নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামুর বর্তমান পরিস্থিতিতে ব্লগারদের প্রকারভেদ (সামুপাগলার ফান ফটো ব্লগ)! আপনি কোন শ্রেনীতে পড়েন? ;)

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

সামুতে সব ব্লগারেরই নিজস্ব স্টাইল রয়েছে। সেটা পোস্ট লেখার ক্ষেত্রেই হোক বা মন্তব্য প্রতিমন্তব্যে। স্বাভাবিকভাবেই সামুর দিকে হুট করে ধেয়ে আসা কালো মেঘটিকেও একেক ব্লগার একেক ভাবে দেখছেন। বলা হয়ে থাকে কঠিন সময়েই মানুষের আসল রূপ বেড়িয়ে আসে - শান্ত মানুষ অশান্ত, সৎ মানুষ অসৎ হয়ে যায়। তো দেখা যাক পরিচিত ব্লগারদের কোন কোন অপরিচিত রূপগুলো দিনদিন প্রকাশিত হচ্ছে!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

প্রতিবাদী ব্লগার: এই ব্লগারেরা বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জের মতো নিয়েছেন। সামুর সাথে অন্যায় হচ্ছে সেই বিশ্বাসে ব্লগের বর্তমান সমস্যাগুলো নিয়ে নানা প্রতিবাদী পোস্ট লিখে শ্রদ্ধেয় বিদ্রোহী কবির মতো বিদ্রোহী ব্লগার হবার পথে রয়েছেন। :D



মাটি কামড়ানো ব্লগার: জ্বিইইই যাই হোক আর তাই হোক সামুকে তো ঝিমিয়ে যেতে দেওয়া যাবেনা। এই চিন্তায় এনারা সারাক্ষন লগডইন থাকার, মন্তব্য প্রতিমন্তব্য এবং পোস্ট লিখে ব্লগকে প্রাণবন্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। এক কথায় সামুর মাটি কামড়ে পড়ে আছেন সকল প্রতিকূলতাকে ছাপিয়ে। :)



অসহায় ব্লগার: এনারাও ব্লগে মাটি কামড়ে পড়ে থাকতে চাচ্ছেন, প্রতিবাদ করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে সামুতে বিকল্প পথ অবলম্বন করে ঢোকা যায় তা বুঝতে পারছেন না। সেসব উপায় ব্লগের নানা পোস্টে রয়েছে কিন্তু ব্লগে ঢুকতে না পারায় স্বাভাবিকভাবেই জানতেও পারছেন না। বারবার ব্লগের পেইজ রিফ্রেশ করে হতাশ ও অস্থির হচ্ছেন। কোন ব্লগারের সাথে ফোন, ফেসবুক, ইমেইলে যোগাযোগ না রাখায় এখন তারা পুরোপুরি ডিট্যাচড হয়ে আছেন সামু থেকে!



দেবদাশ ব্লগার: সামু হচ্ছে এদের পার্বতী। সামু বন্ধ হয়ে যাবে এই ভয় ও আশংকায় ওনাদের ভেতরটা ক্রমে ক্রমে কেঁদে উঠছে। সেজন্যে বিরহ যাতনায় পোস্ট লিখছেন নিজেদের অন্তরজ্বালা বয়ান করে। আহারে...... :P



"ডোন্ট কেয়ার" ব্লগার: সবচেয়ে মজাতে বোধহয় এনারাই আছেন। সামুর বর্তমান অবস্থা নিয়ে খুব একটা দুঃশ্চিন্তা নেই। ব্লগ ছেড়ে চলেও যাননি। সামু স্বাভাবিক থাকলে যেভাবে পোস্ট লিখতেন, সেভাবেই পোস্ট লিখছেন। সামুতে সময় কাটাচ্ছেন। দিন দুনিয়া নিয়ে খুব বিচলিত নন এনারা। নিজের ছোট্ট দুনিয়ায় খুব খুশি!



