নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামুর ঈদ কালেকশন: সহব্লগারদের ঈদ বিষয়ক লেখাগুলো একসাথে! :) :)

২০ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭

ঈদ উপলক্ষ্যে সামুর ব্লগারেরা প্রচুর পোষ্ট দিয়েছেন। তবে ঈদের সময়ে অনেক ব্লগার গ্রামে গিয়ে আত্মীয় স্বজনের সাথে সময় কাটান। সেজন্যে নেটের অসুবিধায় ব্লগে আসতে পারেন না। তাছাড়াও ঈদের নানা ব্যস্ততা তো থাকেই। সবমিলে ঈদের নানা পোষ্ট মিস করতে পারেন। সেজন্যেই ঈদ বিষয়ক পোষ্টগুলোকে নিয়ে এলাম এক জায়গায়।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ঈদ শুভেচ্ছা মূলক পোষ্ট:

সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা
ব্লগের সবাইকে ঈদ শুভেচ্ছা
ঈদ জোকস, সামু পরিবারের সকল ব্লগারদের ঈদ মোবারক।
ঈদ মোবারক!
**ঈদ মোবারক**
ঈদ মোবারক
সামুর সাথে প্রথম ঈদ
ঈদ মোবারক
সামূর সকল বন্ধুদের ঈদ মোবারাক
কিছু ব্য‌তিক্রম অবাক ক‌রে
হন্টন যুদ্ধে জয় করা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক! সবাইকে ঈদ মোবারক!
সামুর সকল মামা,ভাগ্নে ও ভাই,বোন সবাইকে এক যোগে ঈদের শুভেচ্ছা জানাই

ঈদ সমস্যা ও সমাধান বিষয়ক পোস্ট:

শুভ হোক ঈদ যাত্রা।
ঢাকার শিশুদের ইদ বিনোদন
ঈদ মোবারক ও কিছু গুরুত্বপূর্ণ কথা

শিক্ষামূলক:

ঈদের দিনে করনীয় ও বর্জনীয়
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

এলোমেলো ঈদ কথা:

ঈদ ও ঈদে বাড়ি ফেরা বিষয়ক !:#P
উৎসবের আনন্দধারায়
অছে আর বেছেদের আবার ইদ।
ঈদ-নামচা

অজানা তথ্য:

কাল মালয়েশিয়াতে ঈদ
ঈদে ৫৫,০০০ মানুষের সাথে করমর্দন করেছেন মাহাথির!
দেশে দেশে ঈদ পালনের মজার রীতি, ছবিসহ! সামুপাগলার তরফ থেকে ঈদ মোবারক সকল ব্লগীয় দোস্ত, ভাই, বোন কে! :)

স্মৃতিচারণ:

আহা ঈদের চাঁদ......!!!

প্রবাসী ব্লগারের ঈদ:

আমরা প্রবাসীদের ঈদ মানে শুন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট!
আজ প্রবাসে ঈদ করছি কিন্তু আমার জননীকে ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি! :((
প্রবাসীদের ঈদ আনন্দ ও সার্থকতা!
**** ঈদ - সমাচার ****
এলোমেলো ডায়েরি: ঈদ ইন বিদেশ ভার্সেস বাংলাদেশ। দেশীয় ঈদের যে ৬ টি জিনিস প্রবাসে সবচেয়ে মিস করি!

গল্প:

প্রত্যাশা যত কম হবে, পাওয়ার বেদনা ততো কম হবে।

কবিতা:

প্রস্থান
ভয় রে করো জয় ও তবু উঠিবে ঈদের চাঁদ
শান্তি আছে ঠিকই
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা ও ঈদের দিনে
"ঈদের পালকি"
ঈদ
সিয়াম সাধনা ও ঈদ আনন্দ
ঈদ আনন্দে
চাঁদ উঠবে

-----------------------------------------------------------------------------------------------------------------------------


ওপরের পোষ্টগুলোকে ভালো মন্দের বিচারে কোন র‌্যাংকিং করা হয়নি। ব্যাস যে সিরিয়ালে ব্লগে এসেছে সে সিরিয়ালে এখানেও শেয়ার করা হয়েছে। কোন ঈদ পোষ্ট বাদ করে গেলে দয়া করে জানান। পুরোন বাদ পড়ে যাওয়া পোষ্ট এবং নতুন আসা পোষ্টগুলো নিয়ে পোষ্টটি আপডেট হবে।

