নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পরে পোস্ট দিচ্ছি; পোস্ট ব্লক কাটাতে ফটো ব্লগ। হাসতে হাসতে পেট ব্যাথা হলে ডাক্তারের খরচ নিজ দায়িত্বে দিতে হপে!

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

বেশ ভালোই পোস্ট দিচ্ছিলাম নিয়মিত। হুট করে পোস্ট ব্লক ধরে গেল। কিছু লিখতে বা পোস্ট করতে ইচ্ছে করেনা! বেশ অসহায় অবস্থা কাটাতে ভাবলাম একটা ফটো ব্লগ দেই। বেশ কিছু মজার ছবির কালেকশন নিয়ে এলাম। এগুলো দেখে বেশিরভাগ মানুষের হাসি পাবার কথা। যারা একদমই গোমড়ামুখী তারা বাদে! মানে আপনি হাসলে আমার পোস্টের কৃতিত্ব আর না হাসলে আপনার দোষ! ;)

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

১৩)

১৪)

১৫)

১৬)

১৭)

১৮)

১৯)

২০)

২১)

২২)

২৩)

২৪)

২৫)

২৬)


কার কোনটি বেশি ভালো লাগল? আশা করি আপনাদেরকে হাসাতে পেরেছি। ছবিগুলো যদি কমন পরেও যায়, আর হাসি না পায়, তবে এট লিস্ট আপনাদের সহব্লগারের পোস্ট ব্লক কেটেছে, সেই খুশিতেই হাসুন! হাহা।
সবসময় হাসতে ও সবাইকে হাসাতে থাকুন। ধন্যবাদ।

সূত্র: অন্তর্জালের নানা অলিগলি!

মন্তব্য ১২০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

এডওয়ার্ড মায়া বলেছেন: দেশি গরুর খাঁটি সরিষার তেল :-P =p~
এইটা জোস ছিল ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমারো ওটা পড়ে ভীষনই হাসি পেয়েছে। দেশের আনাচে কানাচে এমন সব ফানি সাইনবোর্ড ছড়িয়ে রয়েছে যে বলার নয়! :D

পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।
শুভেচ্ছা!

২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ইন্সপিরেশন, মিনা, ইউএসবি, ম্যানস ডে, কম্পিউটার, এন্ড অফ রিলেশন, গার্লফ্রেন্ড হবা? ফটোকপি সবশেষ আইডি কার্ডতো বটেই :) কোনটা রেখে কোনটা বলি :) =p~

তাইতো বলি সখি হঠাৎ গায়বে কেন????
দারুন প্রত্যাবর্তনে শুভকামনা

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০১

সামু পাগলা০০৭ বলেছেন: সখা! মিসড ইউ! আশা করি ভালো আছেন।

প্রায় সবগুলোই মনে হচ্ছে আপনাকে বিনোদিত করেছে। হাহা।

আপনাকেও আন্তরিক মন্তব্যে অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন, অনেক ভালো!

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

কলাবাগান১ বলেছেন: বাসায় গিয়ে 'পড়ানো' হয়

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা। থাপড়ানো টা পড়ে আমি কিছুক্ষন বুঝতেই পারিনি, পরে বুঝতে পেরে হাসতে হাসতে শেষ!

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ছাত্র-ছাত্রীদের ফটোকপি করা হয় !!!!!!!!!!!!!!! পুরাই লুল !!!!!!!!! :P =p~



এবার জোর করে হাসতে হয়নি !!! =p~








(ফিরছি )

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকদিন পরে! আপনি ব্লগ ছাড়ার সিদ্ধান্ত বদলেছেন, সেটা আড্ডাঘরে দেখেছিলাম এবং অনেক খুশি হয়েছিলাম। অনেক ধন্যবাদ ঠিক সিদ্ধান্ত নেওয়ায়।

এবার জোর করে হাসতে হয়নি !!!
তাই না? ভেংচি! হাহা।

হাসাতে পেরে আনন্দিত।

জ্বি ফিরুন, অপেক্ষায়.....

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঐটা..........কম্পিউটার, জামাই না দারুণ। সবগুলোই ভাল লেগেছে। হাসির খোরাক।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ সুজন ভাই! পোস্টে পেয়ে ভালো লাগল!

রিলেট করতে পারলেন মনে হয়! ভাবীর সব কথা শোনেন তাই না? হিহি। ;)

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা অফুরান!

৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: এই শয়তানের মত ভেংচি দিবেন না, বলে দিলুম কিন্তু !!! কারণ, আমি সামু ব্লগের একমাত্র পিছকা ............... ভয় পাই !!!! ;) পারলে দু-একটা চকলেট কিনে দিবেন । B-)

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১২

সামু পাগলা০০৭ বলেছেন: ইশ চকোলেট! ভালো বাচ্চাদের চকোলেট কিনে দেওয়া হয়। আপনার মতো দুষ্টুদের কি করা হয় তা নিচ থেকে ৮ নাম্বারে দেখে নিন! হাহাহা।

৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন: ১ম থেকে ১২ নাম্বার । " ইন্ড অফ রিলেশনশিপ " এটা কেমন করে ফান ছবি হয় ? এটা তো বাস্তবতাকে নির্মম্ভাবে তুলে ধরেছে । আমি এই ছবিটাকে ফান পোষ্ট হিসেবে ব্যবহার করার জন্য তোমার নামে ৫৭ ধারায় মামলা করতে পারি। বাংলাদেশের ৫৭ ধারা , নাম শুনেছ এই আইনের ? সাবধান ! সাবধান !

শুভ সন্ধ্যা, কেমন আছো ?
আমি ভাল আছি ।
ব্লগ পোস্টের ব্লক তো কেটে গেল তাই না ? এবার কানাডার স্কুলের পরের পর্বে যাওয়া যাক! নাকি আড্ডাঘর নিয়েই মহাব্যস্ত !

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২০

সামু পাগলা০০৭ বলেছেন: হাই অনিক!

শুহ সকাল!

তোমার কমেন্ট পড়ার পরে, নাম্বারিং করে দিলাম ছবিগুলোর। কাউকে কষ্ট করে গুনতে হবেনা। :)

আরেহ! এটা আমাদের মেয়েদের জন্যে ফান ছবি! দ্যা জোক ইজ অন ইউ গাইজ! হাহা।
তো বলে কবে কখন কিভাবে ছ্যাঁকা খেয়েছ? মামলা মোকদ্দমায় যেভাবে চলে গেলে বোঝাই যাচ্ছে, কষ্টের জায়গায় আঘাত লেগেছে। হাহাহা।

ধুর! আড্ডাঘর নিয়ে ব্যস্ততা কিসের? আমার আড্ডার সাথীরাই তো সব সামলায়। ওটার জন্যে কোনকিছুতে বাঁধা পরেনা। যখন পোস্ট করার মুড ছিল, আড্ডাঘরেও যাইনি। কমেন্ট লিখতেও ইচ্ছে করত না! হাহা।

হ্যাঁ কানাডার পোস্ট লিখব। তবে কবে তা জানিনা। অন্য একটা বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। হয়ত সেটার পরেই আসবে কানাডা পোস্ট! তোমার অনুপ্রেরনায় কৃতজ্ঞতা।

৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! হিহিহি! হাসির পোস্টে আরো হাসি ছড়িয়ে দিলেন! অনেক কৃতজ্ঞতা!

৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
এমন মাষ্টারকে পিটাতে আমিও জানি ; টেনশান নিয়েন না। :P :P





০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: মাস্টারকে পিটাবেন? এত সাহস? বেয়াদব ছেলে আজকে বেত ভাঙ্গব তোর পিঠের ওপরে! হাহাহা।

ফান ফটো ব্লগ ফান ছবি শেয়ার করে হাসি আনন্দ বাড়িয়ে দিলেন। ধন্যবাদ!

১০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: :)

১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২০

শামচুল হক বলেছেন: এক কথায় দারুণ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: এক কথায় ধন্যবাদ! :)

১২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: এটা কিন্তু সেইরকম! :D

অনেক অনেক ধন্যবাদ আপনাকে! ভীষনই খুশি হলাম এসব মজার ছবি শেয়ার করেছেন বলে!

