নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

দশটি অসাধারণ ওয়েবসাইটস যেগুলো ছাড়া ভার্চুয়াল জীবন বৃথা! তাই সামুপাগলা হাজির উইথ লিংক/রিভিউ! ট্রাই না করলে মিস! (পর্ব ৩):)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

অন্তর্জাল আমাদের জ্ঞান ও নির্মল বিনোদনের নানা দরজা খুলে রেখেছে। ভীষন উপকারী বা আনন্দময় সেসব সাইটের খবর আমরা অনেকেই রাখিনা। তাই সেগুলোর খবর জানাতে আমি আবারো এসে গেলাম নানা সাইটের সমাহার নিয়ে।

আগের পর্ব:
দশটি অসাধারণ ওয়েবসাইটস যেগুলো ছাড়া ভার্চুয়াল জীবন বৃথা! তাই সামু পাগলা হাজির উইথ লিংক/রিভিউ! ট্রাই না করলে মিস! :)
দশটি অসাধারণ ওয়েবসাইটস যেগুলো ছাড়া ভার্চুয়াল জীবন বৃথা! তাই সামুপাগলা হাজির উইথ লিংক/রিভিউ! ট্রাই না করলে মিস! (পর্ব ২):)

১) Dreamlapse!

ব্যাস্ত, কর্পোরেট জীবনে একটু প্রকৃতির ছোঁয়ায় মন শীতল করা খুবই প্রয়োজন। সবসময় তো চাওয়া মাত্রই সব কাজ ফেলে প্রকৃতির সৌন্দর্য্য আহরণে বেরিয়ে পরা সম্ভব নয়! তবে ভার্চুয়ালি যদি রিয়েলের কাছাকাছি সেই অভিজ্ঞতা সহজেই পাওয়া যায় তবে ক্ষতি কি বলুন? এই সাইটটি সে কাজটিই করে। এ সাইটে মনমুগ্ধকর সমুদ্র, ঝর্ণা, পাহাড় , পানির নিচের জগৎ এবং আরো অনেককিছু সুন্দর সুরের মুর্ছনায় ভিডিও আকারে প্রেসেন্ট করা হয়ে থাকে। ভিডিওগুলো জীবন্ত হয়ে প্রকৃতিকে হাতের কাছে এনে দেয়!



লিংকে গেলে ডান পাশে নানা ভিডিও অপশন দেখবেন। যেটা ইচ্ছা তাতে ক্লিক করুন এবং প্রকৃতি মার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পরুন!

২) Animagraffs!

কখনো কোন যন্ত্র দেখে মনে হয়েছে এটি কিভাবে কাজ করে? মনের সে কৌতুহল মেটাতে পারেন এ সাইটটির সাহায্যে। এতে এনিমেশন এর মধ্য দিয়ে দেখায় কিভাবে কার ইঞ্জিন, ক্যামেরা, স্পিকার ইত্যাদি কাজ করে।



লিংকে গিয়ে নিজের ইচ্ছেমতো যেকোন যন্ত্রে বা ছবিতে ক্লিক করুন। এরপরে সেই যন্ত্রটি কিভাবে কাজ করে তার পরিষ্কার এনিমেশন এবং ক্ষুদ্র অংশগুলোর বিস্তারিত তথ্য খুব সরল ভাষায় পেয়ে যাবেন। প্রকৃতির পরে হুট করেই যন্ত্রের জগতে ডুব! সবই নেটের কৃপা! :)

৩) You're getting old!

সাইটটিতে গিয়ে নিজের জন্মতারিখ দিয়ে দিন। এরপরে Go তে ক্লিক করলে আপনার জীবনের বিভিন্ন সময়ে বিশ্বে যা যা বিশেষ কিছু হয়েছে তার ডিটেইলড লিস্ট দিয়ে দেবে। বেশ মজার তথ্যগুলো!

