নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তুমি বুঝতে পারো যদি

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

আমার চুপটি করে থাকা
তুমি বুঝতে পারো যদি
তবে মনের ভেতর জল ঝরাতো
খরস্রোতা নদী

তবে ডুবতে বিনোদিনী
বুঝতে আমি,
তোমায় কেমন
আপন করে চিনি!

যখন ভোরের প্রথম আলো
ঝরে শিশির কনার সাথে
যখন সন্ধ্যা চাঁদের আলো
এসে হাত ধরে নেয় রাতে

মায়ের কোলে যখন শিশু
তার অবাক হয়ে দেখা
যখন একটি চড়ুই পাখী
বসে কার্নিশেতে একা

যখন বৃষ্টি টাপুর টুপুর
সাথে বাজতে থাকা নুপুর
যখন চিলেকোঠার টিনে
বাজে মৃদঙ্গ তাল ঝুমুর

সেই চন্দ্রস্পৃষ্ট হওয়া
বিজন মোহন দহন ক্ষনে
তুমি আগুণ, আমি সলতে হয়ে
সাগর সন্তরনে।

তোমার অস্ফুট ছন্দে
না বলার আনন্দে
জড়াই পৃষ্ঠ পালংকে
ভুলে মেলানো অংকে

মৃত্যু কেমন এখন জানি
যখন তোমাতে হই শুণ্য
আমি তোমার জন্য পাপের সংগে
বদল করি পুণ্য।

জানি পথেই আছি শুধু
হাটি কেবল তোমার পাশে
পথিক জানে পথের দিশা
পথেই বসবাসে।

আমি স্বর্গ বিলাই হেসে
তোমায় শুধুই ভালবেসে
অধরা সুখ য়ায়না ধরা
একলা অবশেষে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

মাসুদ মাহামুদ বলেছেন: মৃত্যু কেমন এখন জানি
যখন তোমাতে হই শুণ্য
আমি তোমার জন্য পাপের সংগে
বদল করি পুণ্য।

দারুন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রেমের কবিদের কান্না আমাদের বুকে এসে লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.