ভীতু: ইহাদের ব্লগার নাই বলি। ভীতু আর ব্লগার দুটো শব্দ পাশাপাশি যায়না। ওনারা খুব ভালো করেই জানেন যে ওনাদের প্রাণবন্ত উপস্থিতি সামুর খুব দরকার। লগইন করার পদ্ধতিও জানেন। কিন্তু নানান রকম ভয়ে এপথ মাড়াচ্ছেন না। মুখে কুলুপ এঁটে বসে আছেন। সামু যখন পুরোপুরি আগের মতো হয়ে যাবে, তখন এই অপ্রকৃত বন্ধুরা কি করেন তাই দেখার বিষয়! X(



-----------------------------------------------------------------------------------------------------------------------------

মন্তব্যে শেয়ার করে ফেলুন আপনি কোন প্রকার? হুট করে আসা ঝড়ের মধ্যে সামুর কর্তৃপক্ষ এবং ব্লগারেরা যে একতা, ধৈর্য্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেটাই সামুর শক্তি। এই শক্তি সকল শক্তিকে হারিয়ে সামুকে বাঁচিয়ে রাখবে এই বিশ্বাসে পোস্ট শেষ করছি।

মন্তব্য ৭৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বরাবররে মতওই অসাধারন রম্য :)

অবশ্যই প্রথম দুইটাতে আছি! কি আছি না?
অবশ্য ২য় তরিকাতে সখির পোষ্ট দেখেই অনুপ্রানীত হয়ে যুক্ত হয়েছি :)

ছবি গুলো অসাম!! এক্কবারে খাপে খাপ যারে বলে আরকি :)

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা! কেমন আছেন? আশা করি অসাম!

তা আর বলতে? আপনি তো সব পরিস্থিতিতেই সাহসী ও বিদ্রোহী! :)

বাচ্চাগুলো অসাম, তাই তাদের ছবিগুলোও অসাম। ওদের ঐটুকু মনে কি চলে যার জন্যে এত রকমের এক্সপ্রেশন দেয়? খুব জানতে ইচ্ছে করে!

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে একি কান্ড!!!

এক্কেবারে ফাস্টো হইয়া গেলাম!!! :-/

অহ বুঝছি। ওই গপ্পের মতোন হইছে-

বাবা ছাত্রকে জিজ্ঞাসা করে - তোর রোল রাম্বার কত?
ছেলে: বাবা দুই।
বাবা: ছাত্র কয় জন?
ছেলে: ক্যারে জানোনা, আমি আর ভাইয়ে!! :-/ :-B =p~ =p~

সামুরিয়ান কমে গ্যাছে! তাই ফাস্টু হইছি :((

হা হা হা
যাউকগা, হইছিতো, এইডাই বড় কথা ;)

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই কি কান্ড! সাধারণত লাস্টের দিকে থাকা ছাত্রটি আজ একবারে ফার্স্ট ও সেকেন্ড পজিশনে! নাহ নাহ, নিশ্চই কোন ঝামেলা আছে, চিটিং করেছেন নিশ্চই। হাহা।

হুমম দুঃখজনক একটি পরিস্থিতির মধ্যে আছি সবাই।
সামুরিয়ানদের ফেরাতেই হবে। আপনি ফেসবুকে পরিচিতদের সাথে বিকল্প পদ্ধতিগুলো শেয়ার করুন। যারা আসতে পারছি, তাদেরকে আরো লোককে টেনে টেনে আনতে হবে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

পুলক ঢালী বলেছেন: আমি যে কোন ক্যাটাগরিতে পড়ি ভাবছি । :( ভাবার ইমো কোন্টা একটু চিনিয়ে দাও তো !!
মজার পোষ্ট :D

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই পুলস বেরাদার, পোস্টে পেয়ে খুশি হলাম।

আমি নিজেই ইমো বুঝিনা আবার আমাকে চেনাতে বলছেন, এটা মনে হয়: 8-|

থ্যাংকু!

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি কোন ক্যাটাগরির ব্লগার একটু বলে দিন না। আমার মনে হয় আমি ভিতুও নয় প্রতিবাদি ও নয়। লগডইন করেতো আছিই।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সুজন ভাই!