১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ স্যার !! মেরে কি মোরে কাউয়া বানিয়ে দিবেন নাকি ????? এমনিতে বড় ভয়ে আছি, আশেপাশে সব মুখোশ খুলে যাচ্ছে !!!! কেউ কেউ নাকি পূর্বজন্মে ককিল ছিল। এখন আবার হুট করে,এই জন্মে কাউয়া হচ্ছে যাচ্ছে !! বুঝতেচ্ছি না ব্যপার টা আসলে কি ।তাইলে সময় থাকতে ভালো হয়ে যাবো নাকি ।।


৯.... উপরের ফতিউত্তরে ফতিবাদ =p~

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: আজকাল মানুষজনের একটি মুখোশ খুলে নতুন মুখোশ বের হচ্ছে। আসল চেহারা টা আর দেখা যাচ্ছে না। :(

তাইলে সময় থাকতে ভালো হয়ে যাবো নাকি ।।
একদম। যাক এক বেতের বাড়িতে আপনার সুমতি হলো তাহলে! আপনি প্রতিবার না করে হাত জোর করে ধন্যবাদ জানান! :D

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আপনার সবগুলি কালেকসনই বিনোদন যুগিয়েছে ।অনেকগুলিতেই মনে মনে বেশ হেসেছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগল।

হাসানোই তো পোস্টের উদ্দেশ্য! তাই আপনাকে হাসাতে পরে পোস্ট সার্থক বোধ করছি!

পাঠ ও সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা!

১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০২

ধ্রুবক আলো বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১১

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ ধ্রুবক সাহেব! থ্যাংকস ফর শেয়ারিং!

১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

ধ্রুবক আলো বলেছেন:

এরকম একটা পিক দেয়ার জন্যে আমারে কাচ্চি খাওয়ার আমন্ত্রণ জানাবেন নিশ্চিত।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা হিহি! রান্না জানলে আসলেই আমন্ত্রণ জানাতাম। ফানিইই!

১৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

মিঃ আতিক বলেছেন: বেশ মজা পেলাম। ভালো

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২১

সামু পাগলা০০৭ বলেছেন: মজা পেয়েছেন জেনে আমারো ভালো লাগল।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা!

১৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন:
আমার কোনো দোষ নাই !

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: হুমমম!

;) :D

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

পবন সরকার বলেছেন:

পোষ্ট পড়ে হাসতে হাসতে দাঁত পড়ে যাওয়ার অবস্থা -- - -

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! আগেই বলেছি ডাক্তারের খচর নিজ দায়িত্বে দিতে হবে! ;) :D

শুভকামনা!

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন: মামলা মোকদ্দমায় যেভাবে চলে গেলে বোঝাই যাচ্ছে, কষ্টের জায়গায় আঘাত লেগেছে। হাহাহা। - হুম । মামলা মোকদ্দমায় প্রাণ ওষ্ঠাগত ।

তোমার অনুপ্রেরনায় কৃতজ্ঞতা। - বাপ রে ! কি ফর্মালিটি !

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: অনিককক তোমার সাথে ফর্মালিটি করিনাতো! আসলেই মনে এসেছিল কথাটা। তুমি বললে বলে লিখতে বেশি উৎসাহ পেলাম। সত্যি কথাই বলেছি, ফর্মালিটি করিনি। :)

যেভাবে হুম বলছ, মনে হচ্ছে মজা করে বলা কথাটা আসলেই তোমার জীবনে ঘটেছে। হেহে।

২১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা বেশ , করোনি ফর্মালিটি ।

যেভাবে হুম বললে মিথ্যেটাও সত্য বলে মনে হয় অথবা সত্যটাও মিথ্যে বলে চালিয়ে দেয়া যায় সেভাবেই হুম বলেছি ।
হুম । B-)

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: বাবাহ! ছেলের চালাকি দেখো! এক হুম নিয়ে কত কিছু! কবি মশাই, এত চালাকি মনে নিয়ে সফল কবি হতে পারবেন না। কবির মনকে তো সরল, স্নিগ্ধ, সতেজ হতে হয়! ;) :D

২২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

মনিরা সুলতানা বলেছেন:
সব চাইতে ভাল্লাগসে =p~

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: মনিরা আপু! পোস্টে পেয়ে অনেক ভালো লাগল।

এটা মজার আড়ালে সত্যিটাকেই তুলে ধরে। আমরা সবাই রিলেট করতে পারি বলেই বোধহয় হাসি হেসে যায়! :)

ভীষন ভীষন ভালো থাকুন।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

জাহিদ অনিক বলেছেন: সফল কবি যে হতে পারব না সে তো বুঝতেই পারছি । না হলে কি আর চুপিচুপি গিয়ে শুধু লোকজন আজকাল লাইক দিয়েই চলে আসে !