৪) Blahtherapy

অসাধারন একটি ওয়েবসাইট। জীবনে আমরা অনেক সময় এমন সমস্যার দ্বারপ্রান্তে এসে পৌঁছাই যা পরিচিত কারো সাথে শেয়ার করা যায় না সহজে। মনে হয় অচেনা, অজানা কারো সাথে মনখুলে যদি একটু কথা বলতে পারতাম! যে জাজ করবেনা, ভুল বুঝবেনা, ব্যাস একজন বন্ধুর মতো শুনে যাবে সমস্যা। আর নিজের নিরপেক্ষ মতামত দেবে! এই সাইটে একদমই অজানা মানুষ আপনাকে ওয়ান ও ওয়ান সময় দেবে। তার সাথে চ্যাট করতে পারবেন। নিজের ব্যক্তিগত কোন তথ্য দিতে হয়না সাইটটিতে প্রবেশ করতে। আপনাদের কথোপকথন আপনাদের মধ্যেই থাকবে।

লিংকে ডানপাশে Strangers দেখবেন, স্ক্রল করে নিচে নামলে Chat অপশনটি পাবেন। সেটিতে ক্লিক করলে একটি পেইজ আসবে। স্ক্রল করে I agree, Proceed to Chat এ ক্লিক করলে আপনাকে দুটো অপশন দেবে। Listener যার মানে আপনি কারো সমস্যা শুনবেন বা Venter যার মানে নিজের সমস্যা শেয়ার করবেন। পছন্দমতো অপশনে ক্লিক করে অপেক্ষা করতে থাকুন। খুব জলদিই কারো সাথে কানেক্ট করে দেবে। সাইটটির নামে থেরাপি শব্দটি আছে। মনে রাখবেন এই সাইটে অনেক থেরাপিস্ট রয়েছেন সার্ভিস দেবার জন্যে। বেশ প্রফেশনালি তারা পুরো জিনিসটিকে দেখেন। বন্ধুর মতো গল্প করলেও এটি বন্ধু বানানোর সাইট নয়। ব্যাস কোন অজানা মানুষের কাছে নিজের কোন কথা বলে মনের বোঝা কমানো!

৫) Weavesilk!

এটি ক্রিয়েটিভ একটি সাইট। মাউস নিয়ে নিজের মতো করে রেখা টানলে অসাধারন সুন্দর আকৃতি দিয়ে দেবে। লেফট সাইডে নানা রং সিলেক্ট করার অপশন রয়েছে। বেশ রিল্যাক্সিং এবং অসাধারন সব ডিজাইন তৈরি হয়ে যাবে নিমিষেই!



লিংকে গিয়ে Draw something এ ক্লিক করুন। এরপরে মাউজ ঘোরাতে থাকুন। প্রথম সুযোগেই হয়ত খুব সুন্দর কিছু আঁকতে পারবেন না তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে অভাবনীয় কিছু ক্রিয়েট করতে পারবেন! অল দ্যা বেস্ট!

৬) Here is today!



বেশ ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট। আজকের তুলনায় শত বা হাজার বছর আগে সৃষ্টির জরুরি ঘটনাগুলো লিপিবদ্ধ করা। যেমন আজ থেকে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, অক্সিজেন কখন কিভাবে আসল, নানা ধরনের প্রানীর আবির্ভাব সহ আরো অনেক তথ্য।
লিংকে গিয়ে হলুদ বাক্সটিতে ক্লিক করলে তুলনামূলক স্কেলটি এসে যাবে। এরপরে স্কেলের বামে ক্লিক করতে থাকলে সময়ের আরো পিছে যেতে থাকবেন আজকের তুলনায়। আর জানতে থাকবেন কখন সৃষ্টি নানা মাইলফলক অর্জন করেছে!

৭) Draw a stickman!



বেশ ছেলেমানুষিপূর্ণ ড্রয়িং সাইট। লিংকে গিয়ে এপিসোড ১ বা পাশের কোন অপশন চুজ করুন। আপনাকে একটা স্টিকম্যান আঁকতে বলবে। মাউস ঘুরিয়ে আঁকুন। এরপরে এটি চলতে শুরু করবে এবং আপনাকে আরো নানা রকমের জিনিস আঁকতে বলবে। অনেককিছু হতে থাকবে সামনে, আর আপনি এঁকে যাবেন। আপনার আঁকা কোনকিছু জীবন্ত হয়ে নানা কান্ডকারখানা ঘটাতে থাকবে। আঁকতে আঁকতে ছোটবেলার হাবিজাবি আঁকিবুকির দিনগুলোতে ফিরে যেতে পারেন! জাস্ট ফর ফান!

