নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

থিওলজি পাঠঃ প্রথম পাঠ >সংখ্যা এবং প্রকার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬



ব্যবসায়ী এবং অসাধারন জ্ঞানী ব্যক্তিদের একটি গ্রুপ বর্তমানে ধর্মকে আমাদের জীবন এবং সমাজ ব্যবস্থা থেকে বাদ দেওয়ার কথা বলছেন। তবে এটা অসম্ভব। আমাদের পৃথিবীর ইতিহাসে শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, প্রকৌশল [Engineering] সব কিছুরই উদ্ভব এবং বিকাশ হয়েছে মূলত ধর্মকে কেন্দ্র করে। ইউরোপীয় রেনেসাঁর পর থেকে খৃষ্টিয়ানিটির এবং প্রথম মহাযুদ্ধের পর থেকে ইসলামের প্রভাব কমে যায়। তবে এখন অবস্থা আবার পরিবর্তন হচ্ছে। পৃথিবীর প্রধান ধর্ম ৫ টি
১. খৃষ্টিয়ানিটি।
২. ইসলাম।
৩. হিন্দু ইজম।
৪. বুদ্ধইজম।
৫. শিখ।
*জুডাইজম।
অনুসারির সংখ্যা খুবই কম হওয়ার পরেও সমৃদ্ধ দর্শন এবং অপরিমেয় প্রভাবের কারনে জুডাইজম পড়া আবশ্যক।
অনুসারির সংখ্যা খৃষ্টান ২৪২ কোটি, ইসলাম ১৮০ কোটি, ১১৫ কোটি, বুদ্ধ ৫২ কোটি, শিখ ৩ কোটি এবং ইহুদি ১ কোটি ৭০ লক্ষ।
চীন, আফ্রিকা এবং দক্ষিন আমেরিকার বিভিন্ন এলাকার আঞ্চলিক ধর্মের অনুসারি আছে ৭০ কোটির কিছু বেশি, এরমধ্যে প্রভাবশালী হল সন্ত, তাও, ফালুন গং, কনডেম বেল। পৃথিবীতে নাস্তিকের সংখ্যা কত এটা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। সংখ্যাটা ২০ কোটি থেকে ৫০ কোটির মধ্যে।
ধর্ম ৩ ধরনের।
এক- একেশ্বরবাদীঃ খৃষ্টিয়ানিটি, ইসলাম, জুডাইজম।
দুই- বহুশ্বরবাদীঃ হিন্দুইজম, শিখ।
তিন- নাস্তিক্যবাদীঃ বুদ্ধিইজম।

প্রধান প্রায় সব ধর্মেরই অনুসারির সংখ্যা বাড়ছে। বৃদ্ধির হার সবচেয়ে বেশি ইসলাম এরপর খৃষ্টিয়ানিটি, হিন্দুইজম। তবে বুদ্ধ ধর্মের অনুসারির সংখ্যা কমছে। এছাড়া নাস্তিকদের সংখ্যাও কমতির দিকে, কারন নাস্তিকদের বয়স বেশি এবং বেশীরভাগই সন্তান গ্রহণে আগ্রহী না।

তবে মাঝে মাঝে কিছু মিডিয়ায় প্রচারনা দেখা যায় ইউরোপ এবং আমেরিকায় খৃষ্টান ধর্মের সেই জৌলুশ আর নেই, খৃষ্টান ধর্মের অনুসারীর সংখ্যা কমছে। কথাটি আসলে খন্ডিত। খৃষ্টান ধর্মের অনুসারীর সংখ্যা কমছে না; খৃষ্টান ধর্ম দিক পরিবর্তন করেছে। পশ্চিম ছেড়ে খৃষ্টিয়ানিটি এখন প্রাচ্যে। আফ্রিকার সাব-সাহারা এবং চীনে খৃষ্টান ধর্মের অনুসারী বৃদ্ধির হার সর্বোচ্চ। চীনে এখন আট কোটি খৃষ্টান। তাই খৃষ্টান ধর্মের অনুসারীর সংখ্যা আগামী ২০৫০ সালেও থাকবে সবচেয়ে বেশি। এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় এগিয়ে আছে ইসলাম। ২০৫০ সাল নাগাদ অনুসারী সংখ্যায় ইসলাম খৃষ্টিয়ানিটিকে প্রায় ছুয়ে ফেলবে। ধর্ম আবার ফিরে আসছে......

#চলবে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



ইসলামের বাহিরে যারা আছেন, গড়ে তারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে ভালো আছেন? মৃত্যুর পর, কারা ভালো থাকবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.