নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

ড. জাফর উল্লাহ স্যারের উত্তরাধিকার নিয়ে আপত্তিঃ একজন সাধারণ মানুষের চোখে

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯



ড. জাফর উল্লাহ স্যার এবং অনান্য নারীবাদীরা নির্দিষ্ট করে ইসলামে পিতার সম্পদ থেকে ছেলে-মেয়ের উত্তরাধিকার আইনের ব্যাপারে আপত্তি তুলেছেন। যদি উনাদের কথা অনুসারে এটা সমান হতো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়,

উত্তরাধিকার সমান। কিন্তু ইসলামের পারিবারিক আইনে বাবা-মা, স্ত্রী-সন্তান তথা পুরো পরিবারের সমস্ত ব্যয় পুরোটা ছেলের উপর। এটা একটা অবিবেক, অনায্য নিয়ম।

কেন ছেলেকে বিয়ের সময় মোহরানা দিতে হবে?কেন? আমি বলতাম এটা একটা উদ্ভদ, চিন্তা-ভাবনা বহিভূত, খুবই খেলো একটা নিয়ম।

ব্যবস্থাপনা শাস্ত্রের গুরু হেনরি ফেয়লের একটা লেখা পড়েছিলাম বহু আগে। সেখানে তিনি বলেছিলেন একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দ্বায়িত্ব অনুসারে ক্ষমতা দিতে হবে। এই দুইয়ের যদি সামঞ্জস্য না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের লাল বাতি জ্বলবে।

তো পুরো পরিবারের অর্থনৈতিক দ্বায়িত্ব ছেলের উপর, মেয়ের কোন দ্বায়িত্বই নেই। অথচ অর্থনৈতিক উত্তারাধিকারের ব্যাপারে সমান? এটা কোন যুক্তিতে আসে।

ড. জাফর উল্লাহ স্যারের মত একজন পরোপকারী, সজ্জন, পন্ডিত ব্যক্তি কিভাবে এ রকম হালকা চিন্তা করলেন!?

যদি উনারা বলতেন—

1️⃣ ইসলামে পরিবারের অর্থনৈতিক দ্বায়িত্ব পুরোটা ছেলের উপর, এই নিয়ম পরিবর্তন করতে হবে৷ দ্বায়িত্ব হবে ছেলে-মেয়ের সমান।
2️⃣ বিয়ের সময় মেয়েকে মোহরানা দেবার আইন পরিবর্তন করতে হবে, এটা ভুয়া আইন।
3️⃣মায়ের সম্পদের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে কম পায়, সেটাও পরিবর্তন করে ছেলে-মেয়ের সমান করতে হবে৷
4️⃣১২টি ক্ষেত্রে সংশ্লিষ্ট সমপর্যায়ের পুরুষের তুলনায় নারী অধিক পরিমাণে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। এটাও বদলাতে হবে।
5️⃣এবং ইসলামের পারিবারিক আইন অনুসারে চারটি ক্ষেত্রে সমপর্যায়ের আত্মীয় হওয়া সত্ত্বেও পুরুষ পুরোপুরি বঞ্চিত হন। অর্থাৎ সংশ্লিষ্ট নারী পান, পুরুষ কিছুই পান না। এই নিয়মও বদলাতে হবে।

অর্থাৎ আরো পরিস্কার ভাবে বলেন ইসলামের পারিবারিক আইন পুরোটাই বাদ দিতে হবে ধর্ম থেকে। তাহলে সেটা এই কথার অন্তত কিছু যুক্তি থাকে। শুধুমাত্র এই চেরি-পিক ভয়াবহ বুদ্ধিবৃত্তিক দৈন্যতা।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ইসলাম যেভাবে বলে সেভাবেওতো বাস্তবে আমাদের সমাজে দেয়া হয়না, সেটা দেয়া হলেই আর কোন প্রশ্ন থাকতোনা...

