নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাতীয় পতাকা

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৪


তোমার আছে রক্তে দোষ,তুমি নও মানুষ
তুমি ধর্মের নামে ধর্ম পোড়াও,মানুষকে বল মালাউন
তুমি জানোনা হে ধর্ম নয় বাড়াবাড়ি করার
এটাই অস্ত্র মানুষকে মানবতা শেখাবার
তুমি যাই বলো শূয়াড়ের মত ঘোৎ ঘোৎ করো
জেনে নিও তুমি জানোয়ার হে,
অসাম্প্রদায়িকতার ক্ষমতা
ভালবাসাককে আমি করে দিব ছোঁয়াচে
সকল ধর্ষকের ঈমানদন্ড কেটে জোড়া দিব
বানাবো একটা বড় স্ট্যান্ড তাতে উড়বে প্রিয়তমার
লাল শাড়ি,ওটাই হবে আমাদের জাতীয় পতাকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি লিখকের রুচির পরিচয় বহন করছে !!! সকল ধর্ষকের ঈমানদন্ড কেটে জোড়া লাগিয়ে তাতে জাতীয় পতাকা উড়াবার সাথে একমত হতে পারলাম না । বরং সকল ধর্ষকের ঈমানদন্ড কেটে জোড়া লাগিয়ে তাতে ধর্ষকদেরকে টানিয়ে রাখা হোক তিন রাস্তার মোরে , আর তাতে সকাল বিকাল থুতু সিঞ্চন করা হোক । সকল ধর্ষকের দৃস্টান্তমুলক শাস্তি হোক এটাই কাম্য ।
জাতীয় পতাকার যথাযথ মর্যাদা রক্ষা করা এবং একে সকলের কাছে গ্রহনযোগ্য সুন্দর দন্ডে স্থাপন করা আমাদের সকলের দায়িত্ব ।

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনাকে হয়তো বুঝাতে পারি নি,এখানে সাম্প্রদায়িকতার ঘৃনার বিরুদ্ধে ভালবাসার শক্তিকে বড় করে দেখানো হয়েছে,আর প্রিয়তমার লাল শাড়িকে সেই ভলবাসার চিহ্ন হিসেবে বর্ননা করা হয়েছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন: কনভিন্সড হতে পারলাম না বলে দু:খিত , খুশী হতাম হত যদি
বানাবো একটা বড় স্ট্যান্ড তাতে উড়বে প্রিয়তমার
লাল শাড়ি,ওটাই হবে আমাদের প্রতিবাদের প্রতিক।



যাহোক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.