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: খুব পরিশ্রম করেছেন।

২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: তা একটু পরিশ্রম হয়েছে। হুট করে মনে হলো যে ছুটি শেষে মানুষজন নিজ নিজ কর্মস্থলে আসা শুরু করেছেন। অনেকেই ঈদের সময়ে সেভাবে ব্লগে আসতে পারেননি এবং ঈদের পোষ্টগুলো মিস করেছেন। যেই এই কথাটি মাথায় এলো, ফট করে উঠে সহব্লগারদের জন্যে একটু পরিশ্রম করতে বসে গেলাম! :)

আন্তরিক ধন্যবাদ প্রথম মন্তব্যে।
শুভকামনা!

২| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও ঈদ বিষয়ক একটা লেখা পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু নয়নতারার সাথে খেলা করতে গিয়ে আর লেখা হয়নি। তুমি যে এরকম একটা পোস্ট দিবে, সেটা বুঝতে পারলে অগা বগা ভাষায় কিছু একটা লিখে ঠিকই পোস্ট দিয়ে দিতাম। কী আর করা!

ভালো পোস্ট দিয়েছ। বেশ, বেশ, বেশ (এবার আহা! শব্দটি উহ্য আছে। মনে মনে পড়ে নিও।)

ধন্যবাদ সামু পাগলা০০৭।

২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: অগা বগা ভাষায় কিছু একটা লিখে ঠিকই পোস্ট দিয়ে দিতাম।
হাহাহা! হেনাভাই ইউ আর দ্যা বেস্ট! আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ! পুরো শেষ!

তানিশা যখন ঘুমাবে, তখন আপনি ঈদ নিয়ে একটা পোষ্ট দিয়ে দিয়েন। ঈদের আমেজ তো এখনো কাটেনি! ঈদের আমেজটা আপনার লেখার গুণে আরো উপভোগ্য হয়ে উঠবে!

উহ্য রাখতে হবে? আচ্ছা গুরুজ্বি যা করবেন, আমিও তাই করব!
বেশ, বেশ, বেশ! (আহা উহ্য) :)

মন্তব্যে আন্তরিক ধন্যবাদ হেনাভাই!
শুভকামনা!

৩| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সামু পাগলা আপু

সবগুলো পোষ্ট একসাথে পেয়ে ভাল লাগলো। আপনার এই পোষ্ট দেখে বর্ষণ হোমস ভাইয়ের কথা মনে পড়ে গেল গত মাসে উনি সামুগিরি নিয়ে হাজির হননি,কোথায় যে ডুব দিলেন?

২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম!

আপনাকেও আন্তরিক ধন্যবাদ মন্তব্যে। ভালো লাগায় আনন্দিত হলাম।

সামুগিরি করা কঠিন কাজ! বর্ষণ হোমস সহ যে সকল ব্লগার তেমন পোষ্ট নিয়ে আসতেন তাদেরকে স্যালুট! হয়ত ব্যস্ত কোন কাজে! আশা করি জলদিই আবারো যোগ দেবেন সামু পরিবারে!

শুভকামনা সকল!

৪| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

সিগন্যাস বলেছেন: সবগুলো পোষ্ট আগেই পড়া :P

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১২

সামু পাগলা০০৭ বলেছেন: বাপরে বাপ! আপনি তো ব্লগ নিবেদিত প্রাণ! একটাও ঈদের পোষ্ট মিস করেন নি! অবশ্য আপনি যে ফাস্ট রিডার, আপনার জন্যে ব্লগের কয়েকদিনের পোষ্ট কয়েক মিনিটে পড়ে ফেলা কোন ব্যাপারই না! :)

ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা অজস্র!