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



ইসলামের অর্থনীতি, ফাইন্যান্স হচ্ছে বেদুইনদের সামাজিক নিয়ম; উহা কেন মানুষের সমাজে আসবে?

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০

যাযাবর চিল বলেছেন: এই রকম পালয়ানের মত বলতে হবে। ফেইক আকাউন্টে পালয়ানের মত কথা বলে, বাস্তবে বলা না, শুধু এইটুকু বদলান, বাকি ঠিক আছে, তা কেন

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: নারীবাদীরা হয়ত সব দিক থেকে চিন্তা করেনা, তাদের এজেন্ডা থাকে একটাই। এজেন্ডা যেকোন ভাবে প্রতিষ্ঠা করতে পারলেই সবকিছু ঠিক আছে, বাকিসব বাদ। তাদের মত ডাবল স্ট্যান্ডার্ড লোকজন একটু কমই আছে। তবে আমি জানিনা ডঃ জাফর উল্লাহ ফেমিনিস্ট কিনা। বরং আমি উনাকে বলব, ইসলাম সম্পর্কে অল্প জানা আর কজন সাধারণ মানুষের মতই তিনি একজন। সবাই সব বিষয়ে পাণ্ডিত্য লাভ করতে পারেন না। নিঃসন্দেহে উনি একজন জ্ঞানী এবং গুণী ব্যাক্তি, কিন্তু ইসলাম সম্পর্কে হয়ত পুরো ধারনা নেই নয়ত ইসলাম সম্পর্কে সুশীলদের বুনানো বুলিগুলো শুনে উনিও সংশয়ে ভুগছেন বেশ কিছু ব্যাপার নিয়ে। আশাকরি ধীরে ধীরে উনার কাছে সত্যের পথটা পরিষ্কার হবে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নামাজ রোজার ঠিক নেই, এরা আবার সম্পদ ভাগাভাগি আর নারীর অধিকার নিয়ে সোচ্চার...

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১

পদ্মপুকুর বলেছেন: ইসলামটাইতো অনেকের কাছে অ্যালার্জির মত...

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



@সালাহ উদ্দিন শুভ ,

ডা: জাফর উল্লাহ আপনার থেকে কম বুঝেন? আপনি নিজে আছেন কুপের মাঝে

৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



পদ্ম পুকুর বলেছেন, " ইসলামটাইতো অনেকের কাছে অ্যালার্জির মত... "

-ইয়েমেন, সিরিয়া, ইরান, লেবানন, আফগানিস্তা, পাকিস্তান থেকে বুঝা যাচ্ছে যে, ইসলাম সমাজ ও রাষ্ট্রের জন্য এক ধরণের বড় এলার্জি; মরে গেলে উহা কাজে লাগতে পারে অনেকের জন্য

৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



ডা: জাফর উল্লাহ অর্থনৈৈক দিক থেকে বেদুইনদের অনুসারী নন, উনি আপনার থেকে হাজার গুণে বেশী বুঝেন।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪

যাযাবর চিল বলেছেন: " অর্থনৈৈক দিক থেকে", মানে! এটা কি লিখছো ছোট ভাই?? এটা কি বাংলা হইছে?? গা চুলকানোর পাশাপাশি বাংলা শেখো

৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯

পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: পদ্ম পুকুর বলেছেন, " ইসলামটাইতো অনেকের কাছে অ্যালার্জির মত... "
-ইয়েমেন, সিরিয়া, ইরান, লেবানন, আফগানিস্তা, পাকিস্তান থেকে বুঝা যাচ্ছে যে, ইসলাম সমাজ ও রাষ্ট্রের জন্য এক ধরণের বড় এলার্জি; মরে গেলে উহা কাজে লাগতে পারে অনেকের জন্য


দুঃখিত, এই বিষয়ে আমি তর্কে যেতে আগ্রহী নই। ইসলামটা আমার কাছে ইসলামের মতই। যার কাছে অ্যালার্জির মত সে বসে বসে চুলকাক, আমার তাতে আপত্তি নেই। আমি অন্যের কোনো কিছু নিয়ে চুলকাতে রাজি নই।