বিফল কবি হতে চলছি। সফলে মূল্য ফেরত ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১২

সামু পাগলা০০৭ বলেছেন: এই চুপিচুপি লাইক দেবার খোঁটা টা আমি একবার একজনকে দিয়েছিলাম। আজকে আমার দিকেই ছুটে আসল। হাহা।

অনেক ভালো লিখেছ। এজন্যে লাইক দিয়েছি। চুপিচুপি না জোরেশোরে লাইক বাটনে ক্লিক করেই নিজের নাম উঠিয়েছি লাইক লিস্টে। হাহা।
আমার নিজের ব্লগে থাকতেই যে আলসেমী লাগে আজকাল, অন্যের ব্লগ তো বাদই দাও। সবে তো বেচারি ব্লক কাটিয়ে উঠছে, একটু রয়েসয়ে কমেন্ট করবে পরে! ;)

নাহ, তুমি সফল কবি হবে। ব্লগে আজকাল যারা কবিতা লেখে তাদের মধ্যে তোমার কবিতাগুলো অনেক ইউনিক। আমার অনেক ভালো লাগে। লিখতে থাকো মন খুলে, অনেক ভালো করতে পারবে।

২৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন: জোরেশোরে লাইক বাটনে ক্লিক করেই নিজের নাম উঠিয়েছি লাইক লিস্টে। - কত নিউটন বল প্রয়োগ করে লাইক বাটুনে ক্লিক করেছ বলো তো !

বেচারি যখন রাইটার্স ব্লক কাটিয়ে উঠেছে তখন নিশ্চয়ই সে আরও অনেক কিছু লিখবে । অপেক্ষায় ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: তুমি যত নিউটন বল প্রয়োগ করে আমার পোস্টে লাইক দিয়েছ, ঠিক ততটুকু বল প্রয়োগে! ;)

সো সুইট! আশা করি অপেক্ষা জলদিই ফুরাতে পারব। :)

২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: কিন্তু আমি তোমার এই পোষ্টে লাইক দিয়েছি কেন !
এই পোষ্টটা তো আমার ভাল লাগে নি ! তবুও কেন লাইক দিয়ছি ? ডিজলাইক দিব ?

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগেনি? ওহ আচ্ছা। তোমার সাথে আড়ি আমার যাও! হাহাহা।

আগে ব্লগে মাইনাস বা ডিজলাইক দেবার ব্যবস্থা ছিল। সেসব দিন তো আর নেই। তাই ডিজলাইক দিতে পারবেনা, যে লাইক দিয়েছ সেটা উঠিয়ে নিতেও পারবেনা। তুমি এখন ফাঁইসা গেছ! ;) :D

২৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন: হায় হায় তাই তো এখন তো আর ডিজলাইক দেয়ার অপশন নেই ! আচ্ছা এবারের মত লাইক থাকুক । B-)

আমি না হয় ফাইসা গেছি। ব্যাপার না । B-)
২৩ নাম্বার ছবিটা কিন্তু ভাললেগেছিল । সে জন্যই লাইকটা দিয়েছিলাম । বুঝেছ বুদ্ধ !

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ বুঝলাম। তোমার অংকে সমস্যা আছে। তুমি ভালোভাবে গুনতে পারোনা। এজন্যে প্রথমে এসে ১ম থেকে ১২ নাম্বারটা নিয়ে প্রতিবাদ জানিয়েছ। এটা বলোনি যে ২৩ নাম্বারটি ভালো লেগেছে। সম্ভবত ১২ র পরে আর গুনতে পারোনা বলে। আমি নাম্বারিং করে দেওয়ায় এখন বলতে পারলে। :P

২৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: ভালো হাসি পায় বটে। তবে এখন আমাদের হাসার মত সময় এবং মানসিকতা মনে হয় নাই।

আমরা সামাজিক ভাবে চরম ঝুকিতে আছি। আশা করি সেসব সমস্যা নিয়ে পোস্ট দিবেন। ব্লগার রা অনেক কিছু করতে পারে। শুরু তো করতে পারেন । আপনারা নামি দামি লেখক। আপনারাই লেখনীর মাধ্যমে সঠিক সমাধান জাতির কাছে তুলে ধরবেন।
এসব ছবি মাউসের কয়েকটা ক্লিকেই পাওয়া যায়। কিন্তু আমাদের অস্তিত্ব হারিয়ে গেলে / বিপন্ন হলে হাজার ক্লিকেও আর সঠিক পথে ফিরতে পারব না।

