নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-২৫

১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮

নন্দিনী
যদি কোনদিন মাঝরাত পর্যন্ত উদ্দেশ্যহীন কথা লেখার পর আবার যদি লিখি "একটা কথা বলতে ভুলে গেছি" তোমায় খুব ভালবেসেছি"
তখন কি তুমি প্রচন্ড বিরক্ত হয়ে মনেমনে বলবে যাও মরো,নাকি এই প্রনয় একটু হলেও তোমায় ছুঁয়ে যাবে ?
হঠাৎ একদিন যদি কোথাও তোমায় দেখি,এই জনবহুল দেশে রিক্সা করে যাবার পথে যদি বলি, "পাশে তো আরও একজন বসা যাবে..সামনের অর্ধেক পথের সঙ্গী হতে পারি? "
তখন কি রেগে বলবে, "ইশ,কত বড় সাহস এই মানুষ টার!"
নাকি বলবে, "আমিও ভাবছিলাম একা পথের সঙ্গী থাকলে মন্দ হয় না
অনেকদিন তো পাশের সীটটা খালি রাখলাম...এবার নাহয় তুমি দখল করলে "
যদি এটা বলে ফেলো একবার ভুল করে হলেও.,ক্ষতি কি হবে খুব বেশী?
নাকি তোমার ভুল সমীকরণটা কখনোই শুদ্ধ করতে দিবানা ইচ্ছে করেই।
যখন কাঠফাটা রোদ্দুরে প্রচন্ড তৃষ্ণার্ত তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে শিশিরের মতো দেখাবে।
তখন মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে পাশে গিয়ে আমি বলি,
"এক বোতল বিশুদ্ধ পানির বদলে ভালোবাসবে? বিনিময়ে এই মাম পানির চাইতেও বিশুদ্ধ ভালোবাসা পাবে "
ঝুম বৃষ্টিতে পাশে কেউ নেই, তুমি একা দাড়িয়ে রিকশার অপেক্ষায়,সন্ধ্যা নামছে বলে তোমার চোখে উৎকণ্ঠার ছাপ,এমন সময় হতদন্ত আমি ছাতা হাতে এসে বলি,
"ছাতাটা তোমার জন্য, তোমার পাশে হাটতে পারি? অন্তত বৃষ্টিঝড় থামা পর্যন্ত.!ঝড়বৃষ্টি থেকে আগলে রাখতে পারি যদি তুমি চাও."
তখন কি তোমার চোখের উৎকন্ঠা দূর হয়ে ঠোঁটের কোণে সেই বিশুদ্ধ নীল রং এর হাসি দেখা যাবে?
তোমার মতে বিশুদ্ধ পানির বদলে ভালোবাসা কিংবা বৃষ্টির মাঝে ছাতার বিনিময়ে হাসি অযৌক্তিক হতে পারে,ঠাট্টা করতে পারো
কিন্তু কি করা বল দিনশেষে ভালোবাসাটাই যে সকল যুক্তির যৌক্তিক ব্যাখ্যার উর্দ্ধে...।এই যে দেখোনা কিছুদিন আগে আমিও কি ভেবেছিলাম তোমারই জন্যে এমন লাট্টুর মত ঘুরব?
মেয়ে, তোমার বলা যদি না ও হয় তবে "না" শব্দের অর্থ ভালোই বুঝে নিবো,তোমার প্রতিটা না এর পিঠেও হ্যাঁ খুঁজে নিতে আমি অভ্যস্ত হয়ে যাব।" যদি আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে?" তোমার এই প্রশ্নের উত্তরে.
আমার উত্তরটা হয়,"যদি এই জ্বালাটা আমায় ভালোবেসে জ্বালাই তবে"
প্রেমিকারূপী তোমার মায়াভরা চোখে ভালোবাসার বিরক্ত দেখতে,
মাঝেমধ্যে ভালোবাসে বেহায়া হতে আমার ভালো লাগে, বড় ভালো লাগে।
তোমার হাল্কা নীল চোখের পাতার আবছা মায়ার কুসুম কুসুম নির্জনতায়, আবছা প্রেমের প্রকট ছায়ায় নেশাগ্রস্থ হয়ে পড়ি, নিরবতা ভেঙ্গে তবু তুমি মুখ খুলো না...
চুপ করে চেয়ে থাক, তবু "ভালোবাসায় সারা দাও না"
