নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

থাকবেকি কিছুক্ষন

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

"অামি কোন আহামরী কিছু নই..
আমি ভীষণ রকমের
বোরিং আর চৌদ্দদিনের টানা বর্ষার মতন স্যাঁতস্যাঁতে ।
আমার মাঝে না আকাশের মতন বৈচিত্র নেই..
আর আমি খুব
সাধারণ একজন খ্যাত!
জানো, আমি কখনো কোন নিরুপমা বা মাধবীলতার প্রেমে
পড়তে চাই নি
কোন ফটোশপ সুন্দরীও আমাকে কাড়ে নি
কখনও..
কখনও মনে হয়নি কোন 'মালের' সাথে প্রেম করি ।
তুমি কি জানো, আমাদের প্রেম কেন হলো?
প্রশ্ন গুলোর উত্তর পেলে পত্র দিও এমন..
উত্তর গুলো খুঁজে
পেলে কাছে থেকো । উত্তর না পেলেও কাছে থেকো, কাছে
এসো, ভালবাসা-বাসি হয়তো তেমন হবে না, কিন্তু সামান্য
বৃষ্টিতো মাখতে পারি কিছুক্ষণ??"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার কবিতা। পড়ে ভাল লাগল।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পড়ছিলাম, ভালোই লাগছিল। কিন্তু এই লাইনটাই কবিতার মাধুর্যটা অনেক খানি নষ্ট করে দিয়েছে-

''কখনও মনে হয়নি কোন 'মালের' সাথে প্রেম করি ''

ওভারঅল ভালোই হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: মাল আর্থ এখানে সস্তা অর্থে বুঝানো হয়েছে,প্রিয়তমা প্রতি অনুভূতি গুলো প্রকাশ পেয়েছে,বলতে চাওয়া হয়েছে তোমাকে ভালবেসে কখনই মনে হয়নি যে আমি ফালতু কারো প্রেমে মজেছি

৩| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুন

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.