নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৩০

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

আকাশনীলা
তোমাকে প্রতিদিন লেখার মতো,অনেক রকম খবর আছে।এই যেমন আমার খুব ইচ্ছে যদি আমার হও,
প্রতিদিন দেখতে আসার সময় তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবে আর হাতে থাকবে ডাটাওয়লা বড় গোলাপ।নিশ্চই গোলাপ ফুল তোমার খুব প্রিয়?
আমি চাই,তুমি কখনো চুল ছোট করবে না,লম্বা চুলে খোঁপা করবে,সেই খোঁপাতে ফুলের মালা গুঁজে দিব প্রতিদিন,
তুমি তখন খুব ব্যস্ততার ভান করে ফুসকা খেতে খেতে বলবেঃ
"অ্যাই !! ছাড়ো তো .আমার ফুসকা গুলো নষ্ট হয়ে যাচ্ছে"
ফুসকার ঝালটক তেঁতুল জলের গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে আমার পুরো সত্ত্বা জুড়ে,আমি আর তুমি তখন শক্ত করে একজন আরেক জন কে ধরে রাখব।
আমি কিন্তু ঠিক করে রেখেছি যদি আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হল তার নাম রাখব তিলত্তমা,দেখতে কিন্তু তোমার মত হবে। সপ্তাহের প্রতি দিন কিন্তু মশারি টানাবে তুমি আর আমি মশারি গুজব!ঠিক আছেনা।
বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে আমি তোমায় বলে দিব,হুমায়ুন স্যারের মত আমরও ইচ্ছে কোন এক জোছনা রাতে তোমার আমার বিয়ে হবে,চোখ বুজে আমি ভাবি বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে তোমাকে তখন পরীর মত লাগবে।
জোছনা রাতেই আমি এখনও ভাবি তুমি যদি পাশে থাকতে,হৃদয়ের এক এক ইঞ্চি কানায় কানায় ভরে যেত আমার,
আমি হয়তো এখন বেঁচে আছি, হয়তো চলে যাচ্ছে দিন।শুধু তরকারিতে লবনের অভাবে যেমন সব থাকলেও বিশ্বাদ লাগে ঠিক তোমার অভাবে আমার জীবনটা এমনই চলছে।তোমার লম্বা চুলে খোপা করার জন্যে হলেও আমাকে বেছে নিও।রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ থেকে লাল কৃষ্ণচূড়া এনে দেয়ার জন্যে হলেও মাকে বেছে নিও,খুব সকালে যখন বেলি ফুলের মা পড়তে খুব ইচ্ছে হবে,তার জন্যে তুমি আমাকেই খঁুজে নিও।
হয়তো এখন ভালই আছি,কেটে যাচ্ছেদিন,কিন্তু কেউ জানে না . শুধু বসন্তের বিকেলে আমার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় ... শুধু জোছনা রাতে আমার চোখে অমাবস্যা আসে ... ঘোর অমাবস্যা আসে।
"শুধু তুমি থাকলে ভাল হতো" এই কথাটাকে বিশ্বাস করি আমি। কথায় কথায় ছূতায় নাতায় হাজারটা কাজের মাঝে তুমি চলে আসো। আর এরপর অন্সয সব ভালো আমার ভালো লাগে না।তরচেয়ে বরং তুমি থাক খুনসুটি ঝগড়া আর খামচি দুষ্টুমিতে দিন চলে যাক।তুমিহীনতার এই অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটা অসম্ভব না। মানুষ হয়তো ঠিকই বেঁচে থাকে কিন্তু আমার তুমিহীনতায় একদম চলে না কিছুতেই চলে না।
পরিশেষে এতটুকু চাই আমি তোমার সাথে একজনম এমন একটি
সারাদিনের মতো খুনসুটি নিয়ে ভালোবাসা লেগে রবে পরতে পরতে...
তোমাতে - আমাতে, মান অভিমানে।আমিতো সবসময় চাই এটা চাইবোও এখন না হয় তুমি একটু চাও।
ইতি
অনিরুদ্ধ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: অনিরূদ্ধ কি আপনার নায়ক?

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হুমম

২| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

কালনী নদী বলেছেন: অনিরুদ্ধের হয়ে আকাশনীলাতে +++++

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: বসতি গড়ি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.