নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

তাকে ভালবেসে পেলাম নিজ শরীরের ঘৃনা (প্রেমিকার আর্তনাদ)

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

এক ব্লগার সেদিন কমেন্টে বলেছিলেন তিনি নাকি প্রেমে অনেক আহত নিহত হয়েছেন। মজা করেই বলেছিলেন হয়ত। কিন্তু কেন জানি লাইনটা সিরিয়াসলি মাথায় ঘুরছিল। মনে হল লিখে ফেলি এক নিহত প্রেমিকার কথা। ছোট জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরন করে ফেলা উচিৎ। তাই আমিও লিখে ফেললাম। যা লিখতে চেয়েছিলাম যত গভীরভাবে লিখতে চেয়েছিলাম সেভাবে হয়েছে কি কে জানে! কিন্তু শখ পূরন করে নিজের কাছে ভাল লাগছে।

টিক টিক ঘড়ির কাটা দিচ্ছে জানিয়ে
সময় হাতে আর নেই বেশ
শরীরের প্রতিটি অংগ ঘৃনায় নিয়েছে মুখ ফিরিয়ে
ভালবাসার মানুষটি যে তিলে তিলে করেছে শেষ।

প্রতিটি লাল রক্তকনা নীল তার অপমানে,
শিরা উপশিরাগুলো অবহেলায় ক্লান্ত, পরিশ্রান্ত,
সর্বদা ক্রন্দনরত আখিঁযুগল ঠিকরে বেরিয়ে যেতে চায়,
চামড়াগুলো খসে পরছে প্রচন্ড লজ্জায়
লজ্জা তার ভালবাসা না পাবার,
অনুশোচনা নিজেকে বিকিয়ে দেবার।

তুমি কেন একবারে মারলেনা আমাকে?
প্রতিদিন ক্ষুদ্র অবহেলায় ছুরি দিয়ে খোচাতে,
খোচাতে হৃদপিন্ড কেন করলে রক্তাক্ত?
পরিষ্কার কন্ঠে বললেনা কেন ভালবাসনা?
চলে যেতে চাও?

সময় চেয়ে ধীরে ধীরে মোমবাতির মতো জ্বালালে,
ঝড়ে পরা পাতাটাকে জোর করে আটকে রাখলে,
আমার শরীরের অংগগুলোর কাছে করো জবাবদিহিতা
মন ক্ষমা করলেও তারা তৈরি করছে বিচারের খাতা।

ক্ষতবিক্ষত অংগগুলো প্রতিনিয়ত আমাকে শুধায়
তোমায় ভালবেসে দিলাম কেন তাদের কষ্ট অবলীলায় ?

নেই কোন উত্তর অপরাধী আমার
জানি ঠিক শরীরের প্রতি করেছি অবিচার
চোখের শিশিরকনাকে আটকে রাখি
তারা যে তোমায় দেয় অভিশাপ নিরবধি
এখনও ভালবাসি সত্যি সৃষ্টিকর্তা সাখী। 
মনতো চায়না তোমার ক্ষতি করুক বিধি।

মনে নেই তার প্রতি ঘৃনার ক্ষুদ্র অংশবিশেষ
শরীর প্রচন্ড বিরক্ত মনের অদ্ভুত অপারগত্বে
মন ও শরীরের যন্ত্রনাকর দ্বন্দে প্রচন্ড অসহায়ত্বে
ঘড়ির কাটা এগিয়ে এনে অদৃষ্ট মৃত্যুকে
করে আলিংগন আজই তাই হলাম শেষ ।।

প্রথম দুঃসাহসের পরে কিছু স্বপ্ন, কাচের চুড়ি এবং প্রতিশোধ (একটি কবিতা এবং আমার ব্লগীয় বইন রিপি) :) :) এটা আমার দ্বিতীয় দুঃসাহস। ব্লগ মানুষকে দিয়ে কি কি না করিয়ে নেয়! কখনো কবিতা লিখব ভাবিনি। ভাল হোক খারাপ হোক লিখতে বেশ লাগছে! যারা আসলেই ভাল কবিতা লেখেন তাদের প্রতি সম্মান অনেকগুনে বেড়ে গিয়েছে! কবি নই মনের আনন্দে লিখছি তাই ব্লগের কবিগুরুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আহলান বলেছেন: সিরাম হয়েছে!