ধন্যবাদ স্যার। শুভ ব্লগিং।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

পদ্মপুকুর বলেছেন: অন্যকে ইসলাম গুলিয়ে গেলানোর জন্যও আমি আগ্রহী নই।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪১

যাযাবর চিল বলেছেন: খাইতে কয় কে? আপনার আব্বা আপনার বোনকে সমান দিলে মসজিদের ইমাম সাহেবের কিচ্ছু আসে যায় না

১১| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: @চাঁদগাজী বলেছেন, "ডা: জাফর উল্লাহ আপনার থেকে কম বুঝেন? আপনি নিজে আছেন কুপের মাঝে"

আমি কুপের মাঝে আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি আছেনতো! কখনো কি মনে হয়না ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম দরকার? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইসলামের জন্যে হয়নি। কোটি কোটি মানুষকে ইসলামের নামে হত্যা করা হয়নি। আপনি দেখছেন ইয়েমেন, সিরিয়া, ইরান, লেবানন, আফগানিস্তান আর পাকিস্তানকে। আর আমি দেখছি আমেরিকা, ইসরাইল, চীন, কোরিয়া, মিয়ানমারদেরকে। খাতা কলমে একটু কষ্ট করে হিসেব করে পরিসংখ্যানটা মিলিয়ে নিয়েন।

'ইসলাম সমাজ ও রাষ্ট্রের জন্যে এক ধরনের বড় এলার্জি নয় বরং আপনার এবং আপনাদের জন্যে বেশ বড়, তীব্র এবং জ্বালাময়ী এলার্জি'। আর বিশ্বাস করেন, ইসলাম যদি কোনদিন এই পৃথিবী থেকে মুছে যায় (যা কোনদিনও সম্ভব না), তারপরেও আপনার এবং আপনাদের এই এলার্জি কমবে না। সারাজীবন কোরবানী করে দিবেন, এরপরেও এই এলার্জি থেকে মুক্তি পাবেন না। শরীরের মধ্যে আপনার বিষ বয়ে যেতে থাকবে চিরজীবন, কোনদিনও যদি শান্ত হতে পারেন তবে ব্লগে একটু কষ্ট করে জানাবেন। বাকি সবাইও আপনার কাছ থেকে এই এলার্জির চিকিৎসা নিয়ে নিবে।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ জাফর উল্লাহর বক্তব্য যে কোরআনের বিপরীত এটা কি উনি বোঝেন?

১৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

নেওয়াজ আলি বলেছেন: ডাক্তার জাফর স্যারের বয়স হয়েছে । বয়স বেশী শিশুর মত কথা বলে। নারীবাদীরা মতলববাজ।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


@সালাহ উদ্দিন শুভ ,
আপনি বলেছেন, " প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইসলামের জন্যে হয়নি। "

-আপনার ধারণাশক্তিতে সমস্যা আছে, ১ম ও ২য় বিশ্বযুদ্ধ ধর্মের জন্য হয়নি; এগুলো কলোনিয়েল শক্তির বিনাশ ও অর্থনীতির জন্য যু্দ্ধ, এগুলো আপনার মাথায় ঢুকবে না; আমরাও অর্থনৈতিক কারণে ১৯৭১ সালে যুদ্ধ করেছি।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

মাহিরাহি বলেছেন: নিম্নশ্রেনীর শ্রমজীবি নারীদের মজুরি বৃদ্ধি নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।
দিন দিন বৃদ্ধি পাওয়া ধনী গরীবের বৈষম্য নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।
অতি দরিদ্রে পরিণত হওয়া কোটি কোটি মানুষের রুজি রোজগার নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।



১৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মোহরানাদিয়ে নারীকে অপমান করা হয়।কোরান হাদিসে লেখা আছে,মোহরানা হল নারীর লজ্জাস্থান ভোগের মূল্য।তাহলে বেশ্যার সাথে পার্থ্ক্য কোথায়।ইসলামে বেশ্যাবৃত্ত নিষেধ নাই।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ মারা গেলে ও তার সন্তান কন্যা সন্তান হলে বিপদ।

