নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

৯/১১ কমিশন রিপোর্ট

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

হোয়াইট হাউজ ২০০২ সালের সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ ৯/১১ এর সন্ত্রাসী হামলার তদন্ত এর জন্য একটি তদন্ত কমিশন করে। তদন্ত কমিটিতে খরচ করা হয় মাএ ১৪ মিলিয়ন ডলার। যেখানে প্রেসিডেন্ট ক্লিনটন এর একটি ব্যাক্তিগত কেলেংকারি এর তদন্তে খরচ করা হয় ৪০ মিলিয়ন। এখানেই বোঝা যায় কতটা সদিচ্ছা ছিল তদন্তে। বুশ প্রশাসন দাবি করে এটি ছিল একটি নিরপেক্ষ কমিশন। নিরপেক্ষ কমিশন হতে কমিশন এ রিপাবলিকান এবং ডেমক্রেটদের সমান সদস্য থাকার কথা। কিন্তু দেখুন কমিশন ডিরেক্টর থমাস কেইন (Thomas Kean) একজন রিপাবলিকান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফিলিপ জেলিকোও (Philip D. Zelikow) একজন রিপাবলিকান। এই ফিলিপ জেলিকো শুধু একজন রিপাবলিকান-ই না তিনি রিপাবলিকান বিদেশ মন্ত্রী কন্ডোলিসা রাইস এর সাথে একটি বইও লেখেন।



বুঝুন তিনি কতটা রিপাবলিকান ছিলেন। ফিলিপ জেলিকো নিয়ন্ত্রিত কমিশন হোয়াইট হাউজের মতই এক সুরে কথা বলে। তারা ১৯ জন আরব যুবকের ছবি প্রকাশ করে এবং কিছু ঘটনা বর্ণনা করে। কিন্তু

1. টুইন টাওয়ার এর ফায়ার প্রুফ কোর কলাম গুলো যা ১৫০০ ডিগ্রি সে ও কিছু হওয়ার কথা না তা মাএ ৯০০ ডিগ্রিতে কিভাবে এত নমনীয় হয়ে গেল তা নিয়ে কিছুই বলা হয়নি।

2. কেন টুইন টাওয়ার এর ধংসাশেষ নষ্ট করে ফেলা হল তা নিয়ে কিছুই বলা হয়নি।



3. কিভাবে আরব যুবক অ্যামেরিকান এয়ার এ চাকরি পেল তা নিয়ে কিছুই বলা হয়নি।

4. কিভাবে একই দিনে একই সময়ে একই অঞ্চলের ৭ জন পাইলট প্লেন এ বোর্ড পাশ পেলতা নিয়ে কিছুই বলা হয়নি।

5. বানিজ্য ক্রেন্দ্রের ৭ নম্বর ভবন কিভাবে ধসে পড়লো এটা ও বলা হয়নি রিপোর্ট এ। এই ভবনে কোন বিমান আঘাত করে নি।

6. পেন্টাগন যার চার পাশ পাহারা দিচ্ছে হাজার হাজার সারভাইলেন্স ক্যামেরা, কিভাবে সেখানে বিমান আঘাত করলো? কেন পেন্টাগন এন্তি-মিসাইল প্রযুক্তি ব্যবহার করলো না। তা নিয়েও কিছুই বলা হয়নি।

7. পেন্টাগন এ কিভাবে বোয়িং ৭৫৭ এর মত বিশাল প্লেন মাএ ৪০ ফুট উচ্চতায় আঘাত করলো ? এ নিয়েও রিপোর্ট এ কিছু বলা হয়নি।

8. পেন্টাগনের হামলার ছবিতে যে অসঙ্গতি দেখা যায়, আকৃতি, ধংস, তা নিয়ে কিছুই উল্লেখ নেই।



9. টুইন টাওয়ার এ কাজ করা ১০০০ এরও বেশি ইহুদি কেন সে দিন কাজ এ গেল না তা নিয়েও রিপোর্ট এ কিছু বলা হয়নি।

10. উন্ধার কাজ চালানোর সময় ডগ স্কোইয়াডের ৪০ টি কুকুর মারা যায়। কিন্তু কেন তা প্রকাশ করতে দেওয়া হয়নি।

11. কেন টুইন টাওয়ার এর অফিস এর কর্মকর্তাদের ঘটনা স্থলে যেতে দেওয়া হয়নি।

এ রকম আরও শত শত প্রশ্নের জবাব দেওয়া হয়নি। কেন এগুলো এরিয়ে যাওয়া হয়েছে??? এর উওর একটিই হতে পারে। এবং সেটা কি তা বোঝার জন্য অনেক জ্ঞানী হতে হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.