নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

অস্থিমজ্জা রক্ত কলিজা শুষতে পারো?

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭


তুমি আমার থামাতে পারো,
অগ্রযাত্রা রুখতে পারো,মারতে পারো,
স্তব্ধ করে দিতে পারো কয়েক মিনিট,কিছুটাক্ষন
হাঁসতে পারো আমার উপর,মুখ বাকিয়ে বলতে পার
আমার মতো অনেক আছে,হাজার ডজন
আমি তবু নাছরবান্দা,লাইনের শেষে দাড়িয়ে থাকা
ঈদ এর টিকিট কালেকশনে মতো করে
তোমার আশায় সারাটিক্ষন
সারাটি দিন সারাটা রাত জনম জনম দাড়িয়ে থাকি
তোমার মাঝে তোমার কাছে খুব সহজে হারিয়ে যাবো
তোমায় আমি ছাড়ছি না,দুড়ে কোথাও যাচ্ছি না
আমি কোথাও যাচ্ছি না
হৃদয়টাকে চিড়ে খাচ্ছে তুমি
যন্ত্রণাতে কাটছে দিন
তোমার আমি আমার তুমি দ্বারা
রক্তাক্ত হচ্ছে প্রতিদিন
ওহে আমার তুমি,তুুমি কি তা বুঝতে পরো
অস্থিমজ্জা রক্ত কলিজা শুষতে পারো?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

ফারিহা নোভা বলেছেন: চমৎকার :)

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৯

কালনী নদী বলেছেন: হৃদয়টাকে চিড়ে খাচ্ছে তুমি
যন্ত্রণাতে কাটছে দিন
তোমার আমি আমার তুমি দ্বারা
রক্তাক্ত হচ্ছে প্রতিদিন!
চমৎকার! +++++++

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.