নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তিয় ভালবাসা

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩



রাস্তার পাশে ফুচকার দোকানে যখন ফুচকা খেয়ে ছেলেটি ঝালে পাগল
প্রায় তখন মেয়েটি তার উড়না না বাড়িয়ে দিক কিন্তু
ব্যাগ থেকে টিস্যু বের করে দিয়ে বলে নাও কপালমুছে নাও।
চাইলেই মেয়েটি মুছে দিতে পারে কিন্তু চক্ষু
লজ্জার ভয়ে দিতে পারেনা। এটাই মধ্যবিত্ত
ভালবাসা।দুপুরবেলা যখন খাবারের সময় ছেলেটি
বলে চলো কে এফ সি তে যাই যদিও তার ক্ষমতা
থাকেনা তাও বলে, তখন মেয়েটি বলেনা আমি মামা
হোটেলে খাবো কবুতর দিয়ে। এটাই মধ্যবিত্ত
ভালবাসা।মেয়েটি তার কষ্ট করে জমানো টাকা
দিয়ে ছেলেটির জন্য একটি ব্রান্ড এর শার্ট কিনে
এনে বলে এই নাও আর কত নিউ মার্কেট এর শার্ট পরবে
!ছেলেটি কিছুই দিতে পারেনা কারন মেয়েদের
জামার দাম অনেক আর যেগুলো দাম কম তা তার
প্রিয় মানুষটিকে মানাবে না। তাও বলে চলো তোমাকে
মেহেদী কিনে দেই, ঈদের আগে লাগিও। এটাই
মধ্যবিত্ত ভালবাসা।মেয়েটি বলে চলো দেখা করি,
কিন্তু ছেলেটি বলে পড়া আছে বা এক্সাম আছে।
যা সবচেয়ে বড় অজুহাত এর উপর অজুহাত হয়না,
তাও বলবেনা টাকা নেই। কিন্তু ঠিকই রাতের বেলা
মেয়েটির ছবি দেখতে দেখতে ঘুমায় আর মেয়েটি বুঝে
সে টাকার জন্য আসেনি আর কাঁদতে কাঁদতে ঘুমায়
কারন ও কেন টাকার প্রবলেম এর কথা বলেনি,
তাহলে সে কি তাকে আপন ভাবেনা।
এটাই মধ্যবিত্ত ভালবাসা।
রিক্সা দিয়ে যাওয়ার সময় ছেলেটি বলে
দেখেছ তুমি? মেয়েটি বলে হমম, গাড়িটা অনেক সুন্দর।
আমাদের এমন একাটি গাড়ি হবে আর বৃষ্টির দিন
আমরা মাওয়া ঘাটে যাব ইলিশ ভাজা খেতে।
এটাই মধ্যবিত্ত ভালবাসা।
মানুষের ভিড়ে যখন ছেলেটিকে ডাকার
প্রয়োজন হয় তখন নাম ধরে ডাকতে পারেনা মেয়েটি,
কেন জানি মুখে আটকে যায়। তখন"এই" "এই" বলে ডাকে
তবুও নাম উচ্চারণ করে না! এটাই মধ্যবিত্ত ভালবাসা।
""বৃষ্টি পরছে, ছেলেটি বলে "চলো রিক্সা নেই? "
মেয়েটি বলে "না, আমার ব্যাগ এ ছাতা আছে। চলো
এক ছাতার নিচে দুজন হাটি।" এটাই মধ্যবিত্ত
ভালবাসা। ""ছেলেটি দামি গিফট দিতে পারেনা,
কিন্তু যতবার দেখা হয় সে একটা হলেও ফুল নিয়ে বলে
"তোমার জন্য ফুটেছিল তাই তোমাকেই দিলাম।
"মেয়েটি ফুলটি আজকের তারিখ লিখে তার ডাইরির ভিতরে রেখে দেয়।"
এটাই মধ্যবিত্ত ভালবাসা।
""ভাল রেস্টুরেন্ট এ হয়তো খেতে যেতে পারেনা কিন্তু বৃষ্টি
আসলে ভুনা খিচুড়ি আর ডিম ভুনা এবং শুক্রবার একটু
ভাল খাবার ঠিকই থাকে তাদের খাবারের মেনুতে।
এটাই মধ্যবিত্ত ভালবাসা।বিবাহ বার্ষীকিতে
হয়তো দামি কোন গিফট দিতে পারেনা,চাইলেও
পারেনা, ইচ্ছা থাকলেও হয়না। কিন্তু রাতে বাসায়
এসে যখন এক গুচ্ছ রজনীগন্ধা দিয়ে বলে হ্যাপি
বিবাহ বার্ষীকি!আর রাতের খাবার টেবিলে যখন
গিয়ে দেখ তার প্রিয় খাবার সব তখন মেয়েটি
বলে শুভবিবাহ বার্ষীকিতে ।এটাই মধ্যবিত্ত
ভালবাসা। "..আসলে মধ্যবিত্ত ভালবাসা কথা
কতটামধুর তা বোঝানার ক্ষমতা কারো নেই।হ্যা, এমনি
একটুদুঃখ - কষ্টে থাকেন। তাদের চাহিদা চাহিদাই
থেকেযায়, পুরন হয় না বললেই চলে। কিন্তু তার
মাঝেওখাঁটি"ভালবাসা" থাকে।.অর্থ মানুষ কে সুখ এনে দেয় ঠিকই,
কিন্তু সুখী করতে পারেনা। ভালবাসা সুখী করে এবং
দুজন কেই আত্মিক সুখ এনে দেয়।এটাই বা কম কিসে।।।!
এটাই মধ্যবিত্ত ভালবাসা।

বস লাল নীল আলোয় ডিনার করা,সিনেপ্লেক্সে সিনেমা দেখা,লিটনের ফ্ল্যাটে যাওয়া।অবাধ মিলিত হওয়ে অবৈধ গর্ভধরন কে আর যাই হোক প্রেম বলে নারে পাগলা

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২০

পল্টি বলেছেন: অনেক ভালো লেগেছে রে পাগলা। পোষ্ট টা পরে কল্পনায় চলে গিয়েছিলাম রে পাগলা।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

এএন অনু বলেছেন: আসলেই মধ্যবিত্ত ভালবাসায় কোন দাগ থাকে না।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আসলেই

৩| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

Jahirul Sarker বলেছেন: খুব ভালা লিখছেন। আমার খুব ভালা লাগছে। ভালা থাকেন। পেলাস দিলাম।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এ পেলাস ই দিয়েন কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.