নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেম সমাচার

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

তোমার এক মুষ্টি প্রেম, ভিখেরির জন্য তুলে রাখ হে বালিকা
সমস্ত রাজ্য, রানী, রাজ সিংহাসন চাই আমার।
অনল বৃষ্টির ভেজা কাক আমি হব না সিন্ধুতে ডুবে মরব,তাতেও রাজি
যদি ভাব উচ্ছিষ্ট ভরা তুচ্ছ তাচ্ছিল্যে
ছিটফোটা ভালবাসায়,
জয় করে নেবে-তবে তুমি অন্ধ, মূক, বধির ।
যে হৃদয়ে ক্লিওপেট্রায় আচ্ছন্ন হয়ে আছে বহুকাল, সেখানে তুমি অবাঞ্ছিত।
আর যদি পুরোটা ভালবাাসা দাও,সমস্ত জীবন তোমাকে-ই ,
তবে নোংরা জামা,ময়লা চুড়িদার ও চটচটে স্লিভলেসে খুঁজে নেব প্রেম
তোমার নামে এপিডেভিড করে দেব সমস্ত জীবন ।
যদি তোমাকে ছুঁতে গিয়ে যদি অামার মৃত্যু অাসে তবে
জীবনের নীল খামে অামার সমস্ত ভালবাসা উইল করে দেব তোমার নামে।



ফড়িং ক্যামেলিয়ার লেখার
কিছুটা পরিবর্তিত

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

কালনী নদী বলেছেন: সুন্দর রুপান্তর! +++
উলে উলের মন্তব্যে রিপোর্ট দিছি।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.