হুমম বর্ণনা পড়ে মনে হচ্ছে আপনি মাটি কামড়ানো ব্লগার। :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: বাহ! বাহ! বাহ!

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: আমি কোন শ্রেণীভুক্ত ব্লগার, সেটা বলার আগে আমি বলে নেই, আপনাকে আমি প্রথম শ্রেণীভুক্ত দলেই রাখতে ও দেখতে চাই। :)

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে আমার পোস্টে পেয়ে ভীষন আনন্দিত বোধ করছি।

রাখতে ও দেখতে চাই কথাটি ভীষন সুন্দর ও মিষ্টি লাগল। আমি চাই সকল ব্লগারই সেই রূপে অথবা মাটি কামড়ানো গ্রুপে অন্তত থাকুক। ভীতুদের দল যেন ভারী নাহয়।

ধন্যবাদ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৭

মুক্তা নীল বলেছেন:
ব্লগের আনন্দময়ী মেয়ে আপনি নিঃসন্দেহে। কতোটা ভালোলাগা ও পছন্দের জায়গা আমাদের এই সামুকে নিয়ে,আপনার এই পোস্টের জন্য ধন্যবাদ ও মুগ্ধতা জানাচ্ছি। আন্তরিক ভালোবাসা রইলো আপনার জন্যে আমার পক্ষ থেকে।
ব্লগকে ভালোবাসি,ভালোবাসি আর ভালোবাসবো!!!
মজার পোস্ট।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: আনন্দময়ী মেয়ে! হাহা বেশ মজার একটি তকমা দিলেন। :)

আমার তরফ থেকেও ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।

ব্লগকে ভালোবাসি,ভালোবাসি আর ভালোবাসবো!!!

৮| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা....রম্য পোস্টে ব্যাপক মজা পেলাম। কিছু সমস্যা হয়েছে আমি নিজেই যে ঘর হারিয়ে ফেলেছি। প্লিজ বলে দিন এখানে আমার বাসা কোনটা? অন্যথায় পুলিশের হেল্প নিয়ে নিজের বাসা খুঁজে নিতে হবে হাহাহা..

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ। আপনি মজা পেয়েছেন জেনে ভালো লাগছে।

ওমা তাই? নিজের ঘরের ঠিকানা নিজেই ভুলে গেলেন? কিভাবে?

৯| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

সাহিনুর বলেছেন: কিছু ব্লগার দেখছি এটাকে মজার ছলেই নিয়ে মজার মজার মন্তব্য করছে ।
আমার কাছে এটা বর্তমান অবস্থা ফুটে উটার সাথে সাথে এক বিপদ মনে হচ্ছে । আপনাকে ধন্যবাদ এই ভাবে বিপদ সংকেত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ।
আর আমাদের সামুর বাইরেও যোগাযোগ এর রাস্তা খুলে রাখা উচিত সামুকে নিয়ে প্রতিবাদ করার জন্য । সোশ্যাল মিডিয়া তে আমি আপনাদের সবার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা এবং আগ্রহ প্রকাশ করছি ।
আমরা সবাই মিলে প্রতিবাদ এবং প্রচার করবো সোশ্যাল মিডিয়া তে ,,,
আমার লিংক -https://www.facebook.com/sanu.son.3

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি এই পোস্টের মূল বক্তব্য এবং উদ্দেশ্য একদম ঠিক ধরেছেন। বাচ্চাদের সরলতাকে ব্যবহার করে কিছু কিছু সিরিয়াস বিষয়কে সবার সামনে আনার চেষ্টা করেছি।

আমার মনে হয় অন্য ব্লগারেরাও সেটা বুঝেছেন। কিন্তু সামুর এই মন খারাপ সময়ে সিরিয়াস কোন কথা হয়ত বলতে চাননি। আর যারা বোঝেননি তাদেরও দোষ দেইনা। আমি সারাক্ষন হাহা হিহি মোডে থাকি। আমাকে কেউ সিরিয়াসলি নাও নিতে পারে।