৮) My 80s tv!

এটি একটি নস্টালজিক হয়ে যাবার মতো সাইট। আধুনিক টিভি বা ইউটিউবেই আমরা আজকাল বিনোদন জগৎ এ ডুব মারি। পুরোন দিনের সেই টিভির কথা কি মনে আছে? কত কম অপশন ছিল, কিন্তু কি ভীষন আনন্দ নিয়ে সবাই দেখত! এই টিভিটি একদম ৮০ র দশকের একটি অনাধুনিক টিভি। নব ঘুরিয়ে বিভিন্ন অপশন খুঁজে পেতে হয়। এতে ৮০ র দশকের বিদেশী নানা অনুষ্ঠান, মুভি, মিউজিক থেকে শুরু করে ড্রামা, এড সবই আছে। টিভির নিচে নানা বছর দেওয়া, ক্লিক করে বোকাবাক্সের এক্স্যাক্ট বছরটিতেও ঘুরে আসতে পারেন।



লিংকটিতে গিয়ে প্রথমে কোন অপশন কিভাবে কাজ করে তা বুঝে নিন নানা বাটনে ক্লিক করে। স্ক্রিন বড় করা, সাউন্ড বাড়ানো কমানো এসবকিছুর অপশন থাকে। আপনার অতীত ভ্রমন শুভ হোক!

৯) Patatap!

কিবোর্ডের A to Z যেকোন বাটন টিপলে সাইটটি নানা ধরনের শব্দ ও এনিমেশন তৈরি করে দেয়। যদি র‌্যানডমলি টাইপ করতেই থাকেন তবে এনিমেশন ও শব্দের এক্সপ্লোশনই হয় বলা চলে। টাইপ করতে করতে নিজেই একটা সুর তৈরি করে ফেলতে পারেন! রিল্যাক্সড হবার সহজ, সরল একটি উপায়!

১০) 3D Virtual Tours!

এই সাইটটি ভার্চুয়াল ট্যুর করা যায়। মসজিদ, মন্দির, পার্ক, প্যালেস, যাদুঘর কি নেই! বিশ্বের বিখ্যাত যেকোন কিছুরই ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করেছে সাইটটি।
লিংকে গিয়ে ওপরে নানা অপশন দেখবেন। Mosque থেকে শুরু করে Space এর মধ্যে পছন্দমতো অপশনটি চুজ করুন। নিচে অনেকগুলো ছবি আসবে। পছন্দসয়ী অপশনে ক্লিক করুন। মাউজ দিয়ে ঘুরতে ঘুরতে লোড হতে থাকবে স্থানটি। ভীষন বাস্তবসম্মত অভিজ্ঞতায় ঘুরে বেড়ান বিশ্বের নানান গুরুত্বপূর্ণ জায়গা!

কিছু কাজের, কিছু জ্ঞানের, কিছু নিছক টাইম পাস! নানা ধরনের এই সাইটগুলো আপনাদের ভালো লেগেছে আশা করি।

মন্তব্য ৯৪ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ক্লে ডল বলেছেন: ভাল লাগেছে মানে!! খুব ভাল লেগেছে! :)

ধন্যবাদ আপনাকে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠকের ভালো লাগলেই তো পোষ্ট সার্থক!

আপনাকেও অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
শুভকামনা!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



জেনে ভালো হলো, সময় করে ভিজিট করবো; আপনার সাথে কোন রকম ব্যবসায়িক রিলেসনশীপ?

