নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা লাস্ট সামুরাই...

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...

লাস্ট সামুরাই

সামুরাই যোদ্ধা; জীবনের পথে পথে খালি হাতে এক সরল যুদ্ধ

লাস্ট সামুরাই › বিস্তারিত পোস্টঃ

এখানে কোন নৈঃশব্দ নেই ...

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩



এখানে কোন নৈঃশব্দ নেই...

এখানে ভেসে আসে অবিরাম

সামুদ্রিক গর্জন।



এখানে কোন নৈঃশব্দ নেই...

এখানে মানুষ এখনও

আয়োজন করে কাঁদে।

কাঁদে, বিপন্ন মানবতা।



এখানে কোন নৈঃশব্দ নেই...

এখানে ঝংকার শোনা যায়

হাহাকারের

কখনও ককটেল,

কখনও পেট্রোল বোমার

চাক্ষুষ স্বাক্ষীর।



এখানে কোন নৈঃশব্দ নেই...

এখানে বিষাক্ত বাতাসে

কার্বন আর সীসার শব্দ।



এখানে কোন নৈঃশব্দ নেই...

এখানে কোন নৈঃশব্দ নেই।।



তুমি নিস্তব্ধতা চাও?



তুমি রাতের আঁধারের

অপলক জোৎস্না চাও?



তুমি কল্লোলিনী নদীর স্রোতের

মত শান্ত নীরবতা চাও?



তবে চলে যাও,

দূরে কোথাও।

দূরে, বহু দূরে...

অচিনপুর, রূপনগর,

কিংবা নিশ্চিন্তপুর।



তুমি নিস্তব্ধতা চাও?

তবে চলে যাও,

মেহেরপুরের আম্রকাননে

যেখানে প্রথম বাতাসে

উড়েছিলো

স্বাধীন বাংলার নতুন পতাকা।।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০

সামাইশি বলেছেন: ভালো লিখেছেন। শুভেচ্ছা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

উদাস কিশোর বলেছেন: সমসাময়িক পেক্ষাপটের চিত্র
ভাল লাগলো

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

লাস্ট সামুরাই বলেছেন: হুমম, মাঝের প‌্যারাটুকু সমসাময়িক চিত্রের প্রতিফলন, এটা বাদ দিলেও কবিতাটি যে কোন সময়ের জন্যই সত্য।

এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে ঝংকার শোনা যায়
হাহাকারের
কখনও ককটেল,
কখনও পেট্রোল বোমার
চাক্ষুষ স্বাক্ষীর।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নৈঃশব্দ্য।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

লাস্ট সামুরাই বলেছেন: নৈঃশব্দ, নৈঃশব্দ, কোথাও কোন নৈঃশব্দ নেই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০

লাস্ট সামুরাই বলেছেন: ওহো, আপনি হয়তো "নৈঃশব্দ্য" বানানের কথা বলছিলেন। আমি কিছুটা কনফিউজড্ কোনটা সঠিক। সঠিক রেফারেন্স পেলে আপডেট করে নিবো, ধন্যবাদ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫০

সুমন কর বলেছেন: সুন্দর !!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার, নৈঃশব্দ্যের সাথে সহবাসের কবিতা ভালো লেগেছে!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

লাস্ট সামুরাই বলেছেন: শুভেচ্ছা কেনো ভাই? :)

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে বিষাক্ত বাতাসে
কার্বন আর সীসার শব্দ।

সুন্দর!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

লাস্ট সামুরাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

আরজু পনি বলেছেন:

সমসাময়িক দারুণ কথামালা ।

আপনার কাব্যে মুগ্ধতা রইল ।

আর সেইসাথে (কয়েকদিন দেরী হলেও) সপ্তম বর্ষপুর্তির অভিনন্দন !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

লাস্ট সামুরাই বলেছেন: হা হা, মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

সকাল রয় বলেছেন:

এখানে নৈঃশব্দ নেই কেননা পাশে গগনবিদারী আহামরি!


অনেক কথা কবিতার মাঝে পেলাম। অনেক গ্রাম অনেক নাম অনেক !

ধন্যবাদ
সুন্দরম!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

লাস্ট সামুরাই বলেছেন: আমি জানতাম না, সত্যিই বাংলাদেশে "নিশ্চিন্তপুর" বলে কোন গ্রাম আছে। আছে "অভয়নগর", "অচিনপুর" নামে গ্রাম। খুঁজলে এরকম আরও সুন্দর নামের গ্রাম পাবেন, যেগুলোর নাম শুনলেই মনে হবে, ঘুরে আসি।

মন চলে রুপের নগরে...

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

ভদ্র আসিফ বলেছেন: মুচো গুসতো :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৭

লাস্ট সামুরাই বলেছেন: মুচাস গ্রাসিয়াস আসিফ ভাই, আপনার আগের ডিপি'টা কই? প্রফেসর শঙ্কু টাইপ।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন! ভালো লাগল।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন :)

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

আবুল তাবুল বলেছেন: এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে ঝংকার শোনা যায়
হাহাকারের
কখনও ককটেল,
কখনও পেট্রোল বোমার
চাক্ষুষ স্বাক্ষীর।

কোন কথা নেই আগে ++++++ নিন
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

লাস্ট সামুরাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.