নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

একজন শ্যামল হেমব্রাম

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

শ্যামল হেমব্রাম
এমন একজন নেতা চাই নেতা!
প্রতিবাদী নেতা, নিপীড়িত মানুষের নেতা,
অসহায় মানুষের নেতা, দেশপ্রেমিক নেতা!
জোটের নেতা নয়, মহাজোটের নেতা নয়
রাজ’নীতির নেতা নয়,শোষিতদের নেতা চাই।
নেতা চাই নেতা!
সার্বভৌমত্বের নেতা, ভু-খন্ডের নেতা,
অধিকার বঞ্চিতদের নেতা, দাবি অাদায়ের নেতা,
অর্থের নেতা নয়, স্বার্থের নেতা নয়,
মুখোশধারী নেতা নয়,প্রান দিতে পারে এমন এক নেতা।
নেতা চাই নেতা
সুস্থ্য মস্তিস্কের নেতা, সত্যবাদী নেতা,
চোখে চোখ রেখে কথা বলার নেতা
দাবী আদায় অটল শকুনের গুলি খেয়ে আত্মত্যাগের নেতা
ভাষনের নেতা নয়,টাকা কামাবার নেতা নয়
ঐক্য পরিষদ কে অক্ষমতাকে লাথি দিয়ে
প্রতিবাদ কেমনে করে তা বুঝিয়ে দেবার নেতা।
শ্যামল হেমব্রাম'রা মরে না শত অক্ষমদের ভিড়ে
মেরুদন্ড কে আঘাত দিতে ৫২,৬৯ ও ৭১ এর মতো
জানোয়ার দের জবাব দিতে ফিরে আসে।
বেঁচে থাকায় কোন সাফল্য নাই
এমনিতে তো তেলাপোকাও হাজার বছর বেঁচে থাকে।
কি যায় আসে তাতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.