নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান মিল্ক ব্যাংকঃ সমস্যা কি?

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪



ইউরোপের সমাজ বিজ্ঞানীরা শত বছর গবেষণা করে ইউরোপের মানুষের প্রকৃতি, আচার বিশ্লেষণ করে ইউরোপের সমস্যা সমাধানের জন্য একটা পদ্ধতি বের করেছে। কোন রকম পড়াশোনা না করে, ইতিবাচক-নেতিবাচক দিক না দেখে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বিচার বিবেচনা না করে সেই আইডিয়া অনেকটা "চুরি" করে কপি-পেস্ট করলে তার থেকে উপকার পাবার আশা অসম্ভব স্বপ্ন, বালখিল্যপনা এবং চুড়ান্ত মুর্খামি। শুধু এই ক্ষেত্রে না, প্রায় সবই ক্ষেত্রেই একই অবস্থা। মা দিবস, বাবা দিবস, হ্যালোইন, নতুন বছর উজ্জ্বাপন, ভ্যালেন্টাইন ডে, আমেরিকান আইডল দেখে ক্লোজআপ ওয়ান, ইত্যাদি এবং ইত্যাদি। ইউরোপের এই আচারগুলোকে এই মূর্খের মত দেশে কপি-পেস্ট করে একটা উদ্ভট পরিবেশ তৈরি করা হয়েছে। অথচ এখানে এইসব দিবস এরা এত চমৎকার ভাবে পালন করে। একটা উৎসব উৎসব আমেজ আসে।

৫৭ টি মুসলিম দেশের কোথাও এই হিউম্যান মিল্ক ব্যাংক নেই। তুরস্কে হিউম্যান মিল্ক ব্যাংক শুরু করেছিলো, চলে নাই, বন্ধ করে দেয়। তুরস্কের ৪০ থেকে ৫০ ভাগ মানুষ চলনে, বলনে পুরা ইউরোপীয়নদের মত কিংবা কয়েক ডিগ্রি উপরে। এরপরেও সেখানে এটা চলে নাই। আর বাংলাদেশে চলবে? কতটা জনবিচ্ছিন্ন চিন্তা ভাবনা। বরং যদি বিরোধিতা না হতো তাহলেই আমি অবাক হতাম।

কেন এই হিউম্যান মিল্ক ব্যাংক গুরুত্বপূর্ণ, কিভাবে চালু করলে সবার কাছে গ্রহনযোগ্য হবে, যে যে কারনে বিরোধিতা হচ্ছে, সেই কারনগুলো সমাধান কিভাবে হবে, কিংবা সেই কারনগুলো কেন গুরুত্বপূর্ণ না। এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করে চালু করলে সেটা কার্যকর হতো। এই মূর্খগুলোর সেই উপলব্ধি নেই।

এদের মূর্খ বলছি এটা অপছন্দ করতে পারেন। কারন তারা অনেক জ্ঞানী। অনেক বড় ডিগ্রি নেওয়া। স্বীকার করছি হ্যাঁ, এরা হয়তো বোর্ড স্ট্যান্ড করা মানুষ। কিন্তু এরা হল তারা যারা নানান নোট মুখস্ত করে পরীক্ষার খাতায় তা উগ্রে দিয়ে ভাল নম্বর পেয়েছে। এখনো সেই কাজ করতেছে, ইউরোপের প্রথা গিলে বাংলায় সেটা বমি করার করছে...

ইউরোপের মত হতে চাইলে ইউরোপের সমাজ বিজ্ঞানীদের মত পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। আইডিয়া চুরি করে হবে না...

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: এটা মহাপাপ। এটা করা যাবে না।

২| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যা অবশ্যই আছে।
বাংলাদেশে উক্ত ‘মিল্ক ব্যাংক’ স্থাপনের হলে
একই মায়ের দুধ পানের কারণে ভবিষ্যতে ভাইবোনের
মধ্যে বিয়ে হওয়ার আশঙ্কা রয়েছে। যা চরমভাবে সামাজিক
অরাজকতা সৃষ্টি করবে। পাশাপাশি ইসলাম ধর্ম অনুযায়ী,
ভাই ও বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ এবং তা বাংলাদেশের
রাষ্ট্রীয় আইন ‘মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়ত) প্রয়োগ
আইন, ১৯৩৭’ এর সরাসরি লঙ্ঘন।”

“(ইসলামে) ১৪ জনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা
নিষিদ্ধ বা হারাম। দুধ পানের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কের
ক্ষেত্রেও এই ১৪ জনের সঙ্গে বিবাহ হারাম। বিষয়টি এত
হালকাভাবে দেখলে চলবে না।”

ইসলামে কেউ মা ব্যতীত অন্য নারীর দুধ পান করলে তিনি
দুধ মার স্বীকৃতি পান। মায়ের সম্পর্কিত যেসব স্বজনকে
বিয়ে করা নিষিদ্ধ, দুধ মার সম্পর্কিত তার স্বজনদের
ক্ষেত্রেও একই নিয়ম।