পরিবার ও কন্যা সন্তান একমাত্র উপার্যনক্ষম পিতা হারিয়ে পরিবার এমনিতেই চরম অসহায় অবস্থায় পতিত হয়। তার উপর পৈত্রিক সম্পত্তির (ব্যাঙ্কব্যালেন্স, সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, বাড়ী/ফ্ল্যাট) একটি বড় অংশ থেকেও যদি বঞ্চিত হয় তবে দুর্দশার অন্ত থাকে না।
আপনি মারা গেলে আপনার গ্রামের জমি, পরিশ্রমের টাকার বাড়ী গাড়ী ফ্ল্যাট, ব্যাঙ্ক একাউন্ট সঞ্চয়পত্র আপনার ছেলে পাবে।
যেহেতু আপনার ছেলে নেই, মেয়ে, তাই সে পাবে মাত্র অর্ধেক।
বাকি অংশ পাবে মেয়ের চাচা মামা ফুফু ও অন্যান্নরা।
এদের কেউ বাটোয়ারা মামলা করলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার সব একাউন্ট ফ্রীজ।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে তো ৮ বছর হয়ে যাচ্ছে, ডা: জাফর উল্লাহ হননি, ড: জাফর ইকবালও হননি, যা ছিলেন, তার থেকে বুদ্ধি আরো কমেছে।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
‘নারী নীতি’র ‘৪.১ নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ’ ধারায় জাতিসংঘের ‘সিডও’, ‘মিলেনিয়াম সামিট’ সহ বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা দলিলে বাংলাদেশ অন্যতম স্বাক্ষরকারি দেশ। এগুলির সর্বত্রই উত্তরাধিকারে ‘নারীর সমানাধিকার’ বাস্তবায়নের বিষয়টি এগিয়ে নিচ্ছিল।
রাষ্ট্র হিসেবে এখনো বাংলাদেশ নারী নীতি’র ‘৪.১ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশে নারী-পুরুষ অসম বন্টন ব্যাবস্থার সমতা আনার জন্য ১৯৯৭ সালে মানবাধিকার সংস্থা নারীবাদী সংস্থাগুলোর চাপে তৎকালিন আওয়ামী সরকার ২০০০ প্রথমদিকে উত্তরাধিকার মুসলিম আইন একটি আইনসংসধনী খসড়া তৈরি করেছিল, সংসদে উত্থাপিত হওয়ার পর্যায়ে ছিল। ‘নারী নীতি’র ‘৪.১ বাস্তবায়নে অনেক সদিচ্ছা ছিল।

কিন্তু পরবর্তি বিএনপি-জামাত সরকার এই সংসধনী নিয়ে অগ্রসর হয়নি সংগত কারনেই।
২০০৭-৮ এ তত্তাবধয়ক সরকার ব্যাপক সদিচ্ছা নিয়ে অগ্রসর হয়েছিল। কিন্তু কাঠমোল্লাদের আন্দলনের কারনে কিছু করতে পারেনাই। কারন তত্তাবধয়ক সরকার ও সেনাবাহিনী তখন ঢাবিতে প্যাদানি খেয়ে বেশ দুর্বল, আবার হকারদের আন্দলনে বেহাল দশা। আবার মোল্লাদের উটকো ঝামেলার ভয়ে এই অদ্ধাদেশ জারি করতে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয়।
একই কারনে আওয়ামী সরকারও ...

