নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

নতুন করে কিছু চাইনা,তোমাকেই চাই

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

তোমাকে চাইবার জন্য আমার যত যুক্তি
তা দিয়ে বাজারের ফর্দ হয়ে যাবে
অথবা কোন সুপার মার্কেটের
পয়েন্ট অব সেলস্ এর দীর্ঘ সেই কেনা কাটার লিষ্ট
তোমাকে নিয়ে লেখা আমার কবিতা যত জমা হয়েছে
যে কোন ব্যাংক এর ছয় মাসের আয় ব্যায়ের বিবরনী
হিসেবে তা আমি বাংলাদেশ ব্যাংক এ দাখিল করতে পারি
তুমি আছো বলেই ফুটন্ত ককটেলের সামনে পেতে দি বুক
কোক বা মোজোর মত ক্যাচ ধরে গিলতে পারি পেট্রোল বোমা
তোমার চারিপাশে আমি এমন ভাবে ঘুরি যেন
প্রতি এক সেকেন্ডে একদিন হয়ে যায়
হুমম ঠিকই ধরেছো যা করতে পারি তাই বললাম
আমি পারিনা তামিল ছবির মত ফু দিয়ে উড়িয়ে দিতে
পারিনা হাত কেটে চিঠি লিখতে
পারিনা তোমার সামনে থেকে সবাই কে গায়েব করে দিতে
যদিও আমার তা ইচ্ছে করে,আমি ছাড়া তোমায় কেউ দেখবে কেন?
ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না কারন এটা বাস্তব ছবি না
তবে চার পাঁচ টার সাথে লড়তে পারি এতে যা হবার আমার হবে
হাত কাটতে পরিনা,কারন আমি তোমায় ভালবাসি
চোখের ভাষা যদি বুঝে থাকো তবে হাত কাটার কি প্রয়োজন?
অনেক আগে একজন সাহসী নেতা বলে গেছেন
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আমি সাহসী না,মেনি বিড়াল বলতে পার আমায়
তাইতো তোমার কানে কানে বলে দি সংগ্রাম টা তেমনই ছিল
আলু ভাতে,বেগুন ভাজায় ডালে নুনে আমার মাখা
ভাতে তুমি মিশে আছো,নতুন করে কিছু চাইনা,তোমাকেই চাই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



নতুন একটা চাওয়া এর থেকে সহজ হবে; অনেকটা এই রকম কবিতা লেখার মতো; লিখলে কবিতা হয়ে যায়, চাইলে প্রেয়সী পাওয়া যায়; নতুন একটা চেয়ে বসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.