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০২

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই। কেউ কবিতার প্রশংসা করলে আসলেই ভাল লাগে।

অনেক ভাল থাকুন।

২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বিজন রয় বলেছেন: টাকা হারালে পাওয়া যায়, কিন্তু শরীর হারালে পাওয়া যায় না।

শিশিরকনাকে ??

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: মনের জোর থাকলে ভেংগে পরা শরীরও উদ্ধার করা যায়। কিন্তু মনই যদি ভেংগে যায় কিছুই করা যায় না।

চোখের পানি বোঝাতে চেয়েছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০২

শায়মা বলেছেন: এইভাবেই মানুষ কবি হয় আপুনি!!!!!!!!!!!!!!!!!!:)

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ শায়মা আপু! আপনি কমেন্ট করে দিয়েছেন এখন আর আমার কবি হওয়া কে ঠেকায়? :)
আপনার নিক নেমটা আমার ব্লগে সবসময়েই হাসি ফুটিয়ে দেয়।

সবার প্রিয় আপুটা ভাল থাকুক।

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। খুবই ভাল হয়েছে তো।

অন্তর্দহন ফুটিয়ে তুলেছেন বেশ করে..

কবিতার জগতে স্বাগতম। অভিনন্দন ও শুভেচ্ছা :)

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: নতুন নতুন কবিতা লিখছি তাই কেউ ভাল বললে খুবই ভাল লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরনা দেবার জন্যে। দেখি কবিতার জগতে যাত্রাটা কেমন হয়!

শুভকামনা।

৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: অতৃপ্ত আকাঙ্খার মত সুইসাইড নোট টাইপ কিছু?

কবিতা হয়নি, মর্মস্পর্শী স্টেটমেন্ট হয়েছে। কবিতা হওয়াটা জরুরীও না। বলাটাই জরুরী।

আমি পড়ছিলাম গল্পটা। কেউ কাছে আসলো ঠিকই, স্বপ্নও দেখালো, এরপর নানা অজুহাতে চলে গেল, কিন্তু ততদিনে আপনার সমস্ত পৃথিবী হয়ে গিয়েছিলো সে। এরপর একটা খুব কস্টের সময়, এইতো? নাকি অন্যকিছু?

আমার এর বাইরে কিছু মনে হয়নি। তার হয়তো প্রাথমিক আকর্ষণের পর মনে হয়েছে কেউ বা আপনি তার মত না। এরপর ধীরে সরে গেছে। আপনার জন্য আপাতদৃষ্টিতে ভালো না হলেও তার জন্য কিন্তু ভালো। ভান করে ভালোবাসা যায়না, জোর করেও ধরে রাখা যায়না। সে যদি ভালোমানুষ হয়, তারও কিছু অপরাধবোধ থাকবে, মনখারাপ হবে। যদি না হয়, তবে সে ভালোমানুষ না। তার জন্য এতো হাহাকার কিসের? একসময় হাসবেন।

আর শুধুই কবিতার প্রচেষ্টা হলে তো ভালোই। শুভকামনা রইলো। :)

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: উরে বাবা চাকু চালানোর মতো কমেন্ট!

সুইসাইড নোট না নিজের মনেই হাহাকার।

কবিতা হওয়াটাইতো জরুরি ছিল। কবিতাই তো লিখতে চেয়েছিলাম! হুম কি আর করা। চেষ্টায় আছি।

হ্যা তাই। একদম তাই। কবিতা লিখতে গিয়ে গল্প লিখে ফেললাম! হাসি পাচ্ছে আমার।
নানা অজুহাতে চলে গেল কথাটা একটু ভুল কোন অজুহাত না দিয়ে ধীরে ধীরে চলে গেল। অনেক জিগ্যেস করেও কোন প্রশ্নের উত্তর পেলনা প্রেমিকাটি।