৫| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তানিশা যখন ঘুমাবে, তখন আপনি ঈদ নিয়ে একটা পোষ্ট দিয়ে দিয়েন।


তানিশা ওর নানুর বাড়ি চলে গেছে। আমার মন খুব খারাপ।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে হেনাভাই! আপনার অবস্থা বুঝি। আমি যখন ঈদ করে নানা দাদার বাড়ি থেকে চলে যেতাম নিজেদের বাড়ি, তাদের মুখটা এত শুকিয়ে যেত! কষ্ট লাগত খুব! আপনি তো লাকি, বেশিরভাগ সময়েই তানিশা আপনার পাশে পাশে থাকে।

এত মন খারাপ করবেন না। ও জলদিই চলে আসবে। আপনি বাড়ির অন্যসবার সাথে সময় কাটান। ব্লগে সময় দিন। দেখবেন জলদিই মুহূর্তগুলো কেটে যাবে, আর তানিশা চলে আসবে আপনার কোলে! :)

৬| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদের ছুঁটিতে কোথায় একটু আরাম আয়েশ করবেন তা না করে এত কষ্টের কাজ করলেন না আপু এত্তা ঠিক করেননি ।
দুলা ভাই আর ভাগ্না ভাগ্নিকে আমাদের সকলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিয়েন।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: বেশি কষ্টের কাজ না রে। আর এমন একটি পোষ্ট ঈদের সময়ে ব্লগে লাগেই। কাউকে না কাউকে তো করতেই হতো! যেসব ব্লগার ঈদের পোষ্ট মিস করেছেন, তারা আর লস্ট ফিল করবেন না।

জ্বিইইই? কো কো কোন দুলাভাই? আর ভাগ্না ভাগ্নি!? আপনি যদি কোনভাবে আমার হাসব্যান্ড এবং বাচ্চা কাচ্চার কথা মিন করে থাকেন তবে বলব, আপনার দুলাভাইয়ের সাথে আমার এখনো পরিচয় হয়নি! :) আর আপনি ভাগ্না ভাগ্নিও উপস্থিত করে ফেললেন! হাহাহা। আজ থেকে বেশ অনেক বছর পরে যখন আপনার দুলাভাইয়ের সাথে আমার পরিচয় হবে, আপনার ভাগ্না অথবা ভাগ্নির জন্ম হবে তখন তাদেরকে আপনার শুভেচ্ছা অবশ্যই পৌঁছে দেব। :)

আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম। কত সুইট করে কথা বলেন বা লেখেন! ধন্যবাদ মন্তব্যে।

ঈদের শুভেচ্ছা রইল আপনার এবং আপনার পরিবারের সবার জন্যে।

৭| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

লাবণ্য ২ বলেছেন: দারুন একটা পোস্ট দিলেন আপু।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস এ লট লাবণ্য আপু! আনন্দিত হলাম মন্তব্যে।
ভীষন ভালো থাকবেন।

৮| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট । আমার দু্ইটি কবিতা আছে ।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি, আপনার লেখা ঈদ বিষয়ক পোষ্টগুলো আছে লিস্টে।

আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা অফুরান!

৯| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১

কামরুননাহার কলি বলেছেন: দারুন একটি পোস্ট । ইস এই চাঞ্জটা হারালাম।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: কলি আপু, অনেক ধন্যবাদ আপনাকে!

কি চ্যান্স হারিয়েছেন আপু?

১০| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক সুন্দর একটি কাজ করেছেন আপু।

এক সাথে ঈদ বিষয়ক সব লেখা। যেটা মন চায় সেটা পড়। আহ! কি আনন্দ।

ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি এটাই উদ্দেশ্য ছিল। সবাই নিজ নিজ সুবিধা ও পছন্দ অনুযায়ী ঈদ পোষ্টগুলোতে চোখ বুলিয়ে নিতে পারবে।

মন্তব্যে আনন্দিত করেছেন। ধন্যবাদ।
ভীষন ভালো থাকুন।

১১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১

স্রাঞ্জি সে বলেছেন: এত আইডিয়া আসে কিভাবে???
অক্লান্ত পরিশ্রম। কৃতজ্ঞতা প্রকাশ।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি আসলে আমার মাথায় প্রচুর বুদ্ধি, আইডিয়া গিজগিজ করে! হাহা জাস্ট কিডিং। ব্লগে সবার পোষ্ট পড়তে পড়তে কন্টেন্ট ক্রিয়েটের ব্যাপারে অনেককিছু শেখা যায়।

অতোটাও অক্লান্ত পরিশ্রম ছিলনা, একটু সময়সাধ্য ছিল ব্যাস। এরচেয়েও বেশি পরিশ্রম সেসব পোষ্টে থাকে যেখানে প্রতিটি লাইন নিজের হাতে লেখা থাকে। কতশত ভাবনা খেলতে থাকে মনে!