কস্ট করে এতো সুন্দর পোস্ট দিয়েছেন তার জন্য লাইক দিয়ে গেলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: হাসা ও হাসার মতো মন মানসিকতা অনেকেরই আছে বা বলা চলে সবারই আছে। হাজারো সমস্যা থাকবেই ব্যক্তিগত জীবনে এবং জাতিগতভাবেও। তবে সবকিছুকে ছাপিয়ে সবাই চায় একটুখানি হেসে উঠতে, উৎসবে মেতে উঠতে! সবকিছু ভেবে ভেবে সবসময় মুখ গোমড়া করে রাখতে হবে তা তো নয়! হাসতেও হবে, হাসাতেও হবে। আর আপনি যা বললেন সেটা তো অবশ্যই করতে হবে। সচেতনতা, সামাজিক সমস্যার সমাধান সবকিছু বেরও করতে হবে। একজন ব্লগার বা যেকোন লেখকেরই অনেক শক্তি। কলমের শক্তি কতটা সেটা তো সবাই জানে।

তবে ব্লগ একটি পাঁচমিশালী জায়গা। একেকজন একেক রকম লেখা লিখে থাকেন। কেউ কেউ কাব্য উপন্যাস, কেউ ভ্রমণ বিনোদন, কেউ সমাজ রাজনীতি। সবধরনের লেখা ও পোস্ট নিয়েই সামু ব্লগ পরিপূর্ণ হয়!

পোস্টটিকে সুন্দর বলায় ও লাইক দেওয়ায় অনেক কৃতজ্ঞতা।
অনেক ভালো থাকুন, সুখে থাকুন।

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০০

উম্মে সায়মা বলেছেন: গরুর দুধের সিগারেট =p~ হাহাহা।
মজার পোস্ট পাগলী। যাক তোমার ব্লক কেটেছে তাহলে। শুভ কামনা....

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:২০

সামু পাগলা০০৭ বলেছেন: সায়মা আপু! কেমন আছ? ভালো আশা করি।

হাহা, আসলেই মজার ওটা!

হুমম আশা করি পোস্টেরই না, রাইটিং ব্লকও কাটবে জলদি! :)

অনেক খুশি হলাম তোমাকে পোস্টে পেয়ে। ধন্যবাদ।
ভালো থেকো।

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা হিহি!

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিজ্ঞাপনেই বলা হইছে আমাদের লাচ্চা সেমাই হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় -

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হায় আল্লাহ! এই জিনিস দেখার পরে আর সেমাই খেতে ইচ্ছে করবেনা! হাহা হিহি!

মজার কিছু ছবি শেয়ারে অনেক কৃতজ্ঞতা লিটন ভাই।
আপনাকে পোস্টে পেয়ে খুশি হলাম।

ভালো থাকুন।

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

ধ্রুবক আলো বলেছেন:

=p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: :D

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৪৫

ধ্রুবক আলো বলেছেন:

এই দেশে আর থাকতে মুন চায় না!!

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: হুমমম!

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

ধ্রুবক আলো বলেছেন:

কি বুঝলেন?!

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:০২

সামু পাগলা০০৭ বলেছেন: বুঝলাম, বড়রা যে বলে আজকাল কার বাচ্চারা ওভারস্মার্ট সেটা ঠিক না। আসলে পুরান চাল ভাতে বাড়ে। :D

আপনি এতসব মজার ছবি দিয়ে দিয়ে পোস্টটিকে আরো আকর্ষনীয় করে দিলেন। আমি ভীষনভাবে কৃতজ্ঞ! ধন্যবাদ।

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:০৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: ;) :D :D

৩৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ভোটার আইডি কার্ডের কথা বলে, আমার দুঃখটা বাড়িয়ে দিলেন!! আমিই চিন্তে পারি নাই!! কি লজ্জা।।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা। দুঃখ বাড়ালাম কোথায়? দুঃখ কমান এটা ভেবে যে আমাদের সবারই একই অবস্থা! ;)

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা!