কি সহজে বলে গেলেন। প্রাথমিক আকষর্ন চলে গিয়েছে, সে সরে গিয়েছে, কোন সমস্যাই না!!! এত সহজ স্যার? কমিটমেন্ট বলেও তো একটা জিনিস রয়েছে। কাউকে আজকে ভালবাসার কথা বললাম, সারাজীবন একসাথে থাকার কথা বললাম আর কালকে আর ভালবাসা নেই। গন! মনের ওপরে জোর থাকেনা জানি তবে যারা ঘন ঘন মুড চেন্জ করে, কাপড়ের মতো মানুষ চেন্জ করে তারা খারাপ মানুষ না অমানুষ! হাসব কি করে মরেই তো গেলাম হাহা।

কবিতার প্রচেষ্টাই ছিল। আর কিছু না। তবে আপনার কমেন্টে মনে হল ব্যর্থ হয়েছি। হনেস্ট কমেন্টের জন্যে ধন্যবাদ।
আরেহ মাদাম বললেন না তো!! মিসড ইট! আবার ঢু মারলে বলে যাইয়েন।

আপনাকেও শুভকামনা স্যার ফ্রম বাংলাদেশ।

৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:১৭

লক্ষ্মীছেলে বলেছেন: আরেহ মাদাম বললেন না তো!! মিসড ইট! আবার ঢু মারলে বলে যাইয়েন। (মাদাম)!!!! কে আপনি!!! এইযে আপনি কে বলুন তো কবি, এই মাদাম এই সুরেই একজন ফেবুতে আমার সাথে চ্যাটিং করে গেছে। এখানে তো দেখছি অন্য নাম। কে আপনি।

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার সেই ফেসবুকওয়ালি হওয়ার কোন চান্সই আমার নেই। কেননা আমি ফেসবুক ব্যবহার করিনা।

আর মাদাম ডাকটা বৈশাখের আমরণ নিদাঘ আমাকে দিয়েছেন। তার কাছেই জিগ্যেস করুন ব্যাপার কি!
ফেসবুকওয়ালিকে নিয়ে যে কৌতুহল দেখাচ্ছেন বুঝতে পারছি সামথিং সামথিং! অল দা বেস্ট! :)

আর আমি কে সেটা জানতে আমার কানাডার স্কুলে একদিন সিরিজটা পড়ুন, জীবনের প্রতিটা গল্প ডায়েরি আকারে তাতে লেখা আছে।
শুভকামনা আপনাকে এবং আপনার ফেসবুকওয়ালিকেও। :)

৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:১৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: মাসের প্রেম, ৬ মাসের প্রেম আবার ২ বছর জানার প্রেমের মধ্যে অনেক পার্থক্য আছে। কোন বয়সে প্রেমে পড়ছেন সেটাও ব্যাপার। প্রেমে পড়াআ ঠেকানো যায়না ঠিক, কিন্তু চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে কিছুটা হলেও ভাবা জরুরী। অন্যকে বোঝাও জরুরী। আপনে তো কমপ্লিট কিছু একটা ছিলেন নিশ্চিত। কি সেটা বোঝার দরকার নাই। আর মরে গেলেন এটাও ঠিক না। মরা এত সহজও না। ওইসব যাত্রাপালা টাইপ ক্যারেক্টারদের কাজ।

আর আপনি তো লাকী মাদাম, ব্যাপক লাকী। কত কাহিনীই তো আছে, লুটেপুটে চলে যায়, লুটপাটের পর আবার অপদস্ত করে, এটা সেটা ফাস করে ধ্বংস করে যায়। আপনি তো ভীষন বাঁচা বাচছেন। শুকরিয়া আদায় করেন আর আনন্দে থাকেন। কথায় আছেনা, যে ছেড়ে চলে যায়, স কখনোই তোমার ছিলনা। ইট ওয়াজ অল ইন দ্য মোমেন্ট ফর হিম। আপনিও তা ভাবলে ক্ষতি কি?

শুভকামনা মাদাম ফ্রম কাননাডডা =p~

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: হায়রে ছেলে কত কিছু বলে ফেলেছে! বললাম তো শুধুই কবিতা। আপনার ঐ আহত নিহত হওয়ার কথা ভেবেই তো লিখেছিলাম!
তবে সেই প্রেমিকার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে উত্তর দিচ্ছি এখন।

যারা ভালবাসতে জানে অতি কম সময়েও পাগল হয়ে যায় আর আপনার মতো বাস্তববাদীরা অনেক সময়ের সম্পর্কেও দূর্বল হয় কিনা সন্দেহ। মরা অনেক সহজ স্যার। কদিন আগেই এক মেয়ে ফেসবুকে ভিডিও দিয়ে সুইসাইড করল। আমার আপনার মতো নরমাল লাইফে মনে হয় যে সুন্দর পৃথিবী কেউ কেন ছাড়বে? কিন্তু আপনারই কথামতো সমস্ত দুনিয়া হয়ে যাওয়া মানুষটা ছেড়ে গেলে দুনিয়া ছাড়ার কাজটা অনেক সহজ হয়ে যায়!