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ, অবশ্যই পছন্দসয়ী সাইটগুলো ভিজিট করুন। আশা করি ভালো সময় কাটবে।

আরেহ না না, আমি ব্যাস নরমাল ইউজার। মাঝে মাঝে এসব সাইটে ঢু দিতে ভালো লাগে তাই সবার সাথে শেয়ার করা। আর কিছু না।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
সুখে থাকুন, সবাইকে সুখে রাখুন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আহা রুবন বলেছেন: একটি কাজের জিনিস পেলাম! কৃতজ্ঞতা যানাচ্ছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমিও আপনার পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ!
অনেক ধন্যবাদ।

শুভকামনা!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রত্যেকটা সাইটই অসাধারণ। প্রিয়তে নিয়ে রাখলাম। অবসর সময়ে সাইট গুলোতে ঢুঁ মারতে হবে। বিশেষ করে ২, ৩, ৮ ও ১০ নং সাইট গুলোতে ঢুকতেই হবে।

ধন্যবাদ সামু পাগলা০০৭।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই!

একদম। সময় করে সাইটগুলোতে ঢুঁ মারবেন। বেশ ভালো লাগবে আশা করি।

পাঠ, মন্তব্য ও প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ!
আপনার সুস্থ্যতা, সুখ কামনা করি সর্বদা!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B:-) ভাল কালেকশন, উপকারে আসবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: উপকারে আসলেই পোষ্ট সার্থক! অনেক ধন্যবাদ!
শুভকামনা রইল!

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

হাসান মাহবুব বলেছেন: বাহ! চমৎকার।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ। কাজে লাগবে আশা করি।
সুখে থাকুন সদা সর্বদা!

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!

অসাধারন!!

কোনটা রেখে কোনটা বলি! ;) প্রথমটায়তেইতো ডুবে আছি এখনো!

ধন্যবাদ সখি অফুরন্ত শুভেচ্ছা

++++++++++++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, প্রথমটা থেকে ভেসে উঠে অন্যগুলোতেও ডুবতে পারবেন আশা করি! ;)

পাঠ, মন্তব্যে এবং এতগুলো প্লাসে এতগুলো কৃতজ্ঞতা জানাই!

সুখ, সাফল্য, সমৃদ্ধিতে আপনার জীবন পূর্ণ হোক।
সখার প্রতিও আন্তরিক শুভকামনা রইল!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অহহো
বলতে ভুলে গেছি :)

অবশ্যই প্রিয় শোকেসে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: ভুলে গিয়েছিলেন না আবার আসার বাহানা? ;) আমার বাড়ির যেকোন জায়গায় আমার পোষ্ট থাকতে পারে। এটা খবর দেবার মতো কিছু না। :D

জোকস আ সাইড, আপনার আন্তরিকতায় সবসময় প্রীত হই/হলাম।
আবারো শুভকামনা!

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জটিল জিনিস! ডিরেক্ট প্রিয়তে।

আ বিগ থ্যাঙ্কস আপু।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: আ বিগ বিগ ওয়েলকাম মাই ডিয়ার! :)

পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ।
দোয়া করি ভালো থাকুন সবসময়।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠ ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
শুভকামনা রইল!

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে অনেক ধন্যবাদ।
অজস্র শুভেচ্ছা রইল!

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

আখেনাটেন বলেছেন: সুন্দর পোষ্ট। প্রিয়তে নিলাম। পরে দেখা যাবে এক এক করে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আচ্ছা সময় করে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো সময় কাটবে সাইটগুলোর কল্যানে।
পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে অনেক ধন্যবাদ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪০

সিফটিপিন বলেছেন: অসাধারন
প্রিয়তে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ, মন্তব্য ও প্রিয়তে নেবার জন্যে।
শুভকামনা!

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

এ সাঈদ বলেছেন: কয়েকটা সাইট ঘুরে এলাম। অনেকের বেশ কাজে আসবে

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: সাইটগুলো ঘুরে দেখার জন্যে ধন্যবাদ। মানুষের কাজের লাগলেই পোষ্ট সার্থক।
শুভকামনা রাশি রাশি!

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং সাইট you're getting old! --এ গিয়ে আমার জন্ম তারিখ দিয়ে বহু ঘটনার তথ্যভাণ্ডার পেয়ে গেলাম, যা আমার জীবদ্দশার বিভিন্ন সময় ঘটেছে। দারুন!