যাই হোক আপনার মন্তব্যটিতে মুগ্ধ হয়েছি পাঠক। আমার তো ফেসবুক একাউন্ট নেই, তবে আশা করছি অন্যান্য ব্লগার আপনার আহবানে সাড়া দেবে। সত্যিই অন্যকোথাও সবার কানেক্টেড থাকাটা জরুরি।

ধন্যবাদ মূল্যবান মন্তব্যে।
শুভেচ্ছা।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি হলাম মাটি কামড়ানো ব্লগার। কচ্ছপের মতো। একবার যখন কামড়ে ধরেছি, তখন আর ছাড়াছাড়ি নাই। আমার আইএসপি থেকে যখন ঢুকতে পারছিলাম না, তখন একজন ব্লগারকে ফোন দিয়ে সমাধান চাইলাম। সে খুব আনন্দের সাথে একটা দুই নম্বরী পথ বাতলে দিল। একটা নতুন ব্রাউজার ডাউনলোড করে ভিপিএন দিয়ে সুড়ুত করে ঢুকে পড়লাম। এদিকে আবার সামু ছবি পোস্ট করা বন্ধ করে দিল। সেখানেও একজন ব্লগারের পরামর্শে দুই নম্বরী করে ফকফকা ছবি পোস্ট করা শুরু করে দিলাম।

দুই নম্বরী করার মধ্যে যে এত আনন্দ আছে আগে ঝানতাম না। তাই বলছি, প্রয়োজনে তিন নম্বরীও প্রয়োগ করবো, তবু সামুকে ছাড়বো না। হে হে হে।

ধন্যবাদ সামু পাগলা০০৭।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই হেনাভাই!

আপনি সত্যিকারের হিরো। সকল সমস্যার সমাধান করে একদম পূর্বের মতোই ব্লগিং করে যাচ্ছেন পুরোটা সময়। আপনারাই হচ্ছেন রিয়েল ব্লগার।

দেইখেন আবার বুড়িভাবীর জায়গাতেও দুই নম্বর কারো কথা মাথায় না আসে। :P

মোস্ট ওয়েলকাম হেনাভাই!

১১| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচের দুই ক্যাটাগরি ছাড়া বাকি সবগুলো ক্যাটাগরি মূলত একটা প্রধান ক্যাটাগরির সাব-ক্যাটাগরি। এরা সবাই সামুর ভালো চান।

সামু আবার আগের অবস্থায় ফিরে যাক, সেই আশা ব্যক্ত করছি।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: সেটাই, ধরণ ও প্রকাশভঙ্গি আলাদা হলেও বেশিরভাগ ব্লগারের মনেই সামুর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ আছে। কিন্তু সাম্প্রতিক ব্লগার অংশে কম ব্লগার দেখে মনে হয় যে ভীতুদের সংখ্যাও নেহাত কম নয়!

একই আশা আমারো।

ধন্যবাদ!

১২| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫

হাবিব বলেছেন: সেরাম রম্য..........

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: সেরাম! তো কিরাম হেইডি খুইলে কইবেন নে?

হাহা, ধন্যবাদ।
শুভেচ্ছা।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯

আরোগ্য বলেছেন: মুইবি কইলাম একখান ফরতিবাদি পোস্ট দিছিলুম।

তারপর ভুয়া ভাইয়ের পরামর্শে মাটি কামড়াইয়া আটকাইয়া আছি.

আশা করি সামুতে ঈদের চান শীঘ্রই উঠবে।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনে তো সব ভালা কামই করচেন মিয়াবাই! জুড়ে তালি মারো রে সবতে। :D

আমারো একই আশা। সব ব্লগার বিকল্প পদ্ধতিতে নয়, আগের মতোই ব্লগে আসার সুযোগ ফিরে পাবে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি কোনডায় পড়ো B:-)

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: কোনডায় পড়ি? আমি তো পড়াহোনার মইধ্যে থাহিনা। যেহানেই নেতাপড়া সেহানে আমি নাইক্কা! ;) :D