ইট ওয়াজ অল ইন দ্য মোমেন্ট ফর হিম। আপনিও তা ভাবলে ক্ষতি কি?

সবাই যদি ভালবাসাকে সস্তা করে ফেলে তাহলে তো আর হবেনা। কেউ কেউ মিথ্যে ভালবাসাকে সত্যি ভেবে পুড়তে থাকে।
আপনি কিভাবে যেন বারবার সেই প্রেমিককে সাপোর্ট করছেন যে মোহে পরে একটা জীবন নষ্ট করেছে। কিন্তু প্রচন্ড কষ্টে ভোগা মেয়েটার প্রতি কোন মায়াই নেই! হুম আপনিও কাউকে এভাবে কষ্ট দিয়েছেন মনে হয় স্যার! ঠুংকো লজিক দিয়ে সেটা জাস্টিফাই করবেন না আশা করি।

শুভকামনা স্যার ফ্রম বাংলাদেশ।

৮| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: না, মিথ্যা বলবো না। আসলেই সাপোর্ট চলে আসছে কিছু। পরিস্থিতি তো আমি ঠিক জানিনা, সেটা আপনিই ভালো বলতে পারেন। আমিও যে দেইনাই, সেটা বললে মিথ্যা হবে। খুবই অল্প বয়সে ভুলচুক তো হয়ই, তবে একদম ইচ্ছাকৃত না। ওই যে বললাম প্রাথমিক আকর্ষণ, সেটা ছিলো। জানতে জানতে কিংবা বুঝতে বুঝতেই দেখলাম একজন গলে যাচ্ছে। খুব অল্পদিনেই। কিন্তু আমি বুঝলাম, এই মেয়েটা আমার জন্য না। ওই এক্স ফ্যাটরটা অনুপস্থিত ছিলো আরকি। আমি চুইঙ্গাম থিওরী এপ্লাই করলাম। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়া। যোগাযোগ কমতে থাকলে সম্পর্কও ঢিলা হয়ে যা। এরপর একদিন বলে দেয়া, "সম্ভব না"। কোনও শক্তিশালী কারণ ছিল না। একটাই কারণ ছিলো, আমি ওকে ভালোবাসতাম না। এই ভালোবাসাটা না ধারন করেও সম্পর্ক টেনে যাওয়ারও কোনও মানে হয়না। আর অবাক ব্যাপার কি জানেন, আমি এখনও মাঝে মাঝে তার থেকে গালি খাই, এই গালিটাও আসলে ভালোবাসার। কিন্তু আমরা কেউ কারও শত্রু না। আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময়ে প্রথমে ছুটে আসা মানুষদের মধ্যে সেও ছিল। একটা অপরাধবোধ তো থাকেই, আমারও আছে। কিন্তু সম্পর্কে থাকলেও সেটাও ঠিক হতোনা মনে হয়।

ভালোবাসার সিম্পল থিওরী এপ্লাই করতে পারেন। কিছুটা রোবট হওয়া লাগবে। ভালোবাসেন, যদি আপনার ভালোলাগে। সে ভালোলাগা আপনাকে ভালো থাকবে দেবে না, দরকার কি সেই ভালোবাসার? ভালোথাকার জন্যই তো ভালোবাসা হওয়া উচিত, খারাপ থাকতে কে চায় বলেন?

