নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

কিছু স্বপ্ন, কাচের চুড়ি এবং প্রতিশোধ (একটি কবিতা এবং আমার ব্লগীয় বইন রিপি) :) :)

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

এই জানো? আমি তোমায় নিয়ে দেখেছিলাম স্বপ্ন কিছু
ভেজা চুলের পানি ছিটিয়ে ঘুম দেব ভাংগিয়ে
প্রচন্ড শীতে নেব একটু উষ্ণতা শক্ত করে জড়িয়ে
কাচের চুড়িগুলো পরাবে তুমি পরম যত্মে
টিপটা জ্যামিতি কষে বসাবে কপালের ঠিক মাঝখানে
কত লোভী ছিলাম না আমি তোমার পিছু?

শোন না! আমি তোমায় নিয়ে দেখেছিলাম কিছু স্বপ্ন
টাই পরিয়ে দেবার সময় নিঃশাসে ভরে নেব তোমার নিঃশাস
ব্যস্ত শহরে তোমার সরল চোখে খুজব একটু শান্তির আশ্বাস
তোমার হাজারটা আল্লাদ,পাগলামিতে যাব আমি বখে
আমার সব সুখের বিনিময় হোক তোমার সব দুঃখে।
কি ভীষন স্বার্থপরতায় ছিলাম না আমি মগ্ন?

তাইতো আমায় ছেড়ে বড় সুখে আছো তুমি
হাজারটা মাস, সপ্তাহ, দিন জুড়ে দেখা আমার স্বপ্নগুলো!
ভাংলে তুমি এক মূহুর্তে?
হায়রে কাচের চুড়িগুলোর সাথে শব্দ করে ভাংল আমার স্বপ্ন
চোখের পানি গুলো ছড়িয়ে গেল শুভ্র মুক্তোর মতো
বুকের ভেতরে পাজর গুড়িয়ে দেওয়া,
আত্মার অস্তিত্ব কাপিয়ে দেওয়া মারাত্মক ব্যথা আমার!
ব্যাথা এতদিন সামলে রাখা চুড়িগুলোর জন্যে!

একি! অবাক হলে? অপমানিত? আশাহত?
তুমি ঠিকই শুনেছ কষ্ট চুড়িগুলোর জন্যে
তোমার জন্যে নয়; একরত্তিও নয়
চুরিগুলো আমার সুখ দুঃখে সাথী ছিল
পরম যত্মে ভাংগনের আগ পর্যন্ত আগলে রেখেছিল
লাল নীল চুড়িগুলো আমায়!

তুমি ভেবেছিলে কাচের চুড়ির সমতুল্য মনটা আমার
পুতুল ভেবেছিলে আমায়, ফুটপাতে বিক্রি হওয়া সস্তা পুতুল!
তাই আমার চোখের পানির কারন হবার হারিয়েছ অধিকার
হায়রে আমার ভাংগা চুড়িগুলোর বেদনা নীলচে আকাশ সমতুল
চোখের প্রতিটি পানি শুধুই তোদের জন্যে!

অতঃপর তার প্রস্থান
মূল্যহীন কাচের চুড়িগুলোর ভাংগন
তোদের আড়ালে নিলাম আমি প্রতিশোধ মহামূল্যবান ।।

আচ্ছা কবিতা শেষ বা যেটাই লিখেছি সেটা শেষ। জীবনে প্রথমবার শখের বশে এই জনরায় লিখলাম। লেখার মান দেখেই বুঝে যাওয়ার কথা যে প্রথমবার দুঃসাহস করেছি। কারনটা বলি?
আমার ব্লগীয় বইন রিপির কারনে। হ্যা বোন না বইন, রিপিই কথাটা শিখিয়েছে হাহা। ব্লগে শুধু তিনজন মানুষকে তুমি বলি তাদের অনুমতিতে। বইন আমার একজন। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাই বোন নেই। ভাইয়ের অতো শখ ছিলনা। খালি দুষ্টুমি করে জ্বালাত। কিন্তু একটা বোন খুব করে চাইতাম। তাই কেউ ভদ্রতা করেও বোন ডেকে ফেললে আকাশে উড়তে থাকি। আর আল্লাদ দিয়ে বইন বললেতো মাথার তার খুশিতে ছিড়ে যায়। তো একদিন বইনের ব্লগে বেড়াতে গেলাম, গিয়ে দেখি প্রচন্ড রোমান্টিক এক কবিতা লিখে রেখেছে। লোভী মনটা জেগে উঠল রোমান্টিক কিছু লেখার জন্যে। বইনের থেকে ইনস্পায়ারড হয়ে লিখেও ফেললাম। ওর মতো ভাল হয়নি বা বলা চলে জঘন্য হয়েছে কিন্তু লোভী মনকে তৃপ্ত করতে পেরে সুখী সুখী অনুভব করছি।
আমার ব্লগীয় বইন রিপিকে অনেক অনেক আদর, আল্লাদ আর ভালবাসা দিলাম। রাজকুমার সত্যিই স্বপ্নের রাজ্যে তোমাকে সারাজীবন অনেক সুখে রাখবে! You deserve to be happy. তয় বইন সালমান শাহ কিন্তু এখনো আমারই। :)