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগার ও ব্লগিং সম্পর্কে মনে হয় সঠিক মুল্যায়ন করেছেন ।
যে ভাবেই হোক সামু আবার পুর্বাবস্থায় ফিরে যাক সে কামনাই থাকল ।
আল্লার রহমতে নীজ ব্লগে ছবি পোষ্টইতে এখনো কোন সমস্যা হচ্ছেনা, কোন দুই নম্বরি করা লাগছেনা , অন্য কারো পোষ্টে মন্তব্যেরে ঘরে সহজ সরল পথে করা যায় কিনা তা এখানে পরিক্ষা করে দেখব , মন্তব্য প্রকাশ করে ফেললে ফলাফল সংশোধনের কোন উপায় আমার থাকবেনা । যে রকমই হোক না কেন মেনে আমায় নিতেই হবে । দৃস্টি কটু দেখালে সংশোধনের সুযোগ দেয়ার মালিক মুল পোষ্ট দাতার । আশা করি সে সুযোগ পোষ্টের মালিকের কাছ হতে পাব ।

শুভেচ্ছা রইল

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ।

আমারো একই আশা ও কামনা।

জ্বি জ্বি কোন সমস্যা নেই। আপনি ইচ্ছেমতো আমার পোস্টে মন্তব্য করে সুযোগ সুবিধাগুলো ট্রাই করে দেখতে পারেন। আপনি বললেই আমি আপনার যেকোন মন্তব্য মুছে দেব। কোন সমস্যা নেই।

ভালো থাকুন।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:০০

বলেছেন: ২ নাং আছি!!

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: হুমমম! মাটি কামড়াতে কামড়াতে খেয়ে ফেলেন না আবার। ;)

অফটপিক: আপনার প্রোফাইল পিকের কথাগুলো অনেক সুন্দর!

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২২

নীলপরি বলেছেন: উপস্থাপণা ভালো লাগলো ।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ পরি আপু!

ভালো থাকুন সবসময়।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি যে কোন প্রকা‌রে প‌ড়ি বিধাতাই জা‌নেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: সাজ্জাদ ভাইয়া, একটু ভেবেই দেখুন। নিজে নিজেই বের করে ফেলতে পারবেন নিজের প্রকার! :)

শুভকামনা সকল!

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ!

ভালো থাকুন।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২০

সামু পাগলা০০৭ বলেছেন: আবারো আসার জন্যে ধন্যবাদ।
আপনিও অনেক ভালো থাকুন।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৮

পবিত্র হোসাইন বলেছেন: আপনি কোন ক্যাটাগরি মধ্যে পড়েন? :P

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনিই ঠিক করে দিন। কোন ক্যাটাগরির মধ্যে ফেলবেন আমাকে? :)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি কোনটার মধ্যে পরি তা নিয়ে ভয়ে আছি । প্রতিবাদ তো করতেছি । তার উপর মাটী কামড়ে ও আছি । আমার অসহায় হয়ে পরে থাকি ।

আমি তো পুরাই মাল্টি হয় গেলাম ।

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: প্রতিবাদী ও মাটি কামড়ানো ব্লগারেরা কখনো অসহায় হতে পারেনা। কিপ ইট আপ।

হিহি, আর বলেন না, এই মাল্টি নিকগুলোর উদ্ভট মন্তব্যগুলোর কারণেই আজ আমাদের ওপরে এত বিপদ নেমে এসেছে। :(

২২| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++লন।

সামু টিকে থাক জন্ম জন্মান্তর।

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: নিলাম। থ্যাংকস এ লট।

সামু টিকে থাক জন্ম জন্মান্তর।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০২

নীল আকাশ বলেছেন: গতকালকেই পড়েছিলাম। আমি যে ১ নাম্বার সেই ব্যাপারে আমার কোন সন্দেহ নাই তবে ২ নাম্বারটার কিছুই যে,একদমই সেটাই বা বলি কিভাবে??
আপনার লেখার বিষয় বস্তুগুলি খুবই মজাদার হয় সবসময়!!
শুভ কামনা রইল!!