অশেষ ধন্যবাদ। আপনাকেও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।

শুভেচ্ছা!

১২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪

কামরুননাহার কলি বলেছেন: ঐ যে খুজে খুজে সবার নাম বের করলেন তাদের লেখা পোষ্টগুলোর লিংক দিলেন। কিন্তু আমারটা আসলো না আপি :``>> :``>> :``>>

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! এক কাজ করুন আপু, ঈদ আমেজ থাকতে থাকতে আপনি একটি ঈদ বিষয়ক পোষ্ট লিখে ফেলুন। তখন পোষ্ট এডিট করে সেটি দিয়ে দেব। :)

১৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

রাকিব আর পি এম সি বলেছেন: প্রয়োজনীয় একটি পোস্ট। অশেষ কৃতজ্ঞতা জানাই।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: কারো প্রয়োজনে লাগলেই পোষ্টটি সার্থক।

অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

১৪| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: অসাধারন একটি কাজ করেছেন আপু :-B প্রশংসনীয় কাজ। আমার লেখা টা ও লিস্ট আছে :D

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস এ লট কথা আপু!

হ্যাঁ অবশ্যই আছে! ঈদ নিয়ে আপনার সেই লেখাটি আমার খুব ভালো লেগেছিল।
অনেক ভালো থাকুন সদা সর্বদা!

১৫| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০

নতুন নকিব বলেছেন:



সুন্দর প্রচেষ্টায় অভিনন্দন। সবগুলো পোস্ট একত্রিত করা অনেক শ্রমসাধ্য। ইস! আমার হেই! কত যে তার ধৈর্য্য! কত যে তিনি গুনী! শুধু মুগ্ধতাই!

মজা করলুম একটু। তবে, মিথ্যে নয়, যা বলেছি সত্য। অনেক শুভকামনা।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই!

বাপরে বাপ! এত এত প্রশংসা! সকাল সকাল ব্লগে এসে মনটাই ভালো হয়ে গেল! হাহা। থ্যাংকস এ লট!
আপনার জন্যেও থাকল অনেক শুভকামনা!

১৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার খুব বিষন্নতা লাগছে। আমি একটি পোষ্ট করেছিলাম, তবে ঈদ উল্লেখ করিনি। তখন যদি জানতাম যে সামু পাগলা আপুর চমক আছে, তাহলে এখন কি আর আমার এই দশা হত? যাক পরের ঈদে এখন থেকে বুকিং করছি।


অনেক পরিশ্রম হয়েছে । এবার সম্পূর্ণ বিশ্রাম নিন। শুভ কামনা জানবেন।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ পরের ঈদের জন্যে বুকিং করার কি আছে? আপনার ঈদ বিষয়ক কোন পোষ্ট থাকলে আমাকে লিংক দিন। আমি পোষ্টে এড করে দেব।

আন্তরিকতায় মুগ্ধ হলাম।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা জানবেন আপনিও!

১৭| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭

সনেট কবি বলেছেন: এক মুঠো নয় এক্কেবারে এক জূড়ি পোষ্ট। যে যেটা পড়তে চায় পড়তে পারে। দারুণ প্রচেষ্টার জন্য একরাশ শুভেচ্ছা।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: একদম তাই! সবাই নিজ নিজ ইচ্ছে ও পছন্দমতো ঈদ পোষ্টগুলো বেছে নিয়ে পড়তে পারবেন।

আপনাকেও সুন্দর মন্তব্যে ধন্যবাদ। উৎসাহিত হলাম।
ভীষন ভালো থাকুন।

১৮| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: এতো এক বিশ্বকোষ সংকলন করেছেন ! কিছু লেখা পড়া হলো ! নিশ্চই আরো কিছু পড়া হবে ! বিশ্বকোষ সংকলনকারীনিকে ইনসেইন রকমের ধন্যবাদ বিশ্বকর্মার কাজ করে আমাদের ঈদ লেখাগুলো পড়ার সুযোগ সহজ করে দেবার জন্য ।

২১ শে জুন, ২০১৮ রাত ১২:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: বাব্বাহ! কঠিন শব্দের প্রয়োগে জটিল কমেন্ট! ভীষনভাবে অনুপ্রাণিত ও মুগ্ধ হলাম একটু অন্যরকম মন্তব্যে।
আন্তরিক ধন্যবাদ জানাই।

শুভকামনা সকল!