৩৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:২৩

মেহবুবা বলেছেন: এখনও নাস্তা করিনি ,

৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:২৯

মেহবুবা বলেছেন: হাসতে হাসতে কাহিল হয়ে গেছি ,অনেক বেশী খাবার লাগবে নাস্তায় ;চোখে ঝাপসা দেখছি।
সামু পাগলাকে ভ্যান করা হোক

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! ভীষনই মজার কমেন্ট করেছেন। হাসাতে হাসাতে কাহিল করাই উদ্দেশ্য ছিল! একটু বেশি নাস্তা নাহয় খেলেনই। কি আর হবে তাতে? হাসি অমূল্য ধন, এর জন্যে একটু বেশি খাবার প্রয়োজন পরলে ক্ষতি কিছুই নেই। ;)

না না, মানুষ হাসানো কি অপরাধ নাকি যে আমাকে ব্যান করা হবে? মানি না, মানব না! :D

পাঠ ও মজার মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা!

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

ভাই, কোন সাইট থেকে কালেকশান করেছেন? জানালে খুশি হবো।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমি ভাই নারে, আপু! নামের কারণে কনফিউশন হয়েছে। ইটস ওকে।

আমি তো একেক সাইট থেকে একেক ছবি নিয়েছি। কোনটা দেশী সাইট, কোনটি বিদেশী। তাই বলা বা লিস্ট করা সহজ নয়। সরি!

পাঠ ও মন্তব্যে অনেক কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

৩৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: রচ্চাই বাঁচিনা মামা

৪০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

প্রোলার্ড বলেছেন:






বাংলার লায়লা আলী






০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠ, মন্তব্য ও ছবিগুলো শেয়ারে ধন্যবাদ।
শুভেচ্ছা রইল!

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

জাহিদ অনিক বলেছেন: ঠিক ধরেছ, আমি সত্যিই ১২'র পরে আর গুণতে পারি না। এই নাম্বারিংটা আগে করে দিলে আগেই বলে দিতে পারতুম যে অমুক নাম্বারটা পছন্দ আমার ! তুমিও তো আমার মতই মাথামোটা !

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমি মাথামোটা না তার প্রমাণ দেই। রতনে রতন চেনে, আমি যদি মাথামোটা হতাম বুঝতাম তুমিও একটা মাথামোটা। আমি সেটা বুঝতে পারিনি, কেননা আমি তা না! বুঝতে পারিনি বলেই তো নাম্বারিং দেইনি, ভেবেছি এটুকু তো অনিক গুণতে পারবেই! কিন্তু তুমি তো সবার আশার চেয়েও বেশি বুদ্ধু! :D

৪২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

মোঃ তানজিল আলম বলেছেন: ব্রেকিং নিউজঃ
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সামহোয়্যারইন ব্লগের সম্মানিত মডারেটর "কাল্পনিক ভালোবাসা"


আজ সকাল ১১ টায় ল্যাব এইডে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) কিছুদিন ধরে তিনি চিকন গুনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাব এইডে ভর্তি হন।
গতকাল সন্ধ্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেললে আজ সকালে ডাক্তার তাকে া৳ত ঘোষণা করেন। বিস্তারিত জানতে ভিজিট করুন

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কমেন্টটি পড়ে লিংকে ক্লিক করিনি। খবরটি ফেইক মনে হলো। এজন্যে আপনার নিক নেইমে ক্লিক করেছিলাম আপনি কোন ফেইক আইডি কিনা তা দেখার জন্যে। যেয়েই এটি ভুয়া খবর সেটি চোখে পরল আপনার লেটেস্ট পোস্টের প্রথম লাইনে। এধরণের একটা রসিকতা না করলেও হতো হয়ত!

ভালো থাকুন।

৪৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

কাল্লে জাকোলা বলেছেন: অনেক ফানি একটি পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অফুরান!

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

নিওফাইট নিটোল বলেছেন: ইহা অতিশয় চমৎকার হইয়াছে যে পোষ্টব্লক কাটাইতে রম্য ছাড়িয়াছেন......শুক্কুরবারের সন্ধ্যায় খানিক হাসিতে পারিয়া মজা পাইয়াছি। যতদূর মনে পড়িতেছে- সবগুলোই অর্ন্তজালে বিশেষ করিয়া খোমাখাতায় পড়িয়াছি........তাহাতে কি? রস কখনো পুরানো হয় না- বারংবার পাতে দিলেও খাইতে প্রথমবারের মতই মিষ্ট লাগে অারকি :D

