নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

আসছে ফাগুনে দ্বিগুণ হব

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

কষ্টের সময় কিংবা মন খারাপের সময়
আমি তোমারই নাম নি মনে মনে
তুমি বুঝেছিলে কিনা জানিনা তবুও
তুমিহীনা নিজেকে ভীষণ একা লাগে।
আমি নিরাশ্রয় পাঁচটি আঙ্গুল বন্ধক রাখব ,
বাজার দরের নষ্ট কথা ইরেজারে এস্ট্রেতে রেখে ,
বর্ণচোরার হাতের রেখা আঁকব কোন নদীর ছায়া ।
আমি শুধু ক্লান্ত হব তবু তুমিহীনা শান্ত হব না।
বর্ণচোরার দুয়ার হতে অল্প কিছু রং চোরাব ,
তোমায় নিয়ে আজব – গজব পোট্রেট এঁকে ,
শহরতলী মোড়ে মোড়ে তোমার নামে সাইনবোর্ড
বানাবো কেমন?
তুমি রাগ করে দূরে থাকলে তখন এই কষ্ট
বুঝানোর সত্যিই কোন ভাষা থাকে না।
আমি নিজেকে করেছি তোমার নামে,আমি তোমারই রব
কথা দিচ্ছি তুমি আমি মিলে আসছে ফাগুনে দ্বিগুণ হব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.