১৯| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: সামু আফা ঈদ মোবারক। ঈদে বেশ ব্যস্ত আছিলাম। তাই ব্লগে ঘুরে যাওয়ার সুযোগ। পাইনি।
পরিশ্রমী পোস্টের জন্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি জানি, আড্ডাঘরেও বলেছিলেন যে আপনি অনেক ব্যস্ত। আর ঈদের তো আলাদা একটা ব্যস্ততা থাকেই।

ঈদ মোবারক জানানোর জন্যে থ্যাংকস। আপনাকেও ঈদের আন্তরিক শুভেচ্ছা!

মোস্ট ওয়েলকাম, এবং মন্তব্যে আপনাকেও ধন্যবাদ।

২০| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংকলনের মজাই আলাদা! হোক প্রিন্ট বা ভার্চুয়াল :)

ঈদ সমগ্রের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা - - -
হুম ! ঈদ ফেরতা মিসিং ব্লগারদের জন্য অল ইন ওয়ানের কাজ দেবে :)
হু হু সখি বলে কথা! সবসময় সৃষ্টিশীলতায় নিত্য নতুনত্বের সন্ধানে
হাসুমামার উত্তরে তোতলানোটা অসাম ;) হা হা হা

ঈদ সংকলনের জন্য আবারো একরাশ শুভেচ্ছা :)
শুভকামনা অন্তহীন

২১ শে জুন, ২০১৮ রাত ১২:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা! পোষ্টে পেয়ে ভালো লাগল।

একদম! যেসব ব্লগারেরা ঈদে সামুতে আসতে পারেন না, তাদের জন্যেই এই পোষ্টটি দেওয়া।

হু হু সখি বলে কথা! সবসময় সৃষ্টিশীলতায় নিত্য নতুনত্বের সন্ধানে
হুমম, সখা বলে কথা, সবসময় সখির প্রশংসার নতুনসব পথ সন্ধানে মেতে থাকে! :)

ওটা আমার একচুয়াল রিএকশন ছিল, জোক না! আই ওয়াজ লাইক, হো আ আ ট? দুলাভাই, ভাগ্না, ভাগ্নি! আমি জানলাম না আর এতসব হয়ে গেল? হাহাহা।

পাঠ ও সুন্দর মন্তব্যে আনন্দিত হলাম।
ভীষন ভালো থাকুন।

২১| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবকয়টি পোস্ট একসাথে করে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সবসময়।

২১ শে জুন, ২০১৮ রাত ১২:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: সুজন ভাই!

মোস্ট ওয়েলকাম! আপনাকেও ধন্যবাদ মন্তব্যে।
সকল শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের জন্যে।

২২| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:২৫

মৌরি হক দোলা বলেছেন: কি মনে করে যে, সেদিন পোস্টটা দিয়েছিলাম! :) ভাগ্যিস, মনটা খারাপ ছিল :P
নইলে সামু পাগলা আপুর সংকলনে আমার পোস্টটা থাকত না :D
হা..হা...

ইচ্ছে থাকলে অনেক কষ্টসাধ্য কাজও করা যায়.....আপনার ইচ্ছে ও আন্তরিকতা ছিল বলেই এই সুন্দর সংকলনটি করেছেন, আপু।
শুভেচ্ছা :)

২১ শে জুন, ২০১৮ রাত ১:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে! আমার বোনটার মন খারাপ ছিল! যাই হোক, লিখতে লিখতে মন খারাপ ভাব দূর হয়েছিল আশা করি।

সুন্দর মন্তব্যের জন্যে থ্যাংকস এ লট মৌরি! খুব ভালো লাগল।
দোয়া করি, সবসময় প্রফুল্ল মনে থেকো।

২৩| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

শামচুল হক বলেছেন: ঈদের শুভেচ্ছা

২১ শে জুন, ২০১৮ রাত ১:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ঈদের শুভেচ্ছা জানিয়ে যাবার জন্যে। আপনাকেও ঈদ মোবারক জানাই।

২৪| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯

কিশোর মাইনু বলেছেন: এই প্রথম অন্য কারো ব্লগে আমার নাম বা কোন পোস্ট পেলাম।হোক না সংকলন।
Feeling Something...

