্তেজনা। সামরিক বাহিনীর ক্র্যাকডাউনের খবর শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তার সত্যতা মিললো। রাবিয়া স্কায়ার চারদিক থেকে ঘিরে ধরেছে সামরিকবাহীনির ট্যাংক আর সাঁজোয়া যান। ভবনের ছাদে বন্দুকধারী। শুরু হয় ইতিহাসের বর্বরতম ক্রাকডাউন। প্রথমে রাবিয়া স্কায়ার এরপর নাসের সিটি। সরকারই স্বীকার করে ৮০০ নিহত ও ৩০০০ আহত। তবে বেসরকারি সূত্রগুলো বলছে নিহত মোট ৪০০০ আহত ১০০০০ এরও অধিক। পুড়িয়ে ফেলা হয়েছে লাশ। সামরিক বাহীনি ৩-৪ দিন ধরে এ হত্যাযজ্ঞ চালায়। ব্রাদারহুড প্রধানের ছেলে, ব্রাদারহুড তৃতীয় নেতার মেয়েসহ ব্রাদারহুডের সব ছোট-বড় নেতার পরিবারের সদস্য মারা যায় এ অভিযানে। গ্রেফতার করা হয় ব্রাদারহুড প্রধান মুহাম্মাদ বদিইসহ প্রায় সব বড় ও মাঝারি সারির নেতা। এ ছাড়া সরকার ২২ জন সেনাহত্যা ও কিছু গীর্জায় হামলা হয়েছে বলে দবি করে। এমন বর্বর গণহত্যার পরও পশ্চিমাবিশ্ব এর তেমন নিন্দা জানায় না। সৌদি আরব উল্টো সমর্থন জানায় সামরিক সরকারকে। শুধু তুরস্ক এ গণহত্যার জন্য সামরিক সরকারের বিচার দাবি করে। জনগণের চাপের মুখে ওবামা প্রসাশন মিশরের সামরিক বাহিনীকে সহায়তা কমানোর ঘোষণা দেয়। তবে সৌদিআরব তা পূরণ করে দেওয়ার ঘোষণা দেয়। এতকিছুর পরও ব্রাদারহুড এর ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইজ্জত গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেন পরিণতি যাই হোক আমরা কখনোই সহিংস আন্দোলনে যাবো না। সেনা হত্যা ও কিছু গীর্জায় হামলার ব্যাপারে তিনি বলেন সরকার আমাদের উপর হামলা জায়েজ করতে নিজেরাই এটা করেছে। তারা আমাদের সংশ্লিষ্টতার কোন প্রমাণ দিতে পারবে না।



ভুলি নাই আমাদের শহীদদের।

ভুলবো না।

R4BIA is our day.

R4BIA is the day of the Ummah.

R4BIA is the day our martyrs.

R4BIA is the day of Palestine, Egypt, Syria, Iraq, Tunisia, Libya, Algeria, East Turkestan, and every state where the flag of the Ummah will rise.

R4BIA is the day of commemoration for our innocent martyrs who dedicated their lives to the Ummah.

R4BIA is the day of unity for our Ummah.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.