নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

বিস্মৃতি

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৩


ক্রমশ ঘুণে ধরছে শহরের দেয়ালের রংগিন দরজায়,
একটু একটু করে প্রতিনিয়ত ভুলে যাচ্ছে সে।
সেই শহরের পথ,
মাথা উচু করে ধুলো বয়ে যায় এক দুরন্ত যৌবন তার।
এক মধ্যদুপুরে তোমার হেটে আসা ওই শুকনো ধূলো রাস্তা এখনো তোমায় ভুলেনি।
আমার সময়ের ছাপ সারা দেহে,
শুকিয়ে যাচ্ছে চামড়া, মুখে সারা দেহে অস্পষ্ট বলিরেখা, তবুও এই হৃদয় চীরযুবা, সেখানে তোমার ছবি আকা।
সেই বুনোহাঁস দুটো বাচ্চা দিয়েছে, তাদের পালকেও তোমার ছায়া ।
সেই ছবি আকা দেওয়াল, হাতে লেখা চিঠি
ঝাপসা হলেও মুছে যায়নি মনের দেয়াল থেকে।
খুব বেশিদিন হয়নি তুমি বলেছিলে সময়ের মাঝেই আমরা থাকি, তোমার সেই সময় আজ মুছে দিচ্ছে তোমার স্মৃতি।
আমার ফুটন্ত ফুলে শোভাময় বাগান, ভেবোনা সব ভুলে গেছি আমি, প্রকৃতির মাঝে যদি মিশে গিয়ে থাকো ওকে জিজ্ঞেস করে দেখো আমার প্রতিটি কথায় সত্যি।
তোমার ঈশ্বর নেই, নেই আমার বিধাতা তবুও আমার প্রার্থনা ভালো থেকো তুমি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ , অনেক অনেক ভাল লাগা। :)

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

বিজন রয় বলেছেন: তোমার ঈশ্বর নেই, নেই আমার বিধাতা তবুও আমার প্রার্থনা ভালো থেকো তুমি।

খুব ভাল লাগল।
+++

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.