নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা ভারত বিরোধি

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪


অন্তজালে কিঞ্চিৎ লেখালেখি করার জন্য অনেকে আমাকে ভারত বিরোধি বলে থাকেন। দেশে কিছু প্রভাবশালি ব্যক্তি বা দল, পেজ, ফেসবুকার এবং ব্লগাররা অত্যন্ত সচেতন ভাবে ভারত বিরধি একটি মনোভব উস্কে দেওয়ার কাজ করছে। এবং অত্যান্ত সফল ভাবেই তারা করছে কাজটি। এই অব্যস্থায় লেখাটি সহভাগ করিলাম-
আমি ভারত বিরোধি নই ভারতের অরুন্ধতি রায়, কবির সুমন, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, কাজি নজরুল ইসলাম, ইয়াসির কাদি, জাকির নায়েকের সাথে আমার কোন বিরোধ নেই, বরং এরা আমার আত্নার আত্বিয়।
ভারতের সাধারন মানুষ যারা দাঙ্গার সময় নিজে বিপদ মাথায় নিয়ে স্বজাতিয় পিচাশদের হাত থেকে সংখ্যালঘু মুসলিম, শিখ, খ্রিষ্টানদের রক্ষা করে, যারা মুসলিমদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে, প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার আয়োজন করেছে তাদের সাথে আমার কোন বিরোধ নেই। আছে পাহাড় সমান শ্রদ্ধা আর ভালবাসা।
ভারতের রবীন্দ্রনাথ, হেমন্ত, এ আর রহমান, জগজিৎ, কিশোর কুমারদের গান, ভারতের কুতুব মিনার, ফাতেহপুর সিক্রি, তাজ মহল- এগুলো আমার অত্যান্ত পছন্দের।
আমার বিরোধ শুধু উগ্র আর এস এস, শিবসেনা, সংঘ পরিবার, বিজেপি, দুর্নিতিবাজ ক্রিকেট বোর্ড, খুনি বিএসএফ, পিচাশ মোদি, নরসিমা রাও , লাল কৃষ্ণ আদভানি গং দের সাথে। আমার বিরোধ ভারতের ফারাক্কা বাঁধ আর টিপাইমুখ বাঁধের সাথে। যারা এই বাঁধ বানিয়েছে তাদের সাথে।
একটা পুরা দেশের দিকে আঙ্গুল তোলাটা হয় বোকামি না হয় শয়তানি। -_-

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

নাফিজ মেহরাব বলেছেন: অত্যন্ত দুর্বল যুক্তি এবং বিশ্লেষণ

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

যাযাবর চিল বলেছেন: সাস্থবান যুক্তিটি দিলে এই যাযাবরের একটু উপকার হত ভাইয়া।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ মোদির আশাতেই তো খালেদাজিয়া বসে ছিল ২ বছর। আর ঈদের আশায় বাকি ৩ বছর।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

যাযাবর চিল বলেছেন: এটাই প্রমান করে বিম্পির রাজনৈতিক জ্ঞান কতটা দুর্বল। মোদি লিগ রেখে বিম্পি জামাতকে সমর্থন দেবে এটা যারা ভাবছে তারা---------

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আমি মিন্টু বলেছেন: হুম বুঝতে হবে চিন্তার কথা :)

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

যাযাবর চিল বলেছেন: পুরাই ;)

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বেশ অর্ধেক এর সাথে বিরোধ থাকলে পুরো দেশের দিকেই আঙ্গুল তুলতে হয় ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

যাযাবর চিল বলেছেন: কোন জ্ঞানি এই কথা বলেছেন?

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আমাদের প্রধান মন্ত্রি শেখ হাসিনা , উনার সঙ্গে যদি আমার বিরোধ থাকে তাহলে আমি যদি বলি এ দেশে মানুষের কোন নিরাপত্তা নেই মানুষ দিন দুপুরে খুন হচ্ছে, এটা বলার দ্বারা প্রধান মন্ত্রি শেখ হাসিনার দিকেই আঙ্গুর তোলা হবে, জাতিয় কবি কাজি নজরুলের দিকে নয় ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

যাযাবর চিল বলেছেন: হুম। কাংলাডেশ বলে গালি ডিলে সেটা ঠিক হবে না।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

আজাদ মোল্লা বলেছেন: আমি কিন্তু আপনার উল্ট হয়ে গেলাম ,
পুরো ভারতের সাথে আমি বিরোধী ।
ওরা হারামী নয় কি ।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

যাযাবর চিল বলেছেন: মোল্লা সাহেব জাকির নায়েক, ইয়াসির কাদি, আহমেদ দিদাদের বাড়িও কিন্তু ভারত

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: জাকির নায়ক সম্পর্কে আপনি কি জানেন আপনি যে জাকির নায়কের নামটা বিশেষ ভাবে উল্লেখ করছেন ? যে ব্রিটিশরা ২শ বছর ভারত শাসন করেছে তাদের কে সেখান থেকে বিতারিত করে যারা ইসলামি হুকুমত কায়েম করেছে , এবং যারা দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্টা করেছে তাদের নামতো উল্লেখ করছেন না ?

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

যাযাবর চিল বলেছেন: তাদের নাম উল্লেখ করিনি কারন তাদের প্রতি আমার একটি অ্যালার্জি আছে (ইসলামের জন্য তাদের যে সেবা সে ব্যাপারে কোন প্রশ্ন নেই)
সেটা হল প্রথম মহাযুদ্ধে তারা ব্রিটিশদের সমর্থন দেয় -_-
আর না হয় দিলাম নাম। এবার আপনার নাম বলেন।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

যাযাবর চিল বলেছেন: * মত

৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বিকৃত মস্তিস্কের মানুষের সব সমই ভাল মানুষের প্রতি এ্যলার্জি থাকে, এটা দোষের কিছু না ।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

যাযাবর চিল বলেছেন: ঠিক কইচেন বাই। লন অখন জিলাপি খাইতে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.