আজকে আমার বয়স ৬১ বছর ৯ মাস ২৭ দিন। এ পর্যন্ত আমি শ্বাস নিয়েছি প্রায় ৪,৮৯,৮৬৭ বার এবং আমার হার্টবিট হয়েছে প্রায় ২,২৫৮,৩৩০ বার (ভগ্নাংশ বাদে)।

তোমার বয়স বাদে বাঁকি দুটো তথ্য জানতে চাই। সম্ভব হলে জানিও।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ হেনাভাই সাইটটি ট্রাই করায়।

আপনার অনুপ্রেরনা সকল পোষ্টে পাচ্ছি বলে ভীষনভাবে কৃতজ্ঞ।
শুভকামনা জানবেন!

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

এই আমি রবীন বলেছেন: কাজের পোষ্ট। ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
ভালো থাকুন!

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

দিমিত্রি বলেছেন: খুবই সুন্দর পোষ্ট! অসাধারন। তবে সবই দেখি মুসলিমদের তীর্থস্থান!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি আপনি খেয়াল করে দেখবেন মসজিদ প্রথম অপশনটি এজন্যে সেটিতে সিলেক্ট হয়ে আছে। মসজিদের পাশেই আরো অনেক ধরনের অপশন রয়েছে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

রানা আমান বলেছেন: আপাতত প্রিয়তে । পরে সময় করে সবগুলো দেখব ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি অবশ্যই সময় করে দেখে নেবেন। ভালো লাগবে আশা করি।

পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ।
দোয়া করি ভালো থাকুন সবসময়।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

শুভ_ঢাকা বলেছেন: আপনার পোস্ট মানেই আনন্দ, নির্মল বিনোদন ও ঋদ্ধ হওয়া। সময় সুযোগ করে প্রত্যেকটিতে ঢুঁ মারবো।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ। সময় করে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি।
শুভকামনা শুভসাহেব!

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব সাইট !!
ধন্যবাদ :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন সদা সর্বদা।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ সব সাইট !!
ধন্যবাদ ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমি ভাই নারে আপু। নামের কারনে কনফিউশন হয়েছে। ইটস ওকে!

আপনাকেও পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা অফুরান!

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

খোলা মনের কথা বলেছেন: আপনার এই পোষ্টা আমার কাছে দারুণ লাগে। সবগুলো ওয়েবসাইট বুকমার্ক করে রেখেছি আগের গুলো সহ। ধন্যবাদ পাগলা আপু :P :P :P

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, পাগলা আপু!

ও! অনেক অনেক ধন্যবাদ। আমি আনন্দিত যে পোষ্টগুলো আপনার কাজে আসছে।

মজার ও আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন: প্লাস দিয়া শোকেসে রাখলাম :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০২

সামু পাগলা০০৭ বলেছেন: প্লাস এবং শোকেশে রাখার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভাই। :)

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ৩নং এ বেশ মজা পাইলাম

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: কোনটি ভালো লেগেছে সেটা আবার এসে জানানোর জন্যে ধন্যবাদ। :)

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: অবসরে বসে বসে সবগুলো দেখে নেবো, মনে হচ্ছে ভালোই লাগবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি অবশ্যই সবগুলো ট্রাই করবেন সময় করে। আশা করি ভালো লাগবে।

আপনার বারবার এসে কমেন্ট করাটা আবার খুব ভালো লাগে। অনেক আন্তরিক লাগে।
ভালো থাকুন ভাই এবং সবাইকে ভালো রাখুন!

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং সাইটে কিছুক্ষণের জন্য ঘুরে এলাম। দারুণ সাইট তো! যাদের বাস্তবে ঘুরে দেখার সুযোগ নেই, তাদের জন্য অসাধারণ এক ব্যবস্থা। আমার খুবই ভালো লাগলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি একদম। বেশ বাস্তবসম্মত সাইটটি।

আবারো এসে ভালো লাগা জানিয়ে যাবার জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা জানাই আবারো।

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: কয়েকটা ট্রাই করেছে । খুব সুন্দর । পুরানো টিভির ব্যাপারটি বেশি ভাল ।

অনেক ধন্যবাদ শেয়ারে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যে। আপনার কোনটি ভালো লেগেছে জেনে ভালো লাগল।
আন্তরিক শুভেচ্ছা জানাই।

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯

সায়েদা সোহেলী বলেছেন: বাহ! চমৎকার পোস্ট পাগলা !! অনেক গুলো সম্পর্কেই জানা ছিলো না !!! সিরিজ চলুক :)


২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম ভেবেছিলাম এ পর্বই শেষ হবে। দেখি আরো ভালো সাইট পেলে সিরিজ অবশ্যই চলবে। পাশে থাকুন।

ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অফুরান!

