নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

ফোন কোম্পানীর অপ্রয়োজনীয় অফার ও একটি প্রচলিত গল্প

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

পত্রিকা খুললেই বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর চটকদার সব বিজ্ঞাপনের জমিদারী। এটা করলে এটা লাভ। এই অফার লুফে নিন এখনি। নাহলে পস্তাবেন। আরো কত কী! সবচেয়ে বিরক্ত লাগে ওয়েলকাম টিউনের বিজ্ঞাপন। যে আপনাকে ফোন করবে সে শুনবে গান! অপ্রয়োজনীয় প্রয়োজনের চূড়ান্ত হাতছানি। কালে কালে আর কত কী হবে? কিন্তু দুঃখের কথা এই যে, আমি নিজেও ক’দিন সেটার গ্রাহক বনেছিলাম। সবকিছুই একটু চেখে দেখতে ইচ্ছে করে যে! কিন্তু বিরক্ত ধরে গেল অচিরেই। তাই সসম্মানে বিদায় করে দিয়েছি শিল্পীকে। আহা! আমাকে কেউ ফোন করলেই বেচারাকে বেলা-অবেলায় গলা সাধতে হতো। বিশ্রাম পেয়ে খুশি হয়েছে বোধহয় খুব।

কিন্তু আবার ওয়েলকাম টিউন সেট করার শখ জেগেছে মনে!
টিউন কি দেবো সেটাও ঠিক করে ফেলেছি। এখন প্রোভাইডারেরা সাপোর্ট দিলেই হয় আর কি!
নাম না জানা সেই আপার গলায় একটা কথা বেশ ভালো লাগে, “দুঃখিত। এই মুহুর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব নয়। অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ।”

কেমন হয় বলুন তো?

চলেন এখন ফিরে যাই সেই গল্পে-

কাস্টমার কেয়ারে ফোন দিয়েই বললাম,
“আমি আপনাকে বিয়ে করতে চাই”!
.
.
মেয়ে এক্সিকিউটিভ: “হ্যালো স্যার, বলুন আপনাকে কি
সাহায্য করতে পারি?”
আমি: “আমি আপনাকে বিয়ে করতে চাই”
মেয়েঃ “সরি স্যার, আপনি মনে হয় ভুল নাম্বারে
কল দিয়েছেন”
আমি: “না আমি ঠিক নাম্বারেই ফোন দিয়েছি। প্লিজ
আমাকে বিয়ে করুন”
মেয়েঃ “সরি স্যার। আমি এখন বিয়ে করতে আগ্রহী
না।“
আমি: “আরে শুনুন না। বিয়ের পর হানিমুনে সেইন্ট
মার্টিনে নিয়ে যাবো আপনাকে”
মেয়েঃ “স্যার, বলছি আমি আগ্রহী না। তবুও আপনি কেন
এরকম করছেন?”
আমি: “আচ্ছা আপনি হানিমুনে বিদেশে যেতে চান??
ঠিক আছে তাহলে মালয়েশিয়া, থাইল্যান্ডে হানিমুন
হবে”
মেয়েটি ফোন কেটে ব্লক করে দিল এবার আমি মেসেজ
পাঠানো শুরু করলাম
- “আপনি যেখানে চান সেখানে বিয়ের অনুষ্ঠান হবে।“
একটু পর আবার মেসেজ
“বিয়ের জন্যে শপিং সব আপনার ইচ্ছাতেই হবে”
.
.
শেষমেশ মেয়ে এক্সিকিউটিভ বিরক্ত হয়ে ফোন করল
আমাকে ... .
মেয়েঃ “স্যার বুঝার চেষ্টা করুন, আমি বারবার বলছি
যে আমি আগ্রহী না। তবুও কেন আপনি এরকম করছেন??”
আমিঃ “তাহলে আপনারা কেন সারাদিন আমাকে
মেসেজ পাঠান? কল করেন আপনাদের দুনিয়ার সব
সার্ভিস আমারে জোর কইরা বুঝান, রাত বিরাতে ঘুম
ভাঙ্গান, যদিও আমি আগ্রহী একফোটাও না ! কেনো
কেনো কেনো, জবাব দেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন! মজা পেলুম।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

রোষানল বলেছেন: ;) B-) :P

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হিহিহি

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নুসরাত ইকবাল বলেছেন: ভাই জটিল লিখেছেন। মনে হয় আপনারে দিয়া কিছু হবে। আপনাকেই খুজছে বাংলাদেশ।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: তাই,ধন্যবাদ

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

প্রীতম বলেছেন: ভাই আপনার লেখা দেখার সাথে সাথে মন্তব্য করতে পারলামনা, কারন আধা ঘন্টা সুধু হাসছি আর হাসছি।
ভেবে দেখলাম আপনার কাজটা আমি একবার করে দেখবো কিনা।
খু-----ব ভালো হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: করতে পারেন নাম্বার ব্লক হয়ে গেলে আমি দায়ী নয় কিন্তু বলে দিচ্ছি

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

গেম চেঞ্জার বলেছেন: এইটা কি আপনার লেখা??

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: গল্পটা প্রচলিত এটা বলাই আছে।

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৭

সেলিম মোঃ রুম্মান বলেছেন: যথোপযুক্ত জবাব! কিন্তু মেয়েটার তো কোনো দোষ ছিল না

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এখানে তাকে তো কোন অপমান করা হয়নি,জাষ্ট বুঝানো হয়েছে

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৭

নিয়েল হিমু বলেছেন: কাস্টমার কেয়ারে ফোন করে বল্লে ওরা এইসব ম্যাসেজ বন্ধ করে দিতে পারে । আমি আমার নম্বরে বন্ধ করিয়ে নিয়েছি । আমাকে বন্ধ করার আগে আগে বলছিলো অনেক প্রয়োজনিয় ম্যাসেজ miss হয়ে যেতে পারে । বলছিলাম সাত বছর ধরে চালাই কম্পানি থেকে কোনোদিন প্রয়োজনীয় কিছু আসে নাই । তাই ভিক্ষা চাই না কুত্তা সামলান পিলিজ

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.