Thnks আপু

২১ শে জুন, ২০১৮ রাত ১:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগ জার্নিতে নিত্যদিন নতুন সব প্রাপ্তি খাতায় যোগ হতেই থাকবে।

মোস্ট ওয়েলকাম!
আপনি এবং আপনার মতো অনেকে ঈদ নিয়ে কিছু লিখেছিলেন বলেই এই পোষ্টটি ভারী হলো। আপনাদের সবাইকেও থ্যাংকস এ লট।

কৃতজ্ঞতা মন্তব্যে।
শুভকামনা সকল!

২৫| ২১ শে জুন, ২০১৮ রাত ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: ঈদের ছুটি’তে অনেক লেখা’ই মিস হয়ে গেছে।
চমৎকার সংগ্রহ!!!
পড়ে ফেলব সব :)

২১ শে জুন, ২০১৮ রাত ১:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: তাহলে আশা করছি পোস্টটি আপনার কাজে লাগবে মনিরা আপু।

মন্তব্যে আনন্দিত হলাম। অশেষ ধন্যবাদ!
শুভেচ্ছা অজস্র!

২৬| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৫

জাহিদ অনিক বলেছেন: আর আ আ আমি যে ঈদের ছুটিতে বাড়ি যাওয়া নিয়ে গাড়িতে বসে বসে একটা কবিতা লিখে ব্লগে দিলাম, সেইটা কই !
আমার লগে তোমার কিসের শত্রুতা গো !!!!!!!!


আমি খেলুম না

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: ঐ ছ্যামড়া তোতলানো বন্ধ! ;)

আমার তরফ থেকে তো কোন শত্রুতা নেই, আমি বন্ধু ভাবি। তবে তোমার তরফ থেকে কিসের শত্রুতা সেটা বল? ঈদে বাড়ি যাওয়া নিয়ে কবিতা লিখেছ, সেখানে ঈদ শব্দটি নেই, ছবি সিগারেটের, আর কেমন যেন প্রেম প্রেম ভাব! আমি বাবা এসব বুঝিনা! আমন্ত্রণ-বিরহ-প্রেম-নিয়তি ঘটিত কিছু ভেবেছিলাম। বোকামতী তো, তাই এই অবস্থা! তুমি পরিষ্কার করে লিখতে পারো না?

এখন পোষ্টে আছে কবিতাটি। অনেক ধন্যবাদ বলার জন্যে।

কিন্তু আমি খেলব! :)

২৭| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:

আমার তো কোন শত্রুতা নাই। আমি সবার বন্ধু।

একচুয়ালি কবিতাটা ঈদে বাড়ি যাওয়া নিয়ে নয়; তাই ঈদ ও ঈদ সম্পর্কিত শব্দগুলো নেই। কবিতাটা হচ্ছে, যাওয়া নিয়ে। ধরো তুমি তোমার পরিচিত কোন কিছু ছেড়ে চলে যাচ্ছ। সেই কথাগুলো, সেই অনুভূতিগুলো নিয়ে। যাক গে, সেসব তুমি বুঝবে না ;)

আমি বাবা এসব বুঝিনা! আমন্ত্রণ-বিরহ-প্রেম-নিয়তি ঘটিত কিছু ভেবেছিলাম।

আমি মজা করেই বলেছিলাম, এই কবিতা এই সংকলনে ঠাই না দেয়াই বরং শ্রেয়; এই কবিতায় ঈদের ছিটেফোটাও নাই। কাটো আবার কাটো ! :-P

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: তার মানে আমি প্রথমে ঠিকই বুঝেছিলাম! হুমম!

আমি তো কবেই পরিচিত সবকিছু ছেড়েছি!