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

সিগনেচার নসিব বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও পড়া ও মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ।
সুখে থাকুন, ভালো থাকুন।

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অপু তানভীর বলেছেন: Blahtherapy এ গিয়ে বেশ কিছু সময় চ্যাট করলাম এবং একজন মেয়েকে বোঝাতে সক্ষম হলাম যে তার উচিৎ তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করা ! :D :D

3D Virtual Tours! টা সব থেকে বেশি পছন্দ হইছে !

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: হায় আল্লাহ! কি বলেন? আই হোপ নিছকই মজা করলেন!

অনেক ধন্যবাদ ট্রাই করে কোনটি ভালো লেগেছে তা জানানোর জন্যে।
অনেক শুভকামনা রইল।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। সময় করে সাইটগুলো হতে ঘুরে আসব নিশ্চয়।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ মায়া আপু!

অনেক ভালো লাগল আপনাকে দেখে। জ্বি অবশ্যই সময় করে দেখবেন। ভালো লাগবে আশা করি।
দোয়া করি অনেক ভালো থাকুন, সুখে থাকুন।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো পোস্ট। প্রিয়তে নিলাম....

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: অংসখ্য ধন্যবাদ পাঠ, মন্তব্য ও প্রিয়তে নেবার জন্যে।
অনেক ভালো থাকুন।

৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

ডি মুন বলেছেন: চমৎকার পোস্ট।

++

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পাঠ, মন্তব্য ও প্লাসে।
শুভকামনা রাশি রাশি!

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৫

সোহানী বলেছেন: আরে দারুনতো..... +++++

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পাঠ, মন্তব্যে এবং পাঁচটি প্লাসে। :)
অজস্র শুভকামনা রইল।

৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়েব সিল্কে এত সুন্দর একটা ডিজাইন.. সেভ করতে পারলাম না!!! :((

ড্র এ ষ্টিক ম্যান ওয়াও .. পুেরা ষ্টির লাইন ক্রিয়েট কের ড্রয়িং করায়... নাইস

থ্রিডি ভার্চুয়াল ট্যুর তো অসাম!

মার্সে গিয়ে ৩৬০ ডিগ্রিতে খুঁজলাম সখিরে... নাই নাই নাই
পরে নিজের মাঝে নিজে তাকাতেই দেখী হাসছে আপন মনে- হা হাহা

দারুন লাগাটা শেয়ার করে গেলাম ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে! আগে সেইভ করা শিখে তারপরে আঁকতে হতো কবিসাহেব! ;)

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি

বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে
আমার হৃদয় পানে
চাইনি আমি

এই গানটিই মনে পরল আপনার ঠাট্টায়!

অনেক ধন্যবাদ ট্রাই করে আবার ভালোলাগা শেয়ার করে যাবার জন্যে।
আন্তরিক শুভকামনা রইল!

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

মোঃ জাহিদুল ইসলাম (জিহাদ) বলেছেন: সুন্দর পোস্ট।ধন্যবাদ আপু

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫

জ্ঞান পাগল বলেছেন: অসাধারণ লেখা হইছে বুকমার্ক করে রাখলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে।
শুভেচ্ছা অফুরান।

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

নতুন নকিব বলেছেন: সুন্দর পোস্ট। আপনার অনেকগুলো লেখা পড়েছি। বিশেষ করে কানাডা স্কুল সিরিজ। এটি দিয়ে চেষ্টা করলে একটি বই বের করা যায়। আপনার লেখার হাত ভাল। তথ্য ও তত্ত্ববহুল আরও পোস্ট চাই।

শুভ কামনা নিরন্তর।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার অন্যান্য লেখা পড়ার জন্যে। আপনার মন্তব্যে ভীষনভাবে অনুপ্রানিত হলাম। জ্বি সাথে থাকুন, নতুন কিছু জানার এবং জানানোর প্রয়াস থাকবে।

আপনার জন্যেও শুভকামনা অফুরান!