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: মানে আপনি ১ নাম্বারির পাশাপাশি কিছুটা ২ নম্বরিও! :P

থ্যাংকস এ লট পাশে থাকার জন্যে।
আপনার জন্যেও শুভকামনা।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৮

ম্যাড ফর সামু বলেছেন: :> :P

আরও একটা ক্যাটাগরি যোগ করতে ভুলে গেছেন। সেটা হলো হাইবারনেশন ব্লগার- যারা দীর্ঘদিন পরপর ব্লগে আসে। মাঝে মাঝে শীতনিদ্রায় কাটায় আর মাঝে মাঝে ব্লগে আসে। =p~

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আপনি এখনো নিক বদলাননি! সেই কবে আমাকে বলেছিলেন, "তো যাইহোক.... আপনার অনুরোধটি মাথায় রইলো, পছন্দমত কোন নিক পেলে আর সামুপাগলা০০৭ এর আপত্তি থাকলে অবশ্যই নিকটা পাল্টে নিব, হাজার হোক পাগল তো...।
এখন যেহেতু আপনার আপত্তি আপনি উত্থাপন করেই ফেলেছেন, সো নতুন একটা বাচ্চার জন্ম না দেওয়া পর্যন্ত আপাতত এটাকে ফাঁসি দিতে চাচ্ছি না। আশা করি সে পর্যন্ত একটু সহ্য করে নিবেন। :(("

আমার যে আপত্তি আছে সেটা আমার পূর্বের মন্তব্যে পরিষ্কার ছিল। তো আপনার নিকও পাল্টে যাওয়া উচিৎ ছিল। একটি ইউনিক নিক ভাবতে কতইবা সময় লাগে? দয়া করে এমন একটি নিক দিয়ে ব্লগিং করুন যেটা অন্যকোন ব্লগারের নয় আপনার কথা মানুষকে মনে করিয়ে দেবে। আমার পাঠক, বন্ধুরাও মাঝেমাঝে কনফিউজড হয়ে যান, আমাকে জানান। আমি ভাবতাম আপনি যেহেতু বলেছেন আমাকে, পাল্টে ফেলার জন্যে ইমেইলও করে ফেলেছেন। জলদি পাল্টে যাবে। কিন্তু এত দিন পরেও কোন পরিবর্তন নেই! ব্লগ হচ্ছে সৃষ্টিশীলতার জায়গা। কতশত পোস্ট, আইডিয়া, পাতার পর পাতা মাথা থেকে বের করতে হয়, সেখানে যদি ছোট্ট কয়েক শব্দের নিক না ভাবতে পারেন তবে হবে কিভাবে? আশা করি নিজের বলা কথাটির প্রতিফলন জলদিই ঘটাবেন।

হুমম আর এই পোস্টের মন্তব্যের বিষয়ে,

সেই ধরণের ব্লগারদের নিয়ে আগের একটি পোস্টে লিখেছি, এখানে মানানসই হতো না কেননা এই পোস্টটি শুধুমাত্র ব্লগের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে লেখা।

পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা!

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হচ্ছে ডোন্ট কেয়ার ব্লগাররা সবচেয়ে কুল B-) , আমি ওখানে :P

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: ডোন্ট কেয়ার টাইপ ব্লগার হলে এই মুহূর্তে একটু সমস্যারই ব্যাপার। এখন ব্লগের ব্যাপারে কেয়ার করার সময়। তবে বাস্তব জীবনে অনেক ডোন্ট কেয়ার টাইপ মানুষ থাকে, যেকোন পরিস্থিতিতে যাদের মাথা ঠান্ডা থাকে। সেটা যদি হতে পারতাম, তবে জোশ একটা ব্যাপার হতো! :)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮

অন্তরা রহমান বলেছেন: শ্রেণিবিন্যাস পরে। আমার কাছে নিজেকে লাগছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন। মা নাই, মালিকও নাই। এক ফাঁকা প্রান্তরে পোস্ট দিয়ে ম্যাঁ ম্যাঁ করে যাচ্ছি। সাধারন অবস্থায় হয়তো এই কয়দিনে নিরাপদও হয়ে যেতাম। সেটারও কোন খোঁজ নেই। হতাশ তবে সামুর পাশেই আছি।

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: ওহো! একটু অপেক্ষা করুন, সামুর সব ঝামেলা মিটে গেলে খুব আনন্দ নিয়ে ব্লগিং করতে পারবেন। যতোই হতাশা, অভিমান, বিরক্তি থাকুক, পাশে থাকুন এভাবেই।

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বিনোদিত হলাম চরমভাবে। আমি মনে হয়ে মাটি কামড়ানো চিনা জোঁক ব্লগার।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, দারূণ। চিনা জোঁকদেরই তো সামুর এখন সবচেয়ে দরকার!

