নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা, আমি চাই.....

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

প্রিয়তমা,
আমি চাই,তোমাকে ক্রস করে যাবার সময় কোন
একটা ছেলের সাইকেলের চেইন পড়ে
যাক। তার বিরক্ত মুখে তাচ্ছিল্যের
সাথে চেইন ওঠানোর ব্যার্থ এবং
সুদীর্ঘ চেষ্টা তোমার চোখে পড়ুক।
জানোতো, আমার সাইকেলে এখন আর
চেইন পড়ে না। সেদিন দেখলাম রাস্তার কাজ হচ্ছে,
আমি চাই,
ভাঙ্গাচোরা রাস্তাটা আর জীবনেও
কনস্ট্রাক্ট করা না হোক। তোমার ছুয়ে
দেয়া ধুলোবালি গুলো হয়তো
বাতাসে ভর করে অনেক আগেই উড়ে
গেছে, কিন্তু ইট-মাটি গুলো আজও শেষ
বিকেলের পড়ন্ত আলোতে তোমায়
স্মরণ করে শ্রদ্ধাভরে...
আমি চাই,
কোন এক সকালে আমার ঘুম না ভাঙুক।
একটা একটা করে অবচেতনেই কেটে
যাক স্বপ্নহীন ৮৬৪০০ টি সেকেন্ড।
তাহলে কখনো হয়তো গর্ব করে বলতে
পারবো; আমি একটা দিন তোমায় ভুলে
ছিলাম!
আমি চাই,
তোমার জীবনে এমন একটা দিন আসুক,
যেদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি
আবিষ্কার করবে তোমার মন খারাপ।
দুপুরটা হবে ডায়েরিতে টুকে রাখার
মতো বিষণ্ণ। বিকালে তোমার হাটতে
যেতে ইচ্ছা করবে না। সন্ধ্যার কফির মগ
তোমার ঠোট ছুয়ে দিতে অস্বীকৃতি
জানাবে। তুমি ভাবতে বসবে কেন
তোমার মন খারাপ। ঘুমের বদলে গভীর
রাতে সেদিন তোমার চোখ থেকে
দুফোটা পানি বেরিয়ে এসে
জানাবে, তুমি আমাকে খঁজছো। কিন্তু
সেদিন দেখবে আঙ্গুলের ফাঁকে আমি
নেই!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.