ধ্রুবক অালো'র দ্বিতীয় মিমখানা দেখিয়া বিনা অধিবেশনেই স্পিকার হইয়া গেলাম.....মানুষ এত বুদ্ধি লইয়া ঘুমায় কী করিয়া? ঘুমায়ই যদি তবে বুদ্ধি কোথায় লুকাইয়া রাখিয়া তারপর বিছানায় শরীর এলাইয়া দেয়? অার অামি জাগিয়া থাকিলেও করোটির ভিতর শূণ্যতা অনুভব করি........শুইয়া পড়িলে কী হয় তাহা অার বলিতে চাই না-- মনে হয়, কামরার অন্ধকার অার মস্তিষ্কের মহাশূণ্য সমান নিস্তব্ধতা মিলিয়া মিশিয়া একাকার হইয়া যাইতেছে.......অার অামি কল্পনায় গ্রহলোকে ঘুড়িতে গিয়া ঘুমাইয়া পড়ি ;)

কানাডাকে ফিরাইয়া অানুন.......বহুদিন কল্পনায় তাহাকে দেখি না......দারুন অভাব বোধ করিতেছি সেই কিশোরীর =p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: মাস্টার সাহেব! অনেকদিন পরে পোস্ট দিলাম, আর আপনার মন্তব্যে পেয়ে ভীষনই খুশি হলাম। :)

কানাডা পোস্ট না দেবার ফলে নিয়মিত আপনাকে অন্য পোস্টে তো পাচ্ছি! এটাই বা কম কিসের? এই সৌভাগ্য নিয়মিত কানাডা পোস্ট দিলে হতো না। হাহাহা।

হাসাতে পেরে ভীষনই আনন্দিত! আর অনেকেই মজার সব ছবি শেয়ার করে পোস্টে আরো হাসির ফোয়ারা ছড়িয়েছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।


বহুদিন কল্পনায় তাহাকে দেখি না......দারুন অভাব বোধ করিতেছি সেই কিশোরীর

কি ভীষন মিষ্টি করে বললেন! হুমম, আমিও কিশোরি আমাকে মিস করছি। এজন্যে খুব সম্ভবত পরের পোস্টেই সে ফিরবে। আমি এক লাইনও লিখিনি এখনো। তবে যখন লিখতে ইচ্ছে করবে, চেষ্টা করব অন্যকোন টপিক নয়, সেটিতে হাত দিতে। সি ইউ ইন দ্যাট পোস্ট! হোপফুলি সুন..........

৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যে।
ভীষন ভালো থাকুন।

৪৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন:
হাসতে হাসতে দাঁত লম্বা হয়ে গেল।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা। মজার ছবি ও মন্তব্যে ধন্যবাদ প্রামানিক ভাই।
শুভেচ্ছা অফুরান!

৪৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: ছবি আপু! পোস্টটি হাসাতে পেরেছে আপুটাকে! পোস্ট সার্থক! :)
শুভেচ্ছা অন্তহীন।

৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ২২

০৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগল হাসান ভাই। মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা!

৪৯| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নীল-দর্পণ বলেছেন: ৯ নং টা খুবই মজা লেগেছে।

১৭ নং টা জোস!
বাকী গুলোও মজার =p~

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: মজা লেগেছে জেনে পোস্ট সার্থক বোধ করছি!

পাঠ ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রাশি রাশি!

৫০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলা, চকলেট কি শেষ ?


হ্যাপী বন্ধু দিবস !!! :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: হুম শেষ। হাহা।

আপনাকেও বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা! খুবই খুশি হলাম আজকের দিনে আপনাকে আমার ব্লগবাড়িতে পেয়ে। :)
ভালো থাকুন।

৫১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তর পেয়ে আমিও খুশি হলাম !

বন্ধুত্বের উপরে ভরসা রাখুন । :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: কিছু কিছু মানুষ এমনও আছে যারা বন্ধু হলে শত্রুর প্রয়োজন পরে না। তাই নিশ্চিন্তে ভরসা রাখতে পারিনা। ;) :D

৫২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আনহে ইজ স্টুপিড !!!! আয়নাবাজি মার্কা কথা বুঝিনা ! ;) আমার পিক পিচ্চি বলে বন্ধু পরিচয় দিতে লজ্জা হয় বুঝি !!! :P ভরসা রাখুন । :P

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: পিক পিচ্চি বলে না, স্বভাব পাকনা পিচ্চির মতো বলে ভরসা রাখতে পারিনা। ;) :D

৫৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলা,
কই গেলেন ???? ভাবলাম, আপনার সাথে খানিক ঝগড়া করি ও রাগাই
। ঘুমিয়ে গেলেন নাকি ??? ;)