ধন্যবাদ মজার মন্তব্যে।
ভালো থাকুন আপু।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: চমৎকার !! চমৎকার !! চমৎকার !! +।
২য়তেই আছি.......সামু ছাড়া থাকা সম্ভব নয়।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২১

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
অনেক অনুপ্রাণিত করলেন।

একই কথা আমারো। সামু থাকা ছাড়া সম্ভবই না। কোনভাবেই না।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯

কিশোর মাইনু বলেছেন: শুরুতে অসহায় ব্লগার ছিলাম, তারপর মাঝখানে ছিলাম দেবদাস ব্লগার।
আপাতত পড়ালেখা নিয়ে বিজি থাকায় ডোন্ট কেয়ার ব্লগারের পর্যায়ে আছি।

অনেকদিন পর ব্লগে আপনার দেকখা পেয়ে ভাল লাগল।
ভাল আছেন আশা করি???

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই কিশোর মাইনু। অনেকদিন পরে দেখে ভালো লাগল। ভালো আছেন নিশ্চই!

নাহ নাহ ডোন্ট কেয়ার হলে হবেনা, কিছুটা কেয়ার করতেই হবে। অবশ্য পড়াশোনাও জরুরি। সব ভালোভাবে সামলাতে পারবেন আশা করি।

জ্বি আছি ভালো। ধন্যবাদ।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২

মি. বিকেল বলেছেন: "বাঁধ ভাঙার আওয়াজ"- এত সহজে বন্ধ করে দেওয়া যায় না।ক্যাটেগরি আপনি খুঁজে নেন।

পোস্টের জন্য ধন্যবাদ এবং শুভকামনা।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম একদম। এই আওয়াজ বন্ধ হলে যে অনেক ক্ষতি হয়ে যাবে!!! যারা বন্ধ করতে চাচ্ছেন তারা এটা বুঝবেন আশা করি।

মোস্ট ওয়েলকাম, সকল শুভকামনা আপনার জন্যেও।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২

মনিরা সুলতানা বলেছেন: আহা আমি মনে হয় শেষ দলে :(
আসলে সত্যি কিন্তু এমন না , কিছু পারিবারিক কাজ , আর উদাসীনতা মিলে ফিরতে সময় লাগছে।
তবে পোস্ট ব্যাপক হইছে ।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: মনিরা আপু! ভালো আছেন আশা করি।

আপনার মতো আন্তরিক ও সর্বপ্রিয় ব্লগার যে শেষ দলে পড়তে পারেন না সেটা জানা কথা। জীবনে নানা ব্যস্ততা লেগেই থাকে, যা আমাদেরকে মাঝে মাঝে প্রিয় ব্লগ থেকে দূরে রাখে।
এই উদাসীনতা আমার বড় শত্রু। অনেক কাজই এর কারণে করা হয়ে ওঠেনা। :(

যাই হোক ধন্যবাদ মন্তব্যে। ভালো থাকুন।

৩২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি হলাম মাটি কামড়ানো ব্লগার। কচ্ছপের মতো। একবার যখন কামড়ে ধরেছি, তখন আর ছাড়াছাড়ি নাই। আমার আইএসপি থেকে যখন ঢুকতে পারছিলাম না, তখন একজন ব্লগারকে ফোন দিয়ে সমাধান চাইলাম। সে খুব আনন্দের সাথে একটা দুই নম্বরী পথ বাতলে দিল। একটা নতুন ব্রাউজার ডাউনলোড করে ভিপিএন দিয়ে সুড়ুত করে ঢুকে পড়লাম। এদিকে আবার সামু ছবি পোস্ট করা বন্ধ করে দিল। সেখানেও একজন ব্লগারের পরামর্শে দুই নম্বরী করে ফকফকা ছবি পোস্ট করা শুরু করে দিলাম।

