নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

কুরবানি এবং অ্যানিম্যাল রাইটস

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩


মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা বা কুরবানির ঈদ। ইদানিং এই কুরবানি নিয়ে এখন কিছু প্রশ্ন উঠছে। সেগুলো কতটা যোক্তিক বা কতটা অযোক্তিক ?! যেমন
 আমরা শুধু মাত্র খাবার জন্য এভাবে লক্ষ লক্ষ পশুকে নির্মম ভাবে হত্যা করবো?!
 প্রতিটা প্রানিরই অনুভূতি আছে। আমরা এক প্রাণীর সামনে অন্য একটি প্রাণীকে হত্যা করছি, তারা কেমন অনুভব করে?
 আমরা শিশুদের সামনে প্রাণীদের জবেহ করছি। সেটা কতটা উচিত?
 আমরা কুরবানির সময় খোলা জায়গা কুরবানি করছি, রক্ত বা পাকস্থলী পরিস্কারের জন্য যথেষ্ট ব্যবস্থা করছি না। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এই ব্যাপারটি কিভাবে দেখেন?!
কুরবানি এবং অ্যানিম্যাল রাইটস। আপনাদের এর পক্ষে বিপক্ষে মত কি?

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধানেরও প্রাণ আছে ডালেরও প্রাণ আছে। আসেন আমরা সবাই প্রাণ বিহীন খাদ্য গ্রহণ করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

যাযাবর চিল বলেছেন: বাকী পয়েন্ট গুলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

যাযাবর চিল বলেছেন: Click This Link

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ১। খাবার উদ্দেশ্যে আমরা মুসলমানরা কুরবানী দেই?
২। চিকেন ফ্রাই কিভাবে খান? তখন মুরগীর কথা মনে পড়ে না?
৩। প্রানীদের অনুভূতি জানতে চাইলে মুন্নি সাহার সাথে যোগাযোগ করতে পারেন
৪। জ্বী। আমরা ভুল করছি। সারা বছর এমন নির্মম কাজ শিশুরা দেখে না, শোনেও না। খালি কুরবানী আসলেই দেখে।
৫। আপনি ঝাড়ু-স্পঞ্জ-বালতি নিয়ে এলাকায় ঘুরুন। যেখানেই রক্ত-ভুঁড়ি-গোবর দেখবেন ঝাঁপিয়ে পড়ে পরিস্কার করা শুরু করে দেবেন। সমাজের উপকার হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

যাযাবর চিল বলেছেন: প্রতিটা প্রানিরই অনুভূতি আছে। আমরা এক প্রাণীর সামনে অন্য একটি প্রাণীকে হত্যা করছি, তারা কেমন অনুভব করে?
 আমরা শিশুদের সামনে প্রাণীদের জবেহ করছি। সেটা কতটা উচিত?
 আমরা কুরবানির সময় খোলা জায়গা কুরবানি করছি, রক্ত বা পাকস্থলী পরিস্কারের জন্য যথেষ্ট ব্যবস্থা করছি না। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এই ব্যাপারটি কিভাবে দেখেন?!
এই তিনটি পয়েন্টের উত্তর দেন নাই ??

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

যাযাবর চিল বলেছেন: উত্তর। Click This Link

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

আহলান বলেছেন: এসব চুলকানীমূলক পোষ্টের অপেক্ষাতেই তো আমরা থাকি!
১! কোর্বানী ছাড়া আর কখনোই কোন দেশের কোন ধম্মের লোক কোন সময়ই কোন পশুর গোশ্ত খায় না (কচি পাঠা, শুকর, মুর্গী এর আওতা মুক্ত)
২! প্রামাণিক ভায়ের কমেন্টস দ্রষ্টব্য।
৩! শিশুরা বলী দিতে কখনোই দেখে না। শিশুরা সারা জীবন শিশুই থাকে। তারা প্রাপ্ত বয়ষ্ক হয় না, বাপ মা হয় না, শিশুই থাকে!
৪! পরিবেশ দূষনমুক্ত রাখা যায় নিজেরা সচেতন হলে। বিড়ি সিগারেট বা করলে কারখানা পরিবেশ দূষিত করে, তাই এগুলো বন্ধ করারও ব্যবস্থা করা দরকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

