নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

একটু আধটু অল্প তুমি হলে চলে না

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

তরকারিতে হলুদ মরিচ একটু বেশি হলেও
চলে যায়, বেশ চলে যায়!
কিমবা কফিতে সুুগার না দিলেও
তা আমি খেয়ে নি ঢক ঢক করে
তিস্তাতে জল না থাকলেও তবুও সেটা তিস্তাই
চায়ে টেষ্টিং সল্ট মিশিয়ে দিলেও,নতুন আইটেম মনে করে খেয়ে নি।
হলুুদ লাল সবুজ নীল যাই পরিধান করুক নারী
আমাদের তবু মুগ্ধ হতে ভুল হয়না ভাললাগার নিয়মে!
ফুল না ফুটলেও ফাল্গুন, ফাল্গুনই থেকে যায়
শীত কম পড়ুক আর বেশি,তবু মনে হয় কেউ পাশে থাকা জরুরী
কম কম ঘুমানো চোখে রাত্রীর ক্লান্তি ঠিক মুছে যায় পড়ন্ত বিকেলে
যদিও ঝাপসা দেখি চোখে চলে যায় দিব্যি চলে যায় !
কিন্তু,আমার তুমি একটু কম হয়ে গেলে
যতই সামান্য হোক, চলেনা একদম চলেনা
তুমি আমার গরম ভাতে ডিম ভাজা,লাল আলুর ভর্তা সাথে দু চামচ,
বার্মিজ মরিচের আচার,এক লোকমা ভাতে মিশে আছো শ্রম ও ঘামে।
যা পেলে কেএফসি,পিজা হাটও চাইনা
এ বুকে আগুন জ্বলে,ধুপ পুড়ে ছাই হয় বুক
বিষন্নতায় মন মরে যায়,একটু আধটু অল্প তুমি হলে চলে না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: 'তুমিটা' সম্পূর্ণ হলেই ভাল হয়।
ভাল লেগেছে।
+++

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

ডার্ক ম্যান বলেছেন: কতটুকু হলে চলবে

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: পুরোটাই

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

ফয়সাল সোহাগ বলেছেন: দারুন!!!

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

কালনী নদী বলেছেন: সুন্দর++++

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

ফারজানা কাদের বলেছেন: লেখাটা সুন্দর । মনটা ভাল হয়ে গেলো।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.