দুই নম্বরী করার মধ্যে যে এত আনন্দ আছে আগে ঝানতাম না। তাই বলছি, প্রয়োজনে তিন নম্বরীও প্রয়োগ করবো, তবু সামুকে ছাড়বো না। হে হে হে।

ধন্যবাদ সামু পাগলা০০৭।



..............হেনা ভাই আমার দুই নম্বরী নকল করছে :((

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে পোস্টে এবং আমার ব্লগে পেয়ে ভীষন খুশি হলাম! ধন্যবাদ আগমনে।

মোস্ট ওয়েলকাম ভাই!

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা আপনার ক্যাটাগরি কোন্টা আপু?

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: কিইইই জানি! পাগলী মানুষ, আমার ক্যাটাগরি ব্যাখ্যা করা সম্ভব নয়! :D

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩

হাসান রাজু বলেছেন: আইয়ুব বাচ্চুর একটা গানের কলি আছে এমন -
"আমি যে আসলে কার মত !!!
জানা হয়ে উঠেনি এখনো ...... "

B:-) বুঝেন কি পরিমান কনফিউজড :(

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে মানুষটার কথা মনে করিয়ে দিলেন! গুণী ভীষন গুণী ছিলেন!

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

৩৫| ০৯ ই মে, ২০১৯ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অসহায় ব্লগার আপি

০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: অসহায় নন, আপনি মাটি কামড়ানো ব্লগার। :)

অনেক ভালো থাকবেন ছবি আপু।

৩৬| ১৪ ই মে, ২০১৯ ভোর ৫:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এখনও বুঝতে পারছি না এতদিন পর কিভাবে ব্লগে ঢুকতে পারলাম ?
তাহলে কি বাধা বিঘ্ন অপসারন হয়েছে ?
..............................................................................................
অনেক অনেক শুকরিয়া,রমজান মাসের শুকরিয়া
আমার প্রিয় ব্লগে আজ প্রবেশ করতে পারলাম ।

১৭ ই মে, ২০১৯ সকাল ৯:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি কি এখনো ঢুকতে পারছেন স্বাভাবিক উপায়ে? অনেকে কিছুক্ষনের জন্যে ঢুকতে পারলেও পরে আবার পারছেনা, সেজন্যে জানতে চাইছি।

পাশেই থাকুন ব্লগ ও ব্লগারদের -----------

৩৭| ০২ রা জুন, ২০১৯ রাত ৯:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: না পারছি না, নানা কায়দা করে আসতে হয় তাও আবার
সিগন্যাল ঘুরতে ঘরতে কোন একসময় দেখা দেয় ।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: এখন কি অবস্থা? আজকাল কি আসাটা একটু সহজ হয়েছে?

৩৮| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৩

IDEALISTIC বলেছেন: আমি কোনো ক্যাটাগরিতে পড়তে না পারায় দুঃখিত। আমার বয়স মাত্র ২ দিন। VPN use করে ঢুকেছি পত্রিকায় এই ব্লগ নিয়ে খবর পড়ে।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১১

সামু পাগলা০০৭ বলেছেন: দু:খিত হবার কিছু নেই। আপনি হয়ত নানা ক্যাটাগরির সমন্বয়! :)

আশা করি সামুর জীবন অনেক সুন্দর কাটবে আপনার।
হ্যাপি ব্লগিং!

৩৯| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

মাহের ইসলাম বলেছেন: নিজেকে একবার 'ভীতু' , আরেকবার 'ডোন্ট কেয়ার' ব্লগার মনে হয়।

পুরাই কনফিউজড ?

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: ভীতুরা কখনো ব্লগার হতে পারেনা, একটু সাহস ও সৎ ভাবনা তো লাগেই ব্লগার হতে।

নিজের কনফিউশন তো আপনাকেই দূর করতে হবে, আপনাকে আপনার চেয়ে বেশি আর কে জানবে? :)

ধন্যবাদ মন্তব্যে।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.