নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

"পুরুষ জাতটাই আসলে খারাপ"

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২

"পুরুষ জাতটাই আসলে খারাপ"
ঠিক যেই মুহূর্তে আপনি কথাটা বললেন
ওই মুহূর্তেই কোন এক পুরুষ হয়ত শখ করে আপনার জন্য এক গোছা কাঁচের চুড়ি কিনে ছুটছে
লোকাল বাসের পিছনে...
আপনি চুড়ির আনন্দে ভাসবেন,
দেরি হওয়াতে মুখে অভিমানের চন্দন লাগাবেন, কিন্তু ওই পুরুষের ক্লান্ত, অবসাদে জীর্ণ অন্তর
দেখবেন না...
শুধু আপনার জন্য হয়ত কোন
বেকার যুবক হন্য হয়ে চাকরি খুঁজে
চলেছে...
মনে মনে ভাবছে কবে যে অঞ্জন দত্তের
মত গাইবে-
"চাকরী টা আমি পেয়ে গেছি বেলা
শুনছো, এখন আর কেউ আটকাতে পারবেনা "
সে গান কণ্ঠে ধারণ করার আগেই
আপনারা ক্যারিয়ার-নিরাপদ ভবিষ্যৎ
এর পরিপাটি এক কারণ ঝুলিয়ে দেন
সেই যুবকের সামনে...
আটকে যায় যুবক
চেয়ে থাকে ফ্যালফ্যাল করে
আপনার চেনা মুখের অচেনা রূপের দিকে...
আপনি ভবিষ্যৎ এর অনেক কিছুই আগ
থেকে দেখতে পেরেছেন
কিন্তু ওই যুবকের
করুণ দৃষ্টির মানে বুঝতে যাননি...
হ্যাঁ, পুরুষ স্বার্থপর...
তাইতো অন্য কারো সাথে আপনাকে সুখী দেখে
কোন গায়ক পুরুষ বলে ওঠে-
"যদি বল আড়ি
তোমাকেও ছেড়ে যেতে পারি"
আপনারা শুধু গান টা শোনেন
গানের আড়ালে চোখ কচলাতে কচলাতে
যে পুরুষ শুধু
আপনার সুখের জন্য সরে দাড়ায়
আপনার রাস্তা থেকে
তার খবর কোনদিন নিতে যান না...
সম্পর্ক নেই জেনেও
পৃথিবীর কোথাও না কোথাও
যে পুরুষ আপনার শুভ কামনায় প্রার্থনারত
তার জন্য আর কোন বিশেষণ নেই
আপনাদের কাছে...
কী বললেন?
পুরুষ মাত্রই ফুর্তিবাজ?
হুম ঠিক...
এই জন্যই কোন পুরুষ যখন সারা মাসের সঞ্চয়
আপনার হাতে তুলে দিয়ে বলে
"তোমার সংসার
চালাতে খুব কষ্ট হয়, না?"
সে কথার আড়ালের
দীর্ঘশ্বাস আপনি আঁচ করতে পারেন না...
আপনাকে মনের মত
কিছু দিতে না পারার নীল কষ্টে,
সে কী পরিমাণে দংশিত হয়!!
তা আপনার অগোচরেই থেকে যায়...
জী ঠিকই ধরেছেন,
পুরুষের মন পাথর!
পাথর মন বলেই হয়ত
পুরুষের কান্না চোখ গলে ঝরতে চায় না,
গলায় আটকে থাকে...
আপনারা কখনও বুঝবেন না,
কাঁদতে পারার
চেয়ে কাঁদতে না পারার
যন্ত্রণা কতটা তীব্র!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: "পুরুষ জাতটাই আসলে খারাপ"........ কথাটি ঠিক নয়।
এটা যারা মনে করে তারা ভুল।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: সবাই এক হয়না এটা কে বুঝাবে তাদের

২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: "বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"
তেমনি, যা কিছু খারাপ, মন্দ, চির অকল্যান কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর"
কারণ এক হাতে তালি বাজেনা! পরকীয়া করতেও একজন পুরুষ আর একজন নারী আবশ্যক।
ধন্যবাদ সানবীর খাঁন অরন্য রাইডার চমৎকার মূল্যায়নের জন্য। আসলে কারো অপরাধে পুরো
নারা জাতি কিংবা পু্রুষকে অভিযোগ করা যায়না।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনার সাথে সহমত,কিছু নারী এটা মূল্যায়ন করে তাই বললাম।আগামী কাল নারী নিয়ে লেখা হবে

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: পুরুষ জাত সব কাজেরই কাজী,... না বুঝেই ওরা বলে দুষ্টু পাজি ।। সর্বপ্রথম পুরুষই হয়েছে সৃষ্টি, তার পরে নারী দিয়েছে মিষ্টি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.