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: সরি রে, ভীষন সরি, কথা বলতে বলতে কিছু কাজে আর ব্লগে আসতে পারিনি। একটু পরে আসব মনে করে, বাই বলেও যেতে পারিনি। সরি! তবে এই ঘটনায় আপনার আসল উদ্দেশ্য জানলাম তো। ব্লগের সবাইও জানল, কে ঝগড়া করার, রাগানোর ইনটেনশন রাখে। আপনার আমার মধ্যে ঝগড়া বাঁধলে এখন থেকে সবাই আমাকেই সাপোর্ট করবে। ;) :D

৫৪| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: পোস্ট ব্লক ধরে গেলে কি করতে হয় তা তো আপনি ভাল করেই জানেন।
যায় হোক খুব মজার পোষ্ট দিয়েছেন। এমন কিছু ছবি আমার কাছে আছে পোষ্ট করব করব করেও আর পোষ্ট করা হয়নি।
আপনার কানাডার অভিজ্ঞতা নিয়ে লেখা পড়ার আশায় রইলাম।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা। হুমম জানতে হয়। নানা কারণে রেগুলারলি ব্লগিং করতে পারিনা। বারবার অনিয়মিত থেকে নিয়মিত হবার পথে ব্লক ধরে, আর তা কাটাতেও হয়। :)

দেখুন, আপনি মনে মনে ভাবলেন, আর আমি পোস্ট করে দিলাম। আমাদের সহব্লগারদের কি বন্ডিং! হাহা। আপনিও আপনারটি জলদি পোস্ট করে ফেলুন আর সবাইকে হাসান।

আশা জলদিই পূরণ করতে পারব মনে হয়। লেখা শুরু করেছি একটা পর্ব। শেষ হলেই দিয়ে দেব।
পাঠ ও সুন্দর আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
ভীষন ভালো থাকুন।

৫৫| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ :D

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০২

সামু পাগলা০০৭ বলেছেন: :) :) :)

৫৬| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:২৪

আনমোনা বলেছেন: রিসেন্ট কমেন্ট দেখে ভাবলাম নতুন পোষ্ট। কিন্তু প্রথম পাতায় বা পাগলীর ব্লগের উপরের দিকে দেখছিনা কেন?
তারপরে দেখি দুই বছরের পুরানো পোষ্ট। আজও নতুন।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: রিসেন্ট মন্তব্যে গিয়েছিল বলে আপনার চোখে তো পড়ল! অনেক ভালো লাগল আপু আপনাকে পোস্টে পেয়ে। থ্যাংকস ফর কামিং এন্ড কমেন্টিং!

৫৭| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আনমনার মতো আমিও ধোঁকা খেয়েছি। তবে তাতে লস হয়নি। ১৯ নম্বরটা বেস্ট।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! আপনাদের কল্যাণে পুরোন পোস্টটিকে আমার নতুন মনে হচ্ছে! অনেক ধন্যবাদ হেনাভাই।

৫৮| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: হা হা হা-হি হি হি
মজা মজা মজা

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: সবাইকে মজা দেবার জন্যেই পোস্টটি দিয়েছিলাম!
আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।

৫৯| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসতে হাসতে মরি যাইয়ুম হাহাহাহাহাহ

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০

সামু পাগলা০০৭ বলেছেন: হেই ছবি আপু! ভালো আছেন নিশ্চই?

হাসি সংক্রামক! আপনার হাসিতে আমারো হাসি পাচ্ছে! হিহি হাহা!

শুভেচ্ছা!

৬০| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার এক খিকজ কমেন্টের রেশ :D

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! আমি তো ভাবছিলাম ই! এখনো "একজন" ক্রেডিট নিতে এলো না! এটা কিভাবে সম্ভব! ;)

৬১| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

নীল আকাশ বলেছেন:
নিন এটা আপনার জন্য।
মাঝে মাঝে কোথায় ডুব দেন আপনি?
ভাল আছেন তো?

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১

সামু পাগলা০০৭ বলেছেন: হিহি হাহা! থ্যাংকস এ লট ফর শেয়ারিং!

কোথায় ডুব দেই বা কোথায় আছি সেটা জানতে একটু আড্ডাঘরে নজর রাখলেই হবে! আড্ডাঘরের ৪২২ নাম্বার মন্তব্য দেখলেই সব বুঝে যাবেন! :)

আর জ্বী হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনিও অনেক ভালো আছেন!
শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.