নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৩৪

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

মেঘবতী ,

তোমাকে দেখলেই কথা বলতে কেমন যেন গলা শুকিয়ে যায়।
আমি আসলে ইচ্ছে করে তা করি না । তবু কেমনে যেন হয়ে যায়।
তাতে কি?গলা শুকালেই বা কি না শুকালেই বা কি ভালবাসি এটাই তো আসল আর বাকি সবের দরকারইবা কি?

তোমাকে নিয়ে যে প্রত্যহ কত কিছু মনে আসে তা যদি তুমি জানতে?
আসলে আমি তোমাতে অভ্যস্ত হয়ে পড়েছি।তবে ঠিক তা মাদক নয় অক্সিজেনের মত।ঝুম বৃষ্টিতে তোমার সাথে রিক্সায় করে ঘুরাতে আমার খুব ইচ্ছে ?আচ্ছা তুমি কি বৃষ্টি পছন্দ করো?

আচ্ছা তবে তা বাদ দিতে পারি যদি তোমার ঠান্ডা লাগে,ওটা নয়তো পায়ে হেঁটেই কোন এক শীতের সকালে নরম ঘাসের স্পর্শ নিবো, দুজন সারাটা সরওয়ার্দী উদ্যান হাটবো।
বুঝলে মেয়ে নিউমার্কেটের ফুসকা আমার খুব পছন্দ,আবশ্য তুমি চাইলে চটপটিতেই আপত্তি নেই।তবে শর্মা আমার চাইইই চাই।
ঝাঁলমুরি পছন্দ করো?উফফ্ জগন্নাথের পাশে ছেলেটা যে কি জোস ঝালমুড়ি বানায়,মাঝে মাঝে ওটাও খাবো ।

তোমার জন্মদিনে এ শহরের বেছে বেছে ১০১ টা টোকাই জোগাড় করব,তুমি বলতেই পারো তাতে কি ?আমি তাদের প্রত্যেককে ১টা গোলাপ আর একটা চকলেট ধরিয়ে দিবো।তারা উইশ করবে আর বলবে"আফামনি ভাইজান কিন্তু আপনাকে পান্তাভাত,পেঁয়াজ আর কাঁচামরিচের মত ভালবাসে"কি চলবে তো?

তোমার মাথাতে চুমু দিয়ে বলতে পারবেনা "হ্যাপি বার্থ ডে "।শুধু বলব এত দেড়ি করে আসলি কেন শয়তানি,তুই ছাড়া এক প্রহর কি বিচিত্র তা যদি তুই জানতি?অনেক হ্যাপি বার্থ ডে হইসে এবার তোর সেই জ্বালাময়ী হাসি দিয়ে আমায় ধন্য কর।

তোমাকে যে বিশাল আলিশানে রাখতে পারবো না ।ছোট খাট আর ছোট ঘর হবে ?দখিনে বারান্দা বেলকনিতে উঁকি দিয়ে চাঁদের আলো দেখবো দুজন মিলে ।

বিশ্বাস কর আমি সত্যিই পারবো না । .
তোমাকে ছেড়ে একটি মুহুর্তও কাটাতে

এতটুকু বলি শেষে,

মেঘবতী তুমি থেকে যাও,রোদের প্রকোপে রক্ষা করতে অামি দেহ পেতে দিবো,তোমার সফেদ গায়ে রোদের অাঁচড় যাতে না পড়ে।
হৃদয়ে ঝড়বে ভালবাসা মেঘ হয়ে বৃষ্টি শোণিত,অামারও তো অাছে প্রেম নিখাদ পাথার।গলবে না এ প্রেম তোমার এ সামান্য আবহেলায়
থেকে যাও মেঘবতী,মায়াবী হাসির ঐ বান মারো,
থেকে যাও তুমি হাজার শতাব্দি এ বুকের ভেতর।

ইতি
অনিরুদ্ধ

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

বিজন রয় বলেছেন: হা হা হা ....

আমিও আছি।
৩৫??

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কালকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.