নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৩১

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

প্রণয়িনী
হৃদয়ে ক্রমশ ঘুণে ধরছে জীবনের রংগিন দরজায়,একটু একটু করে প্রতিনিয়ত ভুলে যাচ্ছে হৃদয় একা থাকার কষ্ট।
এই শহরের পথ,মাথা উচু করে ধুলো বয়ে যায় প্রতিনিয়ত যে রাস্তায় এক মধ্যদুপুরে তোমার হেটে চলা তোমার ঐ কাঁচ ভাঙ্গা হাসি বা রক্তিম সূর্যের আবীর মাখা মুখ এ শহরের রাস্তা এখনো ভুলেনি।
আমার কষ্টগুলো একে একে বৃদ্ধ হয়ে যাচ্ছে,শুকিয়ে যাচ্ছে চামড়া, মুখে সারা দেহে অস্পষ্ট বলিরেখা,আর হৃদয় হচ্ছে হৃদয় চীরযুবা, সেখানে প্রতিনিয়ত হচ্ছে তোমার ছবি আকা।
আমার সুখপাখি গুলো বাচ্চা দিয়েছে,তাদের পালকেও তোমার ছায়া ।
সেই মায়াবতী জলপদ্ম আঁখি,আমি হাতে এমনিতে লেখক নই তবু লেখা হয়ে যায় কতশত চিঠি।
যদি আমি নিজে কখনও ঝাপসা হই তবুও মুছে যাবেনা তোমার ছবি মনের দেয়াল থেকে।
খুব বেশিদিন যখন উষ্ঠা খেয়ে তোমার প্রেমে পড়েছি,কিন্তু কি আশ্চর্য দেখ,আমাকে এক মুহূর্ত শস্তি দিচ্ছে তোমার মুখখানি।
আমার ফুটন্ত ফুলে শোভাময় আমার বাগান, প্রকৃতির মাঝে যদি মিশে গিয়ে থাকো ওদেরকে জিজ্ঞেস করে দেখো আমার প্রতিটি কথায় সত্যি।
জানো আমার খুব ইচ্ছে,ইচ্ছা করে তোমায় নিয়ে জোস্না বিলাশে মাতি।
আজকের রাতের আকাশটা এক বার তাকিয়েই দেখো।
এত বড় একটা চাঁদ উঠছে।ঠিক তোমার রুপের মত উজ্জল হয়ে আছে পুরো আসমান জুরে।রবি ঠাকুরের ঐ গান টা আছে না ?
তুমি কথা কই ও না...তুমি হেটে চলে যাও...এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। ইচ্ছে করে তোমায় নিয়ে একটু হাটি। কত কি যে ইচ্ছে হয় আমার..!আরও কি ইচ্ছে করে জানো?
খুব ইচ্ছে বুড়ো বয়সে সকালের রোদে বসে তোমার আমার একসাথে বাগানে বসে লাল চা খাওয়ার ,বড় ইচ্ছে আমার।জানিনা কতটা বয়স হলে আমরা বুড়ো হবো,কিন্তু একেবারে ঘুমিয়ে পড়ার আগে আমি তোমার সাথে সেই লাল চা টা খেয়ে যেতে চাই,হাতটা ধরে জ্বলন্ত সূর্যটাকে আমাদের ভালবাসার সাক্ষী করতে চাই
তুমি কবে হবে আমার।
কবে ???
হয়তো এটা শুনে তুমি হাসছো,উহু তুমি হাসি বন্ধ করো,কারন
তুমি হাসলে,তারাগুলো ডিপ্রেশনে ভুগে!
ইতি তোমার
যোদ্ধা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫০

কালনী নদী বলেছেন: সুন্দর ! প্রেমপত্রে++++++

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.