যাযাবর চিল বলেছেন: চুলকা চুক্লি না করে পয়েন্টের উত্তর দিলে ভাল হয় :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

যাযাবর চিল বলেছেন: আর কাকা আমার বাকী পোস্ট গুলো দেখে চুল্কান। বেশি ভাল লাগবে :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

যাযাবর চিল বলেছেন: উত্তর- Click This Link

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

আনোয়ার সবুজ বলেছেন: সম্ভবত লেখক উত্তর নিজে নিজেই ঠিক করে রেখেছেন। এখানে উত্তর দেওয়া বাতুলতা। তবে পপকর্ণ কেনা যায়

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

যাযাবর চিল বলেছেন: আপনার কোন মত নেই?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

যাযাবর চিল বলেছেন: ঠিক। উত্তর- Click This Link

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

আহলান বলেছেন: সিম্পলি একটা কথা বলি ভাই, কোরবানী মুসলমানদের একটি ধর্মীয় আচরণ। এটা নিয়ে প্রশ্নবিদ্ধমুলক পোষ্ট দেয়া মানে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা, যা সত্যিই অনুচিৎ। কেউ যদি হোলি খেলা বা মাটির প্রতিমাকে স্রষ্টা বলে মনে করা বা বেশ্যালয়ের মাটি ছাড়া পূজা সম্পন্ন না হওয়া ব্লা ব্লা এগুলোকে যুক্তির মানদন্ডে বিচার করতে যায় তাহলে সেটাও চুলকানী।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

যাযাবর চিল বলেছেন: i believe in "Question everything" theory to know, not to ping pong game to criticize to develop :)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

দিস ইজ ইব্রাহিম বলেছেন: মুসলমানরা আসলেই একেকটা জঙ্গী জাতী কোন দয়ামায়া নেই

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

যাযাবর চিল বলেছেন: তাই? এটা পরেন প্লিজ Click This Link

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

হাতুড়ে লেখক বলেছেন: কিছু কমু না শুধু এইটুকু বলবো যে,
ডেঞ্জারাস জুনে আছেন। কোপ খাইলে কিন্তুক আমি দায়ী থাকবো না! ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম এর বিরুদ্ধে আংগুল তুল্লে দেখবেন হাত আছে আংগুল নাই নয়ত আংগুল আছে হাত নাই। ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৩

যাযাবর চিল বলেছেন: Click This Link

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

খোলা মনের কথা বলেছেন: আহলান বলেছেন: এসব চুলকানীমূলক পোষ্টের অপেক্ষাতেই তো আমরা থাকি!
১! কোর্বানী ছাড়া আর কখনোই কোন দেশের কোন ধম্মের লোক কোন সময়ই কোন পশুর গোশ্ত খায় না (কচি পাঠা, শুকর, মুর্গী এর আওতা মুক্ত)
২! প্রামাণিক ভায়ের কমেন্টস দ্রষ্টব্য।
৩! শিশুরা বলী দিতে কখনোই দেখে না। শিশুরা সারা জীবন শিশুই থাকে। তারা প্রাপ্ত বয়ষ্ক হয় না, বাপ মা হয় না, শিশুই থাকে!
৪! পরিবেশ দূষনমুক্ত রাখা যায় নিজেরা সচেতন হলে। বিড়ি সিগারেট বা করলে কারখানা পরিবেশ দূষিত করে, তাই এগুলো বন্ধ করারও ব্যবস্থা করা দরকার।
নতুন চুলকানী। বিনাশ মলম কি এখন আর কোম্পানী প্রাচারের স্বার্থে প্রাচার করে না???

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৩

যাযাবর চিল বলেছেন: ভাই, কুবান Click This Link

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

হাসান ইমরান বলেছেন: আপনার শেষ পয়েন্ট এর উত্তর একটাই,সেটা হলো জনসচেতনতা বৃদ্ধি করা।
আপনি মানুষকে সচেতন হতে বলতে পারেন।

আর বাকি অযৌক্তিক প্রশ্নের উত্তর প্রামাণিক ভাই আর মোটা ফ্রেমের চশমা ভাই দিয়ে দিয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

যাযাবর চিল বলেছেন: প্রামাণিক ভাই একটা উত্তর দিসেন।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯

নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: আমি মনে করি আপনার প্রশ্নের সঠিক উত্তর জঙ্গীরাই দিতে পারে, এটা অনেকটা চোরের মার বড় গলার মতো, ইতি পৃর্বে যারা আপনার উত্তর দিয়েছে খুবই ভালো দিয়েছে, নিজে নিজের ধর্ম পালন করুন, আর আপনার এগুলো নিয়ে ভাবতে হবেনা, এগুলো নিয়ে ভাবার জন্য দেশে সরকার ও সরকারি বিভিন্ন সংস্হা আছে, সরকারের মাথায় আপনার চেয়ে জ্ঞান কম নয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১২

যাযাবর চিল বলেছেন: ব্যাপারটি সামাজিক। আর আমি কোন ধর্মের মানুষ, আমার বাকী লেখাগুলো পড়লে বুঝতে পারবেন :)

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ১। অন্য প্রাণীদের কেমন লাগে সেটা জানতে হলে গো-ছাগ ভাষা চালু করতে হবে। সেটা আশা করি আপনার মত মুক্তচিন্তার অধিকারীরা অতি শীঘ্রই উদ্ভাবন করে ফেলতে পারবে।
২। আমি নিজেও শিশুবেলায় কুরবানী দেখতাম। বরঞ্চ কুরবানী দেখতে না পারলে ঈদের দিনটাই মাটি হয়ে যেত। এখন আমি কি কাউকে চাপাতি নিয়ে দৌড়ানি দিচ্ছি শিশুবেলায় কুরবানী দেখার ফলে? কুরবানী দেখার ফলে কতগুলো শিশু হিংস্র হয়ে উঠেছে সে বিষয়ে কোন জরিপ আছে কিনা জানা নেই। সো বলতে পারছি না।
৩। আপনার তৃতীয় প্রশ্নের সমাধান আমি আমার ৫ নাম্বার পয়েন্টেই দিয়েছি।
৪। আপনি আমার প্রথম দুটা প্রশ্নের জবাব দেননি। আশা করি দ্রুতই দেবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

যাযাবর চিল বলেছেন: ভাষা দুই ধরনের এক। ভারবাল, দুই। নন ভারবাল। আপ্নি কি তাদের নন ভারবাল প্রতিক্রিয়া বোঝেন না?

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অন আ সিরিয়াস নোট, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গত বছর আরিফ আর হোসেইন এর স্ট্যাটাসে দেখেছিলাম একদল তরুণ তাদের এলাকা পরিস্কার রাখার দায়িত্ব নিয়েছে কুরবানীর সময়। আশা করি এবারো এরকম কিছুই হবে।
সচেতনতা তৈরি করা আমাদের দায়। নিজ নিজ জায়গা থেকে।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সারা বছর যে পরিমাণ গরু-ছাগল-মুরগী খাওয়ার উদ্দেশ্যে জবাই করা হয়, তখন আপনার এই পোস্ট কোথায় ছিল? তখন তাদের নন-ভার্বাল এক্সপ্রেশন নিয়ে আপনাকে পোস্ট দিতে দেখেছে কেউ? কুরবানীর সময়ই কেন আপনার গরুদের সাথে কমিউনিকেশন করার ইচ্ছে জেগে উঠল?

আর আপনি আমার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
আপনার কমেন্টের রিপ্লাই দেব না ভাবছিলাম। তালগাছ আপনার ভেবে ধরে বসে থাকলে কমেন্ট দিয়ে লাভ নেই। তবুও দিচ্ছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

যাযাবর চিল বলেছেন: আপনার ভদ্রতা এবং জ্ঞান দুইটার লেভেলই খুবই নিম্নমানের। সবগুলোর উত্তর দিয়ে একটা বড় পোস্ট দিবো কাল, পরশু :)

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঠিক ধরেছেন। আসলে ব্যাপারটা কি, ভদ্র লোকের সাথে ভদ্র ব্যবহার করতে হয়।


সুস্থ থাকুন (মানসিক ভাবে)

শুভ কামনা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

যাযাবর চিল বলেছেন: আমাদের দেশে গত ৩০০ বছর ধরে, উদ্ভট একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে। যা না দিচ্ছে পশ্চিমের বিজ্ঞান না প্রাচ্যের ধর্ম। কিছু ব্রেইনলেস, ম্যানারলেস গাধা তৈরি করে। ইউ আর নাথিং বাট ওয়ান অব দেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.