নব আধুনিক মুসলিম দেশ তিউনিসিয়া এই ত্রুটিপুর্ন মুসলিম উত্তরাধিকার আইন সন্সোধোন করে আইন পাশ করেছে
তিউনিসিয়ার কট্টরপন্থি মুসলিমরা এই বিলের প্রবল বিরোধিতা করে আসলেও
২৩ নভেম্বর ২০১৮তে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়ায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাশ করা হয়েছে। এর মাধ্যমে নারী-পুরুষেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সমানাধিকার পাচ্ছেন।
কিন্তু বাংলাদেশ পারলো না।

২০| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: সবার পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
আমি মন্তব্য করবো না।

২১| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:



১ পয়সার বেদুইন তত্ত্ব দিয়ে ডা: জাফর উল্লাহের ভুল ধরছেন, দেশ মক্তবের লোকেরা চালানোর সম্ভাবনা নেই।

২২| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩৫

ঢাকার লোক বলেছেন: "3️⃣মায়ের সম্পদের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে কম পায়,." আমার মনে হয় না আপনার এ বক্তব্য সঠিক, একটু দেখে নিবেন, এক্ষেত্রেও সম্ভবত একই, ছেলে মেয়ের দ্বিগুণ পায়!

সুরা বাকারায় ২০৮ নং আয়াতে আল্লাহ বলেন,
"হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না।.." একজন মুসলমানের জন্য ইসলামের সব আইন মানা জরুরী। কিছু মেনে আর কিছু অস্বীকার করে নিজেকে মুসলমান দাবী হয়ত একজন করতে পারে তবে তা কতটা যথার্থ বা গ্রহনযোগ্য সে প্রশ্নসাপেক্ষ! কোরানে স্পষ্টভাবে যে উত্তরাধিকার আইন বর্ণনা করা হয়েছে তার বিরোধিতা করে নিজস্ব আকল বা বুদ্ধির অনুসরণ করে আইন বানালেও একই প্রশ্ন দেখা দিবে, এর পরও আমি আল্লাহর দৃস্টিতে মুসলমান, নাকি কাফের বা বাংলায় বললে অস্বীকারকারী!

২৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০১

ঢাকার লোক বলেছেন: নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে যদি আরেক আওয়ামী লীগার নির্বাচন করে, সে বিদ্রোহী প্রার্থীকে কি দলের শীর্ষ নেতৃত্ব দল থেকে বের করে দেন না?

২৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৭

সাসুম বলেছেন: একমাত্র প্রপার শিক্ষাই পারে এই অসমতা বিধান করতে। সুশিক্ষা ব্যাতিত কোন উপায় নাই। আমি আপনি চাইলে দেশের লক্ষ কোটি প্যারাটক্সিকাল মজিদ দের কারনে এই আইনের কোন পরিবর্তন করা যাবেনা কারন এতে পুরুষ এর সম্পত্তির ভাগ বেশি!

যাই হোক, এত মাথা না ঘামিয়ে আপনার সন্তান কে শিক্ষিত , মানবিক করে তুলুন। সে যেন নারীকে, বোন কে, বউ কে মানুষ হিসেবে ভাবতে শিখে,নারী হিসেবে না। আপনার ছেলে মেয়ে দু জন সন্তান থাকলে তাদের দুজঙ্ক কেই সমান ভাবে দেখেন। সুশিক্ষা ব্যতীত এই কূপমন্ডুক এর দেশে মুক্তি নেই।

বিঃদ্রঃ আমার দাদার সম্পত্তি আমাদের বাপ চাচারা ফুফুদের সাথে সমান ভাবে ভাগ করে নিয়েছে যাতে কারো মনে কস্ট না থাকে। সবাই এখনো শেষ বয়সে সবাই সুখেই আছে। কারো সাথে কোন ক্যাচাল নাই। আমার বাবার সম্পত্তি যা ছিল, আমরা ৪ ভাই বোন, টাকা পয়সা ৪ ভাগ করে দিয়েছেন। কারো কোন আপত্তি বা ক্যাচাল নাই।

এখন আমাকে কেউ কাফের বলুন, আর নাস্তেক বলুক আর কি বলুক তাতে আমার কিছু যায় আসেনা। আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার। আমি জানি আমি কি।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:২৪

