নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

ওভাবে প্রেম হয়না

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:০৬


তোমাকে ভুলতে না পারার যে অসুখটা
আমায় পেয়ে বসেছে,খেয়ে নিচ্ছে চারিপাশ
সেই অসুখটা না থাকলে বুঝা যায়
ওটা প্রেম নয়,প্রেমের মত হবে কিছু।
তোমাকে নির্মান করি সমস্ত ভালবাসার বিনিময়ে,
নিজেকে ছিন্ন করি তোমাতে মেলার প্রত্যয়ে
অমৃত প্রত্যাশা যদি না থাকে তোমাতে তাহলে
বুঝে নিও ওভাবে প্রেম হয়না।
স্মৃতির গলিপথ যেখানে তোমার ঠিকানা খুঁজে নেয়
তোমার শাড়ির আঁচলে হয় আমার পূর্ণজন্ম
এক প্রজন্ম যদি তোমার-আমার গল্প না শোনায়
তবে বুঝে নিও ওভাবে প্রেম হয়না।
যদি জুলজির শ্রেণীবিন্যাস,উচ্চতর গণিতের ক্যালকুলাস,কটলারের মার্কেটিং
আর আমার "তুমি"নামক মাথা ঘুরানো ব্যাপার স্যাপার নাই থাকে
কতটা কাল কতটা বছর নয়,একমিনিট বা ভগ্নাংশের কিছু সময়ে
তোমার চোখে জীবন দেখা বা তোমাতে বসত গড়ার প্রত্যয়ে
তোমার সাথে অনন্তকাল বাঁচার প্রত্যয়ে যদি তোমার জন্যে মরতে না পারি
তবে ওটা প্রেম নয় হবে হয়তো প্রেমের মত কিছু।
ঠিক তাই এভাবে ওভাবে কিভাবে প্রেম হয় জানা নেই
এতটুকু জানি তোমার নামে শেষ হতেও মানা নেই
যদি প্রেম বলে কিছু থেকে থাকে তবে,তুমি হয়তো আমার তাই
অথবা তুমি আমার তারচেয়েও বেশি কিছু।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৩

কানিজ রিনা বলেছেন: প্রেমতো একটাই যাকে দুর থেকেও মনে রাখা
অনুভব করা। আল্লাহ্কে যেমন না দেখে
স্বরন করা। ভালবাসা অনেক সকল রকম
ভালবাসায় জড়িয়ে একজনকে টিকে রাখার
নাম প্রেম। কয়জন তা পারে। ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আসলেই ঠিক বলেছেন,একজনে মরতে পারে এমন আছে কয়জনা???

২| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: গভীর প্রেম !

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: তারচেয়েও বেশি কিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.