তুমি জানো নন্দিনী কতটা ভালবেসেছি তোমায়?এই নিস্তব্ধ রাত জানে আমি তোমাকে কতো ভালোবাসি, শুধু তুমি ছাড়া,এই একাকী অন্ধকার জানে আমি কতোটা তোমার অপেক্ষায় থাকি,শুধু তুমি ছাড়া,এই নিরব আমি জানি তোমাকে আমি কতোটা চাই, শুধু তুমি ছাড়া,যদি তুমি জানতে পারতেনা এমন চুপ করে থাকতে।তবে আমি তুমি যাদি নাও আসো তাও সত্যি তোমাকে ভালোবাসি তাই আমার সত্যি ভালোবাসা বুকে নিয়ে সারাজীবন আমি তোমাকে ভালোবেসে যাবো আমার নন্দিনী।
কারন শুধু তুমি সুন্দর তাই তোমায় ভালবাসিনা,শুধু তোমায় দেখলে মায়া রাজ্যে হারিয়ে যাই তাই তোমায় ভালবাসি না,শুধু তোমার চোখে চোখ রেখে জনম জনম কাটিয়ে দিতে পারব তাই তোমায় ভালবাসি না।বরং ভালবাসি কারন এই আত্মসম্মান নিয়ে পথ চলা মেয়েটিকে।ভালবাসি এই ব্যাক্তিত্ব সম্পূর্ন মেয়েটিকে,ভালবাসি এই আত্মমর্জাদা সম্পন্ন মেয়েটিকে,ভালবাসি এই স্ট্রং মেয়েটিকে।কারন তোমায় দেখি প্রতিদিন আমি শিখি জীবন যুদ্ধ মাথানত নয় এগিয়ে যাওয়াই জীবন।শুধু ভালবাসা ময় প্রেমিকা বা বউ নয় সহযোদ্ধা হিসেবেও তুমি দাড়ুন।তাইতো তোমায় বলতে পারি'তুমি পাশে থাক যেমন আছো তেমনই থাক শুধু একটু ভালবাস,বাকি দুনিয়াটা আমি এমনি জয় করে নিব।তোমার চারপশে এই হাহাকার এই আত্ম চিৎকার চলবে হে প্রিয়তমা।
শেষটা করি একটা কবিতা দিয়ে,তমার পাশে থাকার যে কত ইচ্ছে তা এখানে বোঝাতে একটু হলেও চেষ্টা করেছি
"তোমাকে এমন ভাবে ভালবাসতে দাও,যেন আমার অনাগত রক্তধারা
নিজ ভবিতব্য সঙ্গী তুমি ভাবে তেমন,ভালবাসা পাওয়ার জন্য ব্যকুল থাকে
যেমনটা তোমাকে পেতে দেখে লোকে বলবে
তোমার আমার এ প্রেম অনন্য
তোমাকে এমন ভাবে ভালবাসতে দাও
যেন লোকে বলে ভালবাসার অপর নাম সানবীর খাঁন অরন্য"
আরকি বলি শুধু এটুকুই তুমি গ্রীষ্ম হয়ে জড়িয়ে থাকো আমায়, আমি চাইবো শীত চাইবো না জীবনে। তোমার ঐ মায়াময় চাহুনীর মতো শীতল বাতাস হয়ে মিশে যাবো তোমাতে অবলীলায়।
তোমার বেহায়া
মেঘবালক

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভালো লাগলো। ++++++

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

কানিজ রিনা বলেছেন: আবেগ প্রেমকে বিকোশীত করে। বেশী আবেগ
প্রেমকে মূহুর্মুহ কলুশীত করে। তাই আমি
বুঝি বিশাল আত্ব্যার প্রেম একটাই,জনে জনে
প্রেম বিকোশীত নয় কলুলীত। হৃদয় মন
আত্ব্যার সমন্যয়ে আমি। যেমন প্রেম আত্তা
আর আল্লাহ্ তিনে মিলে একক,প্রেম তরঙ্গ।
আহাদে প্রেম মুহাম্মাদ। পরমে পরম আছো
মিশিয়া। যার প্রেমে সকল পাওয়া হাসি কান্না
সুখ দুঃখ চাওয়া পাওয়া, অভিমাম করে
থাকি যার কাছে কেঁদে বুক ভাসাই তার কাছে
সেইই প্রেম। যার তরঙ্গে ভাসাই মম প্রান
সেইতো প্রেম সেইতো জীবন সেইতো মরন
মহাসুন্য। যার ত্বরে করিয়াছি জীবন পোণ,
সেইতো আমার মহারতন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.