বইন এরকম কিছু বেশ আগে দেওয়ার ইচ্ছে ছিল, দুই সপ্তাহ পাসওয়ার্ড সমস্যার কারনে ব্লগে ঢুকতে পারিনি বিধায় এখন দিচ্ছি। ভালো থেকো।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

গেম চেঞ্জার বলেছেন: বাপরে!!! পয়লা এটেম্প্টেই বাজিমাত!!

আর সামুতে জীয়নকাঠি ফিরত পেয়েছেন দেখে প্রীত হইলুম ;)

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: কি যে খুশি হলাম আপনার মন্তব্যে। ভয় পাচ্ছিলাম খুব। ব্লগে অনেক ভাল কবি বা কবিতা বোঝা মানুষ আছেন। ঝাড়ি না খেতে হয় আবার। কিন্তু আপনার অনুপ্রেরনা অনেক ভয় কেড়ে নিল। অনেক ধন্যবাদ।
জী আমিও ব্লগে ফিরতে পেরে অনেক খুশি।

ভাল থাকবেন।

২| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সিলা বলেছেন: আপি...... তোমার নিক খুজে পেয়েছ তাই আমি খুশি এখন আবার সেই কানাডা স্কুলের গল্প পড়তে পারবো আসাকরি :)
ওহে, কবিতাটা সুন্দর হইছে। ইস.... সবাই চাইলেই কি সুন্দর সুন্দর কবিতা, ছন্দ লিখে ফেলতে পারে। কিন্তু আমি সারাদিন কান্না কাটি করেও মাথা থেকে কবিতার ক ও বের করতে পারিনা :(

০১ লা জুন, ২০১৬ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যা পরশুই দেব আরেক পর্ব।
শুধু সেই সিরিজই না আমার সব লেখাই তুমি পড়, সেজন্যে অনেক ধন্যবাদ।

হাহা। আমি নিজেও প্রথম লিখলাম। সহজ ব্যাপার না।
শেক্সপিয়ার বলেছিলেন এক গদ্যকার যদি কোন রুমে বসে থাকে, আর সে রুমে যদি কোন কবি ঢোকেন গদ্যকার যেন উঠে দাড়িয়ে সম্মান জানায়। কবিতা আসলেই কঠিন জিনিস।

চেষ্টা যখন কর তার মানে লেখার ইচ্ছে আছে। জলদি কিছু পড়তে পারব আশা করি। ভাল থেকো আপিটা আমার।

৩| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: খারাপ না ভালই হয়েছে।

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: সালমান শাহ অামারও প্রিয় নায়ক!

০২ রা জুন, ২০১৬ রাত ৮:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা। ওটা নিয়ে কেউ কমেন্ট করবে মনে হয়নি। আসলেই সালমান শাহকে কে না ভালবাসে!

ধন্যবাদ।

৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫২

রিপি বলেছেন: এটা তুমি কি করেছ বইন!!! বইন আমার কবিতাও যে এতো সুন্দর লিখে জানতাম না !!!! কবিতাটা পড়ে আমি সত্যি অনেক অনেক মুগ্ধ হলাম। শেষের নোট এর লিখা গুলি পড়ে আমি পুরাই কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ হয়েছিলাম। ব্লগে আমি নতুনই বলা চলে। এই অল্প সময়ে তোমার মত ছোট্ট লক্ষী সুইট একটা বইন পেয়ে যাবো এতটা একদম আশা করিনি। সত্যি চোখ ভিজে যাচ্ছে খুশী তে।

খুশি হবার আরেকটা কারন ও আছে। কবিতার লাস্টে যে একখান বাশঁ দিয়েছো সেটা এক কথায় এপিকB-)) এই টাইপের পাবলিক দের এর চেয়ে ভালো আর কোনো গিফট নাই। =p~

রাজকুমার সত্যিই স্বপ্নের রাজ্যে তোমাকে সারাজীবন অনেক সুখে রাখবে! You deserve to be happy. তয় বইন সালমান শাহ কিন্তু এখনো আমারই। :)