হাপায়া গেলাম। টাটা :)

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: চুইঙ্গাম থিওরী অনেক কষ্টকর। মেয়েটাকে তীলে তীলে কষ্ট দিয়েছেন। বোকা মেয়েটা ভাবত ও কি জন্য ও যোগাযোগ কমিয়ে দিচ্ছে? আমি কি কোন ভুল করেছি? এর চেয়ে সোজাসুজি একবারেই বলে দেওয়ার উচিৎ ছিল সম্ভব না।

সময় চেয়ে ধীরে ধীরে মোমবাতির মতো জ্বালালে,
ঝড়ে পরা পাতাটাকে জোর করে আটকে রাখলে,

আপনার চুইংগাম থিওরির সাথে মেলে এ লাইনগুলো।

না সম্পর্ক থাকাটা ঠিক হত না ভালবাসা না থাকলে। তবে ছেড়ে যাওয়ার একটা আর্ট থাকে যাতে আপনি ভালো ছিলেন না।
মেয়েটা এখনো আপনার জীবনে আছে? হাও কাম?

অপরাধবোধ মানুষকে অনেক ছোট করে দেয় স্যার। কোন গিল্ট না রেখে নিজের ভুল মেনে সেই ঘটনার পরে বেটার মানুষ হয়েছেন আশা করি।
আর সাপোর্ট করা বন্ধ করুন আপনার মতোই কবিতার সেই প্রেমিককে। আপনিও খারাপ ছিলেন, সেও খারাপ ছিল।
তবে আপনি এখন অনেক বেটার মানুষে পরিনত হয়েছেন বলে মনে করি আমি।

হায়রে আমিতো বলেছিই অনেক আবেগী আমি। রোবট হওয়ার সম্ভব না আমার পক্ষে। আপনিতো রোবট আমাকে রোবট হওয়ার টিপস দিয়ে দিয়েন। চোখ দিয়ে পানি কম ঝড়বে।

ভালোথাকার জন্যই তো ভালোবাসা হওয়া উচিত, খারাপ থাকতে কে চায় বলেন?
না ভালো রাখার জন্যে ভালবাসা হওয়া উচিৎ। নিজে খারাপ থেকেও তাকে ভাল রাখা! প্রচন্ড বোকামি, আত্মসমর্পন, ত্যাগ, স্বার্থহীনতা থেকেই ভালবাসা। বুঝলেন কিছু?

ইস! এতটুকি লিখতেই হাপিয়ে ওঠা! আপনি অকপটে জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন এটা অনেক বড় একটা ব্যাপার।
ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।

ভালো থাকুন এবং আরো ভালো মানুষ হোন স্যার ফ্রম বাংলাদেশ!

৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: চতুর্দিকে যুক্তি, কোনদিকে যাই? সবই তো ঠিক মনে হয় মাদাম। এই কারণেই পড়া, এই কারণেই লেখা। বুঝিনা চান্দের আলু ক্যান ভাল্লাগে,। মানুষ কেন অন্যের জন্য অকারণে জান দেয় আবার কোন মন্ত্র জান নিয়া টানও দিতে জানে। আমি মনে হয় মানুষই হইতে পারলাম না, হইলে বুঝতাম =p~

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: চান্দের আলু!!
আমি এই শব্দটা পড়ে খিলখিল করে হেসে উঠেছি। ইভেন এখনো হাসছি। কমেন্ট শেষ করা পর্যন্ত হাসতেই থাকব।

মানুষ হবেন না কেন? অমানুষও এক প্রকার মানুষ! হাহা জাস্ট জোকিং।
আপনি বলেছিলেন আপনিও অনেক আবেগী! কিন্তু এখনকার কমেন্টগুলোতে তো তা মনে হচ্ছে না স্যার। মিথ্যে বলেছিলেন?

কথামতো এখনও হাসছি। আমাকে হাসানোর জন্যে ধন্যবাদ স্যার ফ্রম বাংলাদেশ।

১০| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:১৮

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: টূক করে ব্লক করে দিয়ে বসে থাকেন। আপনাকে টানার চেষ্টা করতেছে। মিথ্যা বলতেছে এইটা বোঝার ঘিলু আপনার আছে বলেই মনে হয়। ফান হিসেবে নেন। ভুলে যান

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লক কেন দেব? কি হল স্যারের?
আমিতো মজা করছিলাম।
ফান হিসেবেই নিয়েছি এবং এখন পর্যন্ত আপনার সাথে ফানই করে গিয়েছি। আপনারও বোঝার ঘিলু আছে আশা করি। :)

