নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৮

উদ্বেগ
তোমার চুলে ছোঁয় ফুল,
হয় আধাঁর কালো মেঘ,
মায়াবতী তোমায় দেখে হয় যে উদ্বেগ।
তোমার ভ্রোমর কালো আঁখি,
আমার হৃদয় সেথায় রাখি,
তোমার সুবাস সদাই আমি এ হৃদয়ে মাখি।

আমি চাই

আমি চাই, খুব করে চাই কোন একদিন আমাদের দেখা হবে
হোক সেটা ভর দুপুর, হয়তো আমি খুব ক্লান্ত থাকবো
হতে পারে পড়ন্ত বিকেলে বাসের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি
উদগ্রীব ঘরে ফেরার জন্য এমন সময়ে
কিংবা কোন এক আগোছালো রাতে
রাস্তায় কেউ থাকবে না যখন
আমি শুধু চাই আমাদের দেখা হোক
আমি দেখতে চাই আমাকে হঠাৎ পিছু থেকে
জড়িয়ে ধরলে তুমি কী করো?
তোমার ঠোঁট কতটুকু হাসে?
তোমার হাসি কতটুকু উজ্জল হয়?
আমি দেখতে চাই তুমি কীভাবে নিজেকে সামলাও
প্রতিনিয়ত তোমায় বুকে নিয়ে আমি সময়ের স্রোত পাড়ি দিচ্ছি
মায়াবতী, তুমি কি টের পাও না?

তুমি বলেই করি

তুমি বলেই আমি মাইলের পর মাইল হেটে যাই,প্রখর রোদ শীত উপেক্ষা করি
এমনিতে আমার বাড়ির পাশে দোকান থেকে ডিম কিনতেও কি আলস্য
তুমি বলেই ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে আমি ছুটতে পারি তোমার একটি ডাকে
অথচও সবাই বলে আমি নাকি এমনি সময় খালি আরাম করি
তুমি বলেই তোমার তৈরী করা সাদামাটা খিচুড়ী ঝাল পেয়াজ নুন দিয়ে ডিম ভাজা খাওয়ার কি ইচ্ছে
এমনিতে আমি আল রাজ্জাক থেকে সহজেই মাংস খিচুড়ী খেতে পারি
শুধু মাত্র তুমি বলেই কোন শীতের রাতে খোলা বারান্দায় দাড়িয়ে মশার কামড় খেতে আমার মধুর লাগে
এমনিতে মশারী খাটিয়ে লেপ ঢাকা দিয়ে শীত নিদ্রা কতযে আমার প্রিয়
শুধু তোমার সাথে সামান্য যুদ্ধে আমার নাওয়া খাওয়া আমার বন্ধ হয়ে যায়
যদিও বন্ধুরা জানে গলির মাথার দোকানের মোগলাই টা আমার কত প্রিয়
তোমাতে ডুবতে চাই অহর্নিশ তাই আমিত্ব কে তুমিত্বের অধিকারে দিয়ে যেতে চাই বলে এত অপেক্ষা
এমনিতে আমি বাসের জন্যেও অপেক্ষা করিনা সিএনজি নিয়ে দ্রুত চলে যাই
তোমাতে আত্মসমর্পণ করি আমি চিরদিন তোমার আসামি হয়ে তোমার মনের বন্দীশালার একমাত্র বন্দী হতে চাই
এমনিতে আত্মসমর্পণ করা বিষয় টা আমার খুব একটা পছন্দ না সেটা অগ্রাহ্য করি আমি
শুধু তুমি বলেই আমি একটার পর একটা বাধা পেরিয়ে আমি চৌরাস্তার মাথায় এসে পৌছাই
এক হাতে পান করি বিশুদ্ধ গরল আরেক হাত রাখি জলন্ত অনলে আর তাতেও আমি সুখ পাই
তুমি বলেই পাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো.....

১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: আমি চাই, ভালো হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা

৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৪

ফারিহা নোভা বলেছেন: চমৎকার :)

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১:১৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.