নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার তীব্র আন্দোলন

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

তোমার চোখের ভাষা পড়ার মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ করা হয়,
সুধীমহলে তীব্র নিন্দা জ্ঞাপন করবো।
"চোখের ভাষা বুঝতে চাই" শ্লোগানে
হবো প্রেস ক্লাব অভিমুখী।
প্রতিপক্ষের চোখ রাঙানিকে প্রত্যাখ্যান করে
হবো দাবি আদায়ে এক রাজপথের সৈনিক।
তোমার পায়ে চলার পথে চলতে যদি না পাই অধিকার,
যদি বাঁকা চোখে খর্ব করা হয় আমার প্রতিটি পদযাত্রা,
তবে রাজপথে নামবো যৌথ হাঁটার দাবী নিয়ে।
শহরে কারফিউ জারি হবে।
প্লাটুন প্লাটুন সেনা মোতায়েন করা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তবুও এ আন্দোলন ঈদের পর হবে না।
যদি ভালবাসা না দিয়ে রক্তাক্ত করো টিয়ারসেলে,
দাবি আদায়ে ছুটে যাবো সুদূর জনপথ থেকে বঙ্গভবন।
সