নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

দেবতা মুজিব নাকি শয়তান মুজিবঃ কল্পনা এবং বাস্তবতা

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩






কাউকে দেবতা বানিয়ে ফেললে তার মানবিক ভুলকেও আর ভুল মনে হয় না। আবার শয়তান বানালে তার ভালদিকও চোখে পরে না।
শেখ মুজিবুর রহমানের অবস্থাটা হয়েছে অনেকটা এমন। তার পক্ষ-বিপক্ষ দুইদিকের লেখাই পড়েছি। এক দল তাকে বানিয়েছে নির্ভুল দেবতা আরেক দল বানিয়েছে সাক্ষাৎ শয়তান। তবে সত্যটা সম্ভবত রয়েছে এই দুই দলের মাঝামাঝি অবস্থানের মধ্যে, একজন মানুষ শেখ মুজিবুর রহমান।

একজন মানুষের অনেকগুলো পরিচয় থাকে। আপনি যখন কাউকে বিবেচনা করবেন তখন সবগুলোদিকই বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে হবে। প্রধানমন্ত্রী মুজিবকে আপনি ১০ এ যত কম দিতে চান দিন, কিন্তু বৃটিশ মুক্তির পাকিস্তান আন্দোলনে তার ভুমিকাকে ১০ এ পুরো ১০ ই দিতে হবে। যুক্তফ্রন্টের নির্বাচনকালীন আন্দোলনে ১০/১০ এবং পাকিস্তানের কতৃত্ববাদী অপশাসনের বিরুদ্ধে সংগ্রামে যদি তাকে ১০ এ ১০ না দেন তাহলে হয় আপনি অজ্ঞ অথবা মিথ্যাবাদী। এভাবে ব্যক্তি মুজিব, মুসলিম জাতীয়তাবাদী কর্মী, বাংলাদেশিদের ন্যায্য অধিকার আন্দোলনের নেতা ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে মুল্যায়ন করলে আমরা একজন দেশপ্রেমিক মানুষকেই দেখতে পাই।

আগষ্ট মাসে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা নিয়েও চলে ব্যবসা। অনেক সভা সমাবেশ হচ্ছে। শোকের চিহ্ন দেখছি না কারো মুখে বা কাজে। মাইকে "ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি" টাইপ আনন্দের গান বাজছে, পাশে ভুরি ভোজের আয়োজন চলছে, সবাই বসে আড্ডা দিচ্ছে, একটা উৎসব উৎসব ভাব। আর একদল হাস্যকর ভাবে শিয়াদের মত করে "হায় মুজিব" "হায় মুজিব" বলে আওয়ামী তাজিয়া মিছিল বের করেছে [যদিও কারো রক্ত বের হতে দেখলাম না]। কি জঘন্য চেতনা!!
আমরা তার ভুলের জন্য মাগফেরাত কামনা করব এবং ভাল ও সাহসী কাজের জন্য প্রশংসা ও অনুপ্রেরণা নেব। কিন্তু না। চলে, অতিভক্তি দেখিয়ে কিছু নগদ কামিয়ে নেওয়ার ধান্ধা বা কেক কেটে কারো প্রিয় হবার ইচ্ছা। বাঙালী মুসলমান জাতি হিসেবে যতদিন স্বাধীন থাকবে ততদিন মুজিব নামটা থাকবেই। আওয়ামীলীগ ক্ষমতায় থাক বা না থাক।

'অসমাপ্ত আত্মজীবনী' পড়ার আগে তার প্রতি খুব একটা শ্রদ্ধা ছিল না [এই সব কর্মকান্ডের জন্য]। পড়ার পর ধারনা অনেক পরিবর্তন হয়েছে....
যদি সত্যি শ্রদ্ধা থাকে তবে আগষ্ট মাসে মায়া কান্না না করে তার এই জীবনীটা একটু পড়েন। দেবতা এবং শয়তানের মাঝখানে একজন শ্বাসত মানুষ শেখ মুজিবকে আবিষ্কার করবেন। আর তখন মানুষ হিসেবে তার রাষ্ট্র পরিচালনায় দালাল ও তোষামোদ শ্রেণীকে মোকাবেলার ব্যার্থতাকে অসম্ভব হবেনা। বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

নতুন বলেছেন: কয়জন মানুষ এখন দেশের জন্য রাজনিতি করে???

সবাই দল করে নিজের ধান্দাবাজীতে লাভ হবে বলে।

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: তাঁর অতি ভক্তরাই তাঁর বিপদ ঘটিয়েছে ।
ভাল কথা বলেছেন সত্যটা সকলের জানা উচিত ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ৬ দফা ও বাকশাল থেকে কি শিখলেন, কিভাবে জাতি উপকৃত হলো?

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

যাযাবর চিল বলেছেন: আমরা জানলাম জাতি এই ধরনের নীতি পছন্দ করে না।

৫| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর

অজানিতে উচ্চারে হৃদয়
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সাগিরা।

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাকে জানতে হলে দলকানা বুদ্ধিজীবিদের বাইরের কারো লেখা পড়তে হবে...

৭| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

ইমন তোফাজ্জল বলেছেন: উনার লেখা বইটা আসলেই পড়া দরকার ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

রাখালছেলে বলেছেন: চাঁদগাজী এখন সময়ের অভাবে বেশী কথা বলে না । খালি একটা প্রশ্ন করে চলে যায় ।

৯| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ভালো বলেছেন। বেশ ভাল।

১০| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আমরা জানলাম জাতি এই ধরনের নীতি পছন্দ করে না। "

-এখন পরিস্কার, শিরোনামে দেবতা ও শয়তান কিভাবে যোগ হচ্ছে; আপনাদের ভাবনা শক্তি সীমিত; মানুষ ৬ দফাকে ভোট দিয়ে, পাকীদের বিপক্ষে যুদ্ধে গিয়েছিলেন!

১১| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

সনেট কবি বলেছেন: সুন্দর বলেছেন।

১২| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মুজিব দেবতা নন ।মুজিব শয়তানও নন । সাধারণ একজন মানুষ ।৭১ এ মুক্তিযদ্ধে নেতৃত্ব দেয়ার বিরল কৃতিত্ব তাকে মহীয়ান করেছিল। সবার শ্রদ্ধার পাত্র করেছিল ।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

যাযাবর চিল বলেছেন: মুক্তিযদ্ধে নেতৃত্ব দিছেন তাজ উদ্দিন

১৩| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শেখ সাহেব লিডার ছিলেন বাংলাদেশী আপামর জনতার, হয়তো বা কারোর খুব বেশি পছন্দের ছিলেন আবার কারোর বেলায় কম পছন্দের হয়তো খুবি কম সংখ্যক তাকে পছন্দ করতেন না। তবে ওনি কখনোই আওয়ামী লীগের একার নেতা ছিলেন না।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

তপোবণ বলেছেন: বন্যায় হাহাকার চলছে দেশে, এদিকে মুজিব বন্দনার মেকি শোক দিবসে উৎসবের মতো গান বাজনা চলছে। দেশ জুড়ে পানি বন্দী মানুষেরা না খেয়ে আছে। আর এদিকে রাজনৈতিক বেশ্যারা তুমুলভাবে তাদের বেশ্যাবৃত্তি চালিয়ে যাচ্ছে।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

পান-সুপারি বলেছেন: বঙ্গবন্ধু কি ছিলেন সেইটা তোমার মত জিন্নাহর জারজ নাতিপুতিরা বুঝবে না কোনদিন।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

যাযাবর চিল বলেছেন: বঙ্গবন্ধু, নিজে জিন্নাহর চ্যালা

১৬| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তিযুদ্ধের নেপথ্য নায়ক মুজিব এক্ষেত্রে একজন স্বার্থক প্লেমেকার তিনি। তাজউদ্দিন স্ট্রাইকার। তার অবদান খাটো করছিনা । স্বাধীনতা ঘোষণার ও নেপথ্য নায়ক তিনি।
মানুষ ভুলের উদ্র্ধে নয় । মানুষ দেবতা নয় । শয়তানও নয়। মানুষ মানুষই। এবং মানুষ মাত্রই ভুল করে ।


সুন্দর পোস্ট ।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪

স্বল্প বাঁধন বলেছেন: বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবের অবদান খুবই সীমিত যা পরে বৃহৎ আকারে দেখানো হয়েছে।হ্যাঁ উনি জনমানুষের নেতা ছিলেন পূর্ব পাকিস্তানের।তিনি নিজেই স্বাধীন বাংলাদেশ চান নি তিনি পুরো পাকিস্তানের কর্ণধার হতে চেয়েছিলেন।।।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.