ঢাকার লোক বলেছেন: আমাদের দেশে এখনো ৯০% ক্ষেত্রে মেয়েরা বর্তমান আইনে যেটুকু পাওয়ার কথা সেটুকুও পায় না, এ বিষয়ে সামজিক সচেতনতা নেই, ভাইরা বোনদের সম্পত্তি জোর করে, প্রতারণা করে, বা নামে মাত্র দামে কিনে দখল করে রাখে। এর প্রতিকার করার ফলপ্রসূ ব্যবস্হা নেয়া দরকার।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩০

ঢাকার লোক বলেছেন: এ সম্পর্কিত আমার বেশ কিছুদিন আগে এখানে একটা লেখা পড়তে পারেন,
https://m.somewhereinblog.net/mobile/blog/dhakarlok/30255747

২৭| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

ঢাকার লোক বলেছেন: (২৪ নং মন্তব্যের পরিপ্রেক্ষিতে) ভাই মাসুম, আপনারা ভাই বোনেরা সমান ভাগ নিয়ে যেমন সবাই খুশি, কারো প্রতি কোন মনোমালিন্য নেই, ঠিক তেমনি এমন অনেক পরিবার আছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ভাগ বাঁটোয়ারা করেও যার যার অংশ পেয়ে সম্পূর্ণ খুশি আছেন, তাদের মনেও কোন আক্ষেপ বা দূঃখ নেই। তারা আপনার মতে কূপমন্ডুক হতে পারে, কিন্তু তারা আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি। এরা আল্লাহর নিকট "আত্মসমর্পণকারী" বা আরবিতে মুসলিম। ধন্যবাদ, ভাল থাকুন।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

নীল আকাশ বলেছেন: 'ইসলাম সমাজ ও রাষ্ট্রের জন্যে এক ধরনের বড় এলার্জি নয় বরং আপনার এবং আপনাদের জন্যে বেশ বড়, তীব্র এবং জ্বালাময়ী এলার্জি'। আর বিশ্বাস করেন, ইসলাম যদি কোনদিন এই পৃথিবী থেকে মুছে যায় (যা কোনদিনও সম্ভব না), তারপরেও আপনার এবং আপনাদের এই এলার্জি কমবে না। সারাজীবন কোরবানী করে দিবেন, এরপরেও এই এলার্জি থেকে মুক্তি পাবেন না। শরীরের মধ্যে আপনার বিষ বয়ে যেতে থাকবে চিরজীবন, কোনদিনও যদি শান্ত হতে পারেন তবে ব্লগে একটু কষ্ট করে জানাবেন। বাকি সবাইও আপনার কাছ থেকে এই এলার্জির চিকিৎসা নিয়ে নিবে।
এরা মানসিক ভাবে বিকৃতরুচির। এদের একমাত্র কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। নিশ্চিতভাবে এদের জিজ্ঞেস করুন, কেন এরা এইরকম করে, কোন উত্তর দিতে পারবে না।

ড. জাফর উল্লাহ হোক আর যে কেউ হোক, এরা আল্লাহর দেয়া বিধি বিধান নিয়ে প্রশ্ন তুলার কে?
এরা কি আল্লাহর চেয়ে বেশি জানে নাকি?

২৯| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

নীল আকাশ বলেছেন: এইসব লোকজন এবং ইসলাম নিয়ে বিকৃত মন্তব্য প্রদান কারীদের জন্য শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ বলেছেন:
মুসলিমরা সাধারণত নাস্তিক হতে পারেন না, তারা হয়ে উঠেন ইসলাম বিদ্বেষী। আজ পর্যন্ত আমি কোনো মুসলিম নামের লোককে দেখিনি নাস্তিক হয়ে ঈশ্বর ভগবান গড নিয়ে কথা বলেছেন! তাদের যতো সমস্যা আল্লাহ আর রাসুল নিয়ে।
এটাই হচ্ছে এদের আসল আচরণ। এদের'কে চেনার জন্য আর কিছুই লাগে না।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.