যাই হোক, তুমি যে "কোনকিছু" না "কোনকেউ" এর কথা মিন করছ সেটা ঠিক করে বলো! :D

কাটব না, থাকুক। সেই কবিতাটিকে অনেকেই ঈদে বাড়ি যাবার কবিতা মনে করেছেন। আর তুমি যাওয়া এবং তার কারণে আপনজনটির কাছ থেকে দূরে হওয়া নিয়ে কিছু লিখতে চেয়েছিলে। আবোলতাবোল, অগোছালো অনুভূতিগুলো থাকুক না! ঈদের সময়ে এমন অনুভূতি তো অনেকেরই হয়!
আর এমনিও এতগুলো মানুষের মধ্যে একটা বান্দরের পোস্ট থাকলে পোস্টটি আরো বেশি বৈচিত্রপূর্ণ হবে! ;)

২৮| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরিশ্রম সাধ্য পোস্ট।






ভালো থাকুন নিরন্তর।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই মন্তব্যে।
আপনিও ভালো থাকুন সদা সর্বদা!

২৯| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩

নাজিম সৌরভ বলেছেন: ধন্যবাদ, আমরা যারা ছুটিতে গিয়ে ব্লগ মিস করেছি তারা একসাথে সব পেয়ে গেলাম ।

২২ শে জুন, ২০১৮ ভোর ৫:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম! আশা করি পোস্টটির সাহায্যে সব ঈদ পোস্ট পড়া হয়ে যাবে।

মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা!

৩০| ২২ শে জুন, ২০১৮ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি! তোমার মনে হয় ছুটি চলছে? অথচ আমি ব্লগে বসার পর্যন্ত সময় পাচ্ছি না। তুমি ঠিকই গবেষণা করে কত দরকারী একটি পোস্ট দিয়েছ। ঈদের আরো দুটি পোস্ট দিতে চেয়েছিলাম। সময়ের অভাবে কলম ( মানে কি বোর্ড) ধরতে পারিনি।

২২ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি সাজ্জাদ ভাইয়া, ঠিক ধরেছেন, ছুটি চলছে বলেই ব্লগে আছি।
আহারে! খুব ব্যস্ত আছেন বুঝতেই পারছি। আশা করি ব্যস্ততাময় সময়গুলোও আনন্দের সাথে জলদি কাটিয়ে যাবেন।

ওহ! অসুবিধা নেই, এবারের ঈদ নিয়ে কয়েকটি পোস্ট তো দিয়েছেন, কোরবানীর ঈদে মনখুলে আরো বেশি করে লিখে ফেলবেন।

ঠিক বলেছেন তো! ব্লগারদের কিবোর্ডই কলম!

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ভাইয়া।

৩১| ২২ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

সোহানী বলেছেন: চমৎকার উদ্যোগ। অবশ্যই পড়বো সময় করে।

২২ শে জুন, ২০১৮ রাত ৮:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সোহানী আপু!

থ্যাংকস এ লট মন্তব্যের জন্যে। আশা করি সময়, সুযোগ হলে পড়ে ফেলবেন কিছু ভালো ঈদ পোস্ট!
শুভেচ্ছা জানবেন!

৩২| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

দীপঙ্কর বেরা বলেছেন: এক ছাদের তলায় সব। ভাল লাগল উদ্যোগ।

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ ভালো বললেন তো! এক ছাদের তলায় সব।

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।
শুভেচ্ছা।

৩৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন: ঈদের শুভেচ্ছা সামু আপা!

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২২

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ। অনেক লেইটে হলেও, আপনাকেও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই! :)

৩৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সবগুলো লেখা সময় করে পড়তে হবে । কষ্টসাধ্য পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সামু পাগলা ভাই বা বোন।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমি বোন।

জ্বি একদম, সময় করে ভালো ভালো ঈদ পোস্টগুলো পড়ে ফেলবেন।

ওয়েলকাম, আন্তরিক ধন্যবাদ আপনাকেও মন্তব্যে।
শুভকামনা!

৩৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: হাহাহা সমস্যা একটাই আপা আজকাল মেয়েরা সবাই লেডী থেকে জিন্স হয়ে যাচ্ছে। :)

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০০

সামু পাগলা০০৭ বলেছেন: জেন্টসরা জেল দেওয়া লম্বা চুল, কানে দুল, নাকে ফুল দিচ্ছে তো, তাই লেডিরা ব্যালেন্স করার চেষ্টা করছে! হাহাহা!

আমার লেটেস্ট ৬ বছর পূর্তি পোস্টে আমার নামের ইতিহাস লেখা আছে , কৌতুহল থাকলে পড়ে নিয়েন।

ধন্যবাদ মজার মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.