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন।

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

কাছের-মানুষ বলেছেন: দারুন চমৎকার । ধন্যবাদ শেয়ারের জন্য ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পাঠ ও প্রশংসায়।
ভালো থাকুন, সুখে থাকুন।

৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬

সিকদার বাড়ীর পোলা বলেছেন: অসাধারণ

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা!

৪২| ২১ শে মে, ২০১৭ রাত ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট, অনেক সাইটে ঘুরে আসলাম। ভালোই লাগলো। টিভিসেট বেশি ভালো লাগলো, জন্মতারিখ দিয়ে নিজের (১২৮৮৭) বয়সদিন জেনে আসলাম। এবার ট্যুরে যাবো। শুভেচ্ছা জানিয়ে গেলাম।

শুভকামনা আপনার জন্য।

২২ শে মে, ২০১৭ রাত ২:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: সাইটগুলো ট্রাই করার জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে আরোই খুশি হলাম।

অজস্র শুভকামনা রইল!

৪৩| ২২ শে মে, ২০১৮ রাত ৮:০২

হাসান রাজু বলেছেন: প্রায় দুই বছর আগের পাওনা ধন্যবাদ জানিয়ে গেলাম ।

" শৈবাল দীঘিরে কয়, দুই ফোটা পানি দিলাম। পরে, হিসাবের খাতায় কোন গরমিল যেন না ধরা খায়।"

ভালো থাকবেন ।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১০

সামু পাগলা০০৭ বলেছেন: যার পাওনা সে ঠিকই পেয়ে যায়, সময়ে বা অসময়ে! :)

মোস্ট ওয়েলকাম।
আপনিও ভীষন ভালো থাকবেন।

৪৪| ২২ শে মে, ২০১৮ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন:
ইহা ৪০ জনে প্রিয়তে রেখেছে ! উহারা কি মনে করিয়া রাখিয়াছে ? মনে হয় খুব মজার পোষ্ট !

২২ শে মে, ২০১৮ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ রাখিয়াছে। তুমি এক কাজ করো। এই পোষ্টটিকে প্রিয়তে রাখিয়া দাও। মজার তো, প্রতিদিন প্রিয় শোকেসে এরদিকে তাকিয়ে হাসিবে! আহা! বান্দরের মুখের হাসি! কি সুন্দর দেখা যাবে! :D ;)

৪৫| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

জাহিদ অনিক বলেছেন:

হুম ! আসলেই মজার ! দু একটা ঢুঁ মেরে আসলাম,
এত করে যখন বলতেছো দিলাম না হয় প্রিয়তে রেখে ;)

২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম, এখন তুমি চাও না চাও আমাকে নিত্যদিন দেখতেই হবে! নিজের ব্লগের শোকেসে রেখে দিয়েছ যে! গেছো ফেঁসে! হাহা।

ঐ ছ্যামড়া, দু একটা কেন? বাকি ৮ টা কি দোষ করল? সবগুলো দেখবে। ;) :)

৪৬| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন: ঐ ছ্যামড়া, দু একটা কেন? বাকি ৮ টা কি দোষ করল? সবগুলো দেখবে। ;) :) X(( X(( X( X(

কত্ত বড় সাহস !!! আমাকে বলে ছ্যামড়া !!! যে দুইটা দেখেছি সেই দুইটাও ফেরত, বাকী আটটা তো জীবনেও দেখব না

২২ শে মে, ২০১৮ রাত ৯:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ! ভুল হয়ে গিয়েছে। প্লিজ রাগ করো না। আমি এবারে ঠিক করে বলছি। তুমি সবগুলোই পড়ে নিয়ো।

ছ্যামড়ি, দু একটা কেন? বাকি ৮ টা কি দোষ করল? সবগুলো দেখবে। ;) :D

৪৭| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৩১

জাহিদ অনিক বলেছেন:

ভেরি ফানি !

২২ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: দাঁত কিটমিট করে ভেরি ফানি বলছ কেন? হেসে হেসে বলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.