আমার মেমোরি আবার বেশ ভাল কোনকিছু সহজে ভুলতে পারিনা। মাফ করবেন।

আমার কোন কথায় স্যার রাগ করলে হাত বাড়িয়ে দিলাম। লম্বা মোটাসোটা স্কেল দিয়ে মারেন। হাহা।

ভাল থাকুন স্যার ফ্রম বাংলাদেশ।



১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: এই মহিলা নিজেকে যা মনে করে তার থেকে অনেক বেশি বোকা। লক্ষীছেলের কথা বলছিলাম হে মাদাম। ওরে ব্লক করে বসে মজা দেখেন। নাহলে আবার আসবে |-)

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: এই ছেলে নিজেকে যতোটা স্মার্ট মনে করে ততটা না। একবারও লক্ষীছেলে শব্দটা ব্যবহার করেছেন???
আমি ভাবলাম ওপরের জোকে কিছু মনে করে নিজেকে ব্লক দেবার কথা বলেছেন। ক্লিয়ার করে বললে কি হয়? এখন আপনিই হাত বাড়িয়ে মাদামের কাছ থেকে পানিশমেন্ট নিন।

আর মহিলা!! বয়সই কি আমার যে মহিলা বলছেন? এখনও তো আমি বালিকা! শুধুই বালিকা। :`>

আমার কথা আন্তরিকভাবে ভাবার জন্যে ধন্যবাদ স্যার। দেখি কি করা যায়!

১২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:১০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বালিকা মাদাম, আমি খ্যাত হইতে পারি, কিন্তু আনস্মার্ট না :D

আর মুরুব্বীদের সম্মান দেন। আমার বয়স আপনের ডাবলই হবে। মুরুব্বীরা চাইলে এমনিতে মারতে পারে, শিশুদের উচিত মুরুব্বীদের মান্য করা =p~

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ সরি সরি মুরুব্বিকে এভাবে বলা উচিৎ হয়নি। কিন্তু মুরুব্বী যদি অতি সম্মান দিয়ে মাদাম ডাকেন তাহলে কি আর মাথা ঠিক থাকে?
আচ্ছা আপনি আনস্মার্ট না আর আমিও বোকা না।
বয়সে ডাবলই যখন তখন তুমি করে ডাকতে পারেন চাইলে। মুরুব্বি শিশু বালিকাকে আপনি বললে কেমন দেখায়? তবে যতটা শিশু ভাবছেন অতটাও হয়তো না, হাহা। এরপরে ঢু মারলে তুমিই ডাইকেন।

স্যার মাদামে তো অনেক গল্প করে ফেলল! এখন বিদায় নিতে হয়। স্যার ফ্রম বাংলাদেশ অনেক ভাল থাকুন। It was a pleasant conversation with you. Thanks.

১৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫

রিপি বলেছেন: মনের আনন্দে তো দেখি একটা অসাধারন কবিতা লিখে ফেলেছো। পড়তে চমৎকার লেগেছে। তোমার কবিতা গল্প যাই লিখো সব কিছুই সহজ ভাষায় খুব সুন্দর করে লিখো। মনের আনন্দে নিয়ে লিখহতে থাকো আরো। অনেকগুলো প্লাস কবিতায়। আর কবির জন্য শুভকামনা। :)

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ! বইন আমার! ভাল আছো আশা করি।

হুম অসাধারন কিছুই না বইনের প্রতি ভালবাসায় অসাধারন মনে হচ্ছে। তবে চেষ্টায় আছি, দোয়া রেখ।
কবি শব্দটা কেমন ছেলে ছেলে না? এর কোন মেয়ে ভার্সন নেই? যেমন লেখক লেখিকা আছে তেমন? জানলে বলতো!

কমেন্ট, প্লাসের জন্যে অনেক ধন্যবাদ আল্লাদের বইনটাকে।

১৪| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১০

রিপি বলেছেন: হুম বইন ভাবতেছি। আচ্ছা কবির ফিমেল ভার্সন হলে কি হতো? মেয়ে কবি? মহিলা কবি? হা হা। তারচেয়ে ভালো লেখিকা। ওকে আমার বইন লেখিকা পাগলির জন্য অনেক অনেক শুভেচ্ছা। :D
আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আশা করছি আমার পাগলু বইন টাও অনেক ভালো আছে।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমিও ভাল, বইন ভাল থাকলে কি আর খারাপ থাকা যায়?