উহু....উই বোথ ডিজার্ভ রাজপুত্র। B-)
যাও বইন সালমান শাহ ও তোমার। :#)

আমার সুইট কিউট বইন টার জন্য অনেক অনেক অনেক ভালোবাসা আর আদর রইলো। আমার মনের অনুভুতিটা পুরোপরি প্রকাশ করার মতো আর কোন শব্দই খুঁজে পাচ্ছিনা এই মূহুর্তে। কেবলই মনে হচ্ছে এতোটা ভালোবাসা পাবার যোগ্য আমি নই।

০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: কবিতার প্রশংসা করার জন্যে ধন্যবাদ।
না না আমার বোনটার চোখ যেন না ভেজে। খুশিতেও না। সবসময় হাসবে।

কবিতার লাস্টে যে একখান বাশঁ দিয়েছো সেটা এক কথায় এপিক। এই টাইপের পাবলিক দের এর চেয়ে ভালো আর কোনো গিফট নাই।
বইন বাশ দিলেই কি আর মেয়েটার দুঃখ কমবে? ছেলেটা চলে গেলে ঠিকই তার জন্যে কাদবে। চুরিতো শুধু বাহানা মাত্র। আর ছেলেটাও অপমান ভুলে আবার যা তাই করবে অন্যকারও সাথে!

কেবলই মনে হচ্ছে এতোটা ভালোবাসা পাবার যোগ্য আমি নই।
আমি অপাত্রে ভালবাসা করিনি দান
জানি যোগ্যতার কমই দিয়েছি প্রতিদান।

তুমি রাজপুত্র ডিসার্ভ করো ঠিকই।
তবে আমি ভিকারিপুত্রও পাব কিনা সন্দেহ হাহা।

এই এক কমেন্টে যতো প্রশংসা করে ফেলেছ সারাজীবনেও শুনেছি কিনা সন্দেহ হাহা।
ভাল থেকো।

৬| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৭

রিপি বলেছেন: আর এতো চমৎকার কবিতাটা পড়তে অনেক দেরি করে ফেললাম সরি। কয়েকদিন ধরে ব্লগে আসা হয়নি। :(

০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: না না ঠিক আছে। জানি ব্লগে ছিলেনা। আজকে স্রাম্পতিক কমেন্টে তোমাকে দেখে কমেন্ট করে এলাম আমি। বেটার লেট দেন নেভার। :)

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার ভাংগা চুড়িগুলোর বেদনা নীলচে আকাশ সমতুল
চোখের প্রতিটি পানি শুধুই তোদের জন্যে!

বাহ! ভাংগা চূড়ির জন্যে দারুন দরদে মুগ্ধ!

তাইতো বলি বুনোফুল আর লাল-নীল চুড়িতে কেন মান ভাংগে ;)

অনেক ভাল লাগল প্রথম চেষ্টা :)

++++

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সামু পাগলা০০৭ বলেছেন: কবিসাহেব, আমি আসলে কখনোই চুড়ি পরিনা। কোন ফাংশন থাকলেও হাত ভর্তি চুড়ি পরিনা। হয়ত ব্রেসলেট পরি।

ও! আমি হাতে ঘড়ি পরি, বাইরে যেখানেই যাই ঘড়ি ছাড়া বের হইনা। এটাই জীবন কবিসাহেব। বাস্তব জীবনে মেয়েরা জীবনযুদ্ধে ঘড়ি পরেই বের হয়। আপনাদের কবিদের কল্পনায় নিশ্চই সবসময় আকাশী নীল শাড়িতে, রিনিঝিনি কাঁচের চুড়ি পরে থাকে! হাহা।

কবিতার নায়িকা আমি না। কল্পনাপ্রসূত চরিত্র যার চুড়ির সাথে সম্পর্ক গভীর। আমার তা নয়, তাও চুড়িতে মান ভাংঙে কেন জানেন? আমার প্রানসখা চুড়ি পরানোর বাহানায় হাতটি অনেকক্ষন ধরে থাকে বলে। চুড়ির কোন মূল্য নেই, সে আমার হাত ধরে থাকে তাতেই সুখ! :D ;) তার সাথে দেখা হলে বলে দেবেন, আর কয়টা পরীক্ষা বাকি আছে। সেগুলো শেষ হলে চিঠি পাঠাব। :)

ইতিহাসের পাতায় চলে যাওয়া পোষ্টটিতে কমেন্ট করে কৃতার্থ করেছেন।
আপনাকে বিজয় দিবসের প্রানঢালা শুভেচ্ছা।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.