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

নীল আকাশ বলেছেন: যা বলতে এসেছিলাম সেটা শ্রদ্ধেয় নূরু ভাই ইতিমধ্যেই বলে দিয়েছেন।
এই প্রজেক্ট হচ্ছে আরেকটা জিপিএ ৫ প্রজেক্ট।
পাঠারা যখন দেখবেন হাল চাষ করছে তখন এই ধরনের আরও বহু কিছু দেখা যাবে।

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধার্মিকদের মিল্ক ব্যাংক, ভাইবোন ভীতি সমস্যা না।
কারন আমাদের দেশে বিয়ে হয় ২ থেকে ৬ বছরে ডিফারেন্সে। মিক্সিং চান্স ০%
সমস্যাটা বড়। ধার্মিকদের বড় ভয় যদি বাচ্চা অমুসলিমদের দুধ খেয়ে ফেলে?

দূর্নীতি, খাদ্যে ভেজাল, ঘুষ দিয়ে বিদ্যুৎ বিল কমানো আয়কর কমানো ধর্ষন হারাম ইনকাম নিয়ে ধার্মিকদের কোন বক্তব্য নাই, সব চিন্তা মিল্ক ব্যাংক নিয়ে।
কোন ব্যাংকে ইন্টারেস্ট/মুদারাবা বেশি দেয়, সেই ব্যাংক খোঁজ করা পাব্লিক ও দেখলাম মিল্ক ব্যাংকের বিরুদ্ধে সোচ্চার।
ধার্মিকদের অমুসলিমদের দুধ ভীতি প্রবল কিন্তু দাসী ও গনিমতের মাল অমুসলিমদের ধর্ষন হালাল, অমুসলিম নারীর যোনিরস হিউম্যান মিল্ক সবই হালাল।

৫| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:৩১

নতুন বলেছেন: দেশে সুদ, ঘুষ, যৌতুক, ধষনের বিচার, খাবারে ভ্যাজাল, এমন বিষয়ে সমস্যা নাই, কিন্তু বাচ্চার জীবন বাচাতে যদি অন্য মায়ের দুধ খেতে পারে তবে তার পেছনে ফতোয়া খুজে বের করে।

৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: হিউম্যান মিল্ক ব্যাংক সমস্যা নয়। আর্শীবাদ।

৭| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

কূকরা বলেছেন: চিন্তা করিতেছি "হলি কাউ পিস ব্যাংক" নামে একটাখানা ব্যাংক খুলিব। পবিত্র গো-মুত্র সংরক্ষন এবং পাশের বন্ধু রাষ্ট্রে উহা রপ্তানি করিয়া স্বল্প সময়ে বড়লোক হইব। ব্যাংকের এমডি হিসাবে চাঁদগাজীকে নিয়োগ দেয়া যায় কি-না তাহা বিবেচনা করা যাইতে পারে। হাসান বাল-বৈশাখীও একজন অলটারনেট যোগ্য ক্যন্ডিডেট হওয়ায় উনাকেও ইন্টারভিউ এর জন্য ডাকা যাইতে পারে।

আপনাদের এই বিষয়ে মতামত কি?

৮| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: কূকরা বলেছেন: চিন্তা করিতেছি "হলি কাউ পিস ব্যাংক" নামে একটাখানা ব্যাংক খুলিব। পবিত্র গো-মুত্র সংরক্ষন এবং পাশের বন্ধু রাষ্ট্রে উহা রপ্তানি করিয়া স্বল্প সময়ে বড়লোক হইব। ব্যাংকের এমডি হিসাবে চাঁদগাজীকে নিয়োগ দেয়া যায় কি-না তাহা বিবেচনা করা যাইতে পারে। হাসান বাল-বৈশাখীও একজন অলটারনেট যোগ্য ক্যন্ডিডেট হওয়ায় উনাকেও ইন্টারভিউ এর জন্য ডাকা যাইতে পারে।
সহমত অসাধারণ আইডিয়া। আপনাকে এবারে একুশে পদক দেয়ার জন্য অনুরোধ করছি। লিস্টে আরও কয়েকজন যোগ করা যেতে পারে।
কারও নিক নেম নিয়ে অশ্লীল শব্দ বানাবেন না। তাহলে আরেকজন আপনারটা নিয়ে বানাবে। এই রীতি খুব খারাপ। সবাই যদি এটা করে বেড়ায় ব্লগে কি অবস্থা হবে ভেবে দেখেছেন?

৯| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
++++

১০| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে হিউম্যান মিল্কের কি ঘাটতি দেখা যাচ্ছে নাকি? নাকি চাহিদা ও সরবরাহের সমন্বয় হচ্ছে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.