কবিনি হতে পারে! হঠাৎ করে মাথায় আসল হাহা।

তুমি অনেক ভাল থেকো বইন।
এই গানটা শুনতে শুনতে আমার ব্লগবাড়ি থেকে নিজের ব্লগবাড়িতে চলে যাও। https://www.youtube.com/watch?v=wTFpKVAdTV8

১৫| ১২ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

সম্রাট৯০ বলেছেন: বাহ! পাগলা...... :)

১২ ই জুন, ২০১৬ সকাল ১০:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: হুম পাগলা! এটাই নাম হয়ে গেল এখন। হাহা।

এই গান শুনলে আপনিও পাগলা হয়ে যাবেন, অথবা অলরেডি পাগলই আছেন হয়ত। ;)

১৬| ১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৬

সম্রাট৯০ বলেছেন: আসলেই পাগল করা গান এটা, ধন্যবাদ গানটা মনে করিয়ে দেয়ার জন্য, ..... আমার প্রিয় শিল্পি------ :)

১২ ই জুন, ২০১৬ সকাল ১১:০০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে এটা দিলাম view this link
গানটা এতো মিষ্টি!!!

যেটা আমাকে দিয়েছেন সেটা অনেক সুন্দর ধন্যবাদ।

১৭| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:০৫

সম্রাট৯০ বলেছেন: সো সুইট,ধন্যবাদ। :) হাহাহাাহা এখানে কোনো গান নেই

১২ ই জুন, ২০১৬ সকাল ১১:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: নেই বলার পরেও ক্লিক করেছিলাম আমি এই বিশ্বাসে যে প্রমিজ ভাংবেন না। কিন্তু ভাংলেন।
এখন তো আমার মনে কষ্টের সুর view this link :) ;)

১৮| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:১৬

সম্রাট৯০ বলেছেন: দুঃখিত :(

১২ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: ইটস ওকে। আপনি আমাকে অবাক করে দিচ্ছেন। আমিও পুরনো দিনের রিয়ালিটি শোয়ের গান শুনে বেড়াই। এটা শুনেছি আগে, ভাল লাগল। এটা শোনেন view this link

বাচ্চাটার গলা শুনে কেপে উঠেছিলাম, কি আবেগ!

১৯| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩

সম্রাট৯০ বলেছেন: হুম ঠিক ধরেছেন, দেখেছেন হয়তো আমি আপনাকে অনেক গান দিয়েছি যেগুলো মুল শিল্পির নয়, অন্য জনের গাওয়া, আমার এমন অনেক গান ভালো লাগে যেগুলো যার গান তিনি হয়তো ওভাবে উঠাতে পারেনি। যেমন পড়শির গাওয়া এই গানটা, গানটার জন্য দরকার ছিলো নিঃষ্পাপ একটা গলা,যেই গলা কখনো অন্যায় করেনি,নরম কোমল একটা গলা সেই গলাতে শোনার পর গানটা আমার কাছে নতুন করে ধরা দিলো। আর এই নীলয় বাচ্চাটার এই গানটা,দেখেছেন কি করেছে ছেলেটা,মনে হচ্ছে গানটা আগে সারা শরীরে মনে শরিষার তেলের মত মেখেছে তার পর বেয়ে বেয়ে চোখে হয়ে পড়ছে,এই ছেলেটার আরেকটা গান আছে , রংএর দুনিয়া আমি চাইনা এটাও আমার কাছে একটু ভিন্ন ভাবে ধরা দিয়েছে নিলয় গাওয়ার পর ....:)

১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: উরে বাবা বেশ বড় কমেন্ট করলেন! ধন্যবাদ।

হুম আমিও এমন অনেক গান আছে যা হয়ত অন্যকারও গলায় পছন্দ করলাম। এরকম অনেকবার হয়।

এই গানটা আমি ওর গলায় আগে শুনিনি, শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।

গানটা পুরোটা শুনে ঘুমাতে যাব। আপনার সাথে ভাল কিছু গান শুনে সুন্দর সময় কাটল। ধন্যবাদ।
গুড নাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.