নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কমরেড

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

কমরেড,মধ্যরাতে বাড়ুক না কিছু অসুস্থ্যতা
লাল-নীল বাতিগুলো মোহ ছড়ায় দূর থেকে দূরে
এখানে তোমার খোঁজে আমাকে পাড়ি দিতে হয়
দীর্ঘ পথের চোখ ঝলসে দেয়া পিচ।
তোমায় দেখে,তোমায় ভবে এমনকি তোমার নামে
আমার অপরিচিত নগর,প্রাণ পায় প্রতিনিয়ত।
তোমার গায়ের কিছু মিষ্টি সুবাস ছড়িয়ে দেয়-নগরীর বুক জুড়ে
আমি তোমাতে মজে রই,যে শহরে প্রেম কেনাবেচা হয় জলের দামে
যেখানে স্বপ্ন হাত বদল হয় রোজ;
যেখানে ভালবাসার নামে আজ হয় লেনদেন।
যেখানে তোমার আমার গল্প এখানে নিরবধি
ঢাকা পরে –মিথ্যা কথার জৌলুসে।
এই শহরের সভ্যতারা বয়ে বেড়ায়
এক একটা না পাওয়া ব্যার্থ প্রেমের ইতিহাস
পুঁজিবাদের দেয়াল গড়ে তোমার-আমার শুদ্ধ
সবুজ বেঁচে থাকার সবটুকু অবলম্বন জুড়ে।
তবুও বলতে চাই আমার নিঃসঙ্গতার দিব্যি,
আমার হৃদয় জুড়ে আজ তপ্ত রাজপথ
মিছিলে এসো আজ,তোমার নামে স্লোগান হোক
রাজপথ কাপিয়ে বলবো কমরেড তুমি আমার
জানুক বিশ্ব-লোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.