নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেম আবিষ্কারে তুমি

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

প্রেমটাকে আমি খুঁজেছি অনেক নিষ্ঠার সাথে,
প্রেম আমি নিকট থেকে অনুভব করতে চেয়েছি,
প্রেমকে আশ্রয় করে চেয়েছি প্রেম ছড়িয়ে দিতে।
ঘুরেছি পথে, সবুজে নদীর ধারে,
নারীতে বাড়ীতে আশে পাশে
ডেকেছি চিৎকার করেছি অস্থিরতা দেখিয়েছি
প্রেম কোথায় লুকিয়ে আছো?
কেউ কিচ্ছুই বলেনি।
কেটে গেলো জীবনের যুবক বেশ
বিলুপ্ত বুদ্ধি মিলেছে সাদা কেশ।।
আজ অনেকদিন পড়ে প্রেম দেখেছি
পেয়েছি প্রেম নামক অনুভূতিটার মূল রহস্য!
আমি আবিষ্কার করেছি প্রেম।
আমি দেখেছি প্রেম।
তুমি, তুমি আর তোমার সব অস্থিত্ব প্রেম।
তোমার চুলে যদি হাত বুলিয়ে দেই আমি প্রেম পাই
তোমার চোখে চোখ রেখে ভেতরটা দেখি
আমি প্রেমের বসত দেখতে পাই,
তোমার নিঃশ্বাসে যদি মিলিয়ে নিঃশ্বাসে নেই
আমি প্রেমের হৃদস্পন্দন খুঁজে পাই,
তোমার গালে যদি আলতো হাত বুলিয়ে দেই
আমি প্রেমের আকৃতি স্পর্শের স্বাধ পাই।
তোমার গলায় যে গোলাপী ভাজ আছে
প্রেমের কণ্ঠ শুনতে পাই।
তোমার নরম বুকে স্তনে যদি ঘুমুতে পারি
আমি প্রেম দেশে চলে যাই,
তোমার পেটে যে মানব আসবে
তার নাম হবে প্রেম,
তার মানে প্রেম তুমি, তুমি এবং তুমি।
প্রেম মানে তোমার হাসি,
প্রেম মানে তোমার চোখ,
প্রেম মানে তোমার বুক
প্রেম মানে তোমার ঠোঁট।।
আমার দুটো ঠোঁট চেয়েছে তোমার দুটো গাল
অথবা কিছুটা সময়ের চুম্বন।
কতোটা আকুতি কবিতার অনুভূতি।
পেলাম না হয়তো নিয়মের বাধাঁ
তুমি যে প্রেম পবিত্রতমা
তুমি প্রেম আমার আবিষ্কার
তুমি প্রেম আমার ধারনা পরিষ্কার।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার কবিতা।

তবে- এই দুটো লাইনে বানানের ভুল আছে----
‘আমি প্রেমের বসত দেখতি পাই,
তোমার নি:স্বাশে যদি মিলিয়ে নি:স্বাস নেই’

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,চোখ এড়িয়ে গেছে

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

রাজসোহান বলেছেন: বাহ+

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: সুন্দর ++

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

কালনী নদী বলেছেন: তুমি যে প্রেম পবিত্রতমা
তুমি প্রেম আমার আবিষ্কার
তুমি প্রেম আমার ধারনা পরিষ্কার। (অসাধারণ)

প্রবিত্রতার কাব্য

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.