নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২



....মে মাসে আমি করাচি পোঁছালাম”। [পৃষ্ঠা-২১৩]

....আমার জন্য ২০ মিনিট সময় নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রী। আমাকে খাজা সাহেব নিজে এগিয়ে নিয়ে বসালেন। যথেষ্ট ভদ্রতা দেখালেন, আমার শরীর কেমন? কেমন আছি, কতদিন থাকবো- এইসব জিজ্ঞাসা করলেন। আমি তাকে অনুরোধ করলাম, মওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাশিম, মওলানা তর্কবাগীশ, খয়রাত হোসেন, খান সাহেব ওসমান আলীসহ সমস্ত কর্মী মুক্তি দিতে। আরও বললাম জুডিশিয়াল ইনকোয়ারি করাতে, কেন গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছিলো? তিনি বললেন, “এটা প্রদেশিক সরকারের হাতে, আমি কি করতে পারি?” আমি বললাম আপনি মুসলিম লিগ সরকারের প্রধানমন্ত্রী, আর পূর্ব বাংলায়ও মুসলিম লিগ সরকার, আপনি নিশ্চয় তাদের বলতে পারেন। আপনি তো চান না দেশে বিশৃঙ্খলা হোক, আর আমরাও তা চাই না। আমি করাচি পর্যন্ত এসেছি আপনার সাথে দেখা করতে, এজন্য যে প্রাদেশিক সরকারের কাছে দাবি করে কিছু হবে না। তারা যে অন্যায় করেছে সে অন্যায় ঢাকবার জন্য আরও অন্যায় করে চলেছে। বিশ মিনিটের জায়গা তিনি আমাকে এক ঘণ্টা সময় দিলেন। তিনি আমাকে বললেন, প্রদেশের কোন কাজে তিনি হস্তক্ষেপ করেন না, তবে তিনি চেষ্টা করে দেখবেন কি করতে পারেন। আমি তাকে আদাব করে বিদায় নিলাম। তিনি যে ধৈর্য ধরে কথা শুনেছেন এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ”। [পৃষ্ঠা-২১৩-১২৪]

......তারা (পাকিস্তানের জনগণ ও শিক্ষিত সমাজ) বাংলার জনসাধারণকে জানেন না, আর তাদের সমন্ধে ধারনাও নাই। সরকার সমর্থক কাগজগুলি এমনভাবে প্রচার করে চলেছে যে সত্য চাপা পড়ে আছে। পূর্ব বাংলায় সঠিক অবস্থা, পশ্চিম পাকিস্তানে কোনদিন বলা হয় নাই। স্বয়াওশাসনের দাবি সম্মন্ধেও প্রশ্ন করা হয়েছিল, আমি তাদের পাকিস্তানের ভৌগলিক অবস্থা চিন্তা করতে অনুরোধ করেছিলাম। প্রায় ২ ঘণ্টা কনফারেন্স চলেছিল। আমার মনে হল আমি, তারা কিছুটা বুঝতে পেরেছিলেন। পাকিস্তান টাইমস এবং ইমরোজ খুব ভালভাবে ছাপিয়েছিলো আমার প্রেসে কন্সফারেন্সের জবাবগুলি”। [পৃষ্ঠা-২১৪]

....প্রেস কন্সফারেন্সে সমস্ত দৈনিক কাগজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি এপিপি’র প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আমার বক্তব্য পেশ করার পরে আমাকে প্রশ্ন করতে শুরু করলেন, আমি তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পেরেছিলাম। আমরা যে উর্দু ও বাংলা দু’টাই রাষ্ট্রভাষা চাই, এ ধারনা তাদের ছিল না। তাদের বলা হয়েছে শুধু বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবি করছি আমরা। [পৃষ্ঠা-২১৭]

…..(শহীদ সাহেবকে) বললাম রাষ্ট্রভাষা সম্বন্ধে তার মতামত খবরের কাগজে বের হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন “কি বের হয়েছে?” আমি বললাম, “আপনি নাকি কোন রিপোর্টারকে বলেছেন যে, উর্দুই রাষ্ট্রভাষা হওয়া উচিত।” তিনি ক্ষেপে গেলেন এবং বললেন, “এ কথা তো আমি বলি নাই। উর্দু এবং বাংলা দুইটা হলে আপত্তি কি? একথাই বলেছিলাম।“ আরও জানালেন যে, গুলি ও অত্যাচারের প্রতিবাদও তিনি করেছেন। আমি তাকে জানালাম, “সে সব কথা কোনো কাগজে পরিষ্কার করে ছাপান হয় নাই। [পৃষ্ঠা-২১৫]
-অপমাপ্ত আত্নজীবনী


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.