নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

লাইলাতুল মিরাজ এবং মুক্তচিন্তা

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪১



আমাদের দেশের মুক্তচিন্তা বা অসাম্প্রদায়িক চেতনার ধারক দাবিকারি সম্প্রদায়, তাদের টিভি ষ্টেশন এবং তাদের পত্রিকাগুলা বড়ই অদ্ভুত। তারা সানাতন ধর্মের বিভিন্ন পূজা, খ্রিষ্টান ধর্মের বিভিন্ন অনুষ্ঠান, বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্বণে বা বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসবে সেই সব ধর্মিয় পোশাক পরে যাবে। ইনিয়ে বিনিয়ে এগুলাকে আমাদের দেশের সংস্কৃতি বলার চেষ্টা করবে, সবার উৎসব বানাবে। ধর্ম যার যার উৎসব সবার জাতিয় উদ্ভট কথা বলবে। টিভিতে নানা অনুস্টান বানাবে। কিন্তু দেশের ৯০ ভাগ মুসলিমদের শবে মিরাজ বা শবে বরাত নিয়ে তারা কিছুই বলবে না, করবে না।
আমরা ছোট বেলায় একটা খেলা খেলতাম নাম স্টাচু! এই খেলার নিয়ম হল একজন স্টাচু বললে অন্যজনকে স্টাচু হয়ে যেতে হবে। সেই খেলার মত কোন এক জাদুবলে এই সময়ে তারাও স্টাচু হয়ে যায়!!
সত্যিই বড় অদ্ভুদ এদের যুক্তি...
তার চেয়েও অদ্ভুত তাদের কাজ...
এই মুক্তচিন্তা নিয়ে আমরা কি করবো!?
আমাদের আম জনতার শুধু হায়দার কাকুর সেই গানটাই মনে পরে--
"মুক্তমন বলে কি যে বোঝাতে চায়, আধো আধো বুঝি তা পুরাটা বোঝা দায় ......

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:০৩

আহলান বলেছেন: ইসলামের বিরোধীতাই মুক্তচিন্তা ... (এই দেশের প্রেক্ষাপটে) ....

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:২২

আল মামুন খান বলেছেন: সত্যিই বড় অদ্ভুদ এদের যুক্তি...
তার চেয়েও অদ্ভুত তাদের কাজ...
এই মুক্তচিন্তা নিয়ে আমরা কি করবো!?
আমাদের আম জনতার শুধু হায়দার কাকুর সেই গানটাই মনে পরে--
"মুক্তমন বলে কি যে বোঝাতে চায়, আধো আধো বুঝি তা পুরাটা বোঝা দায় ...... ভালো লিখেছেন। সুন্দর পোষ্টের শুভেচ্ছা গ্রহন করুন।

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:২২

এখওয়ানআখী বলেছেন: মুক্তচিন্তকেরা বোধহয় ভয় পায় এই ভেবে পাছে তাদেরকে মৌলবাদী ভাবা হয়---মুক্তচিন্তা দেশীয় প্রেক্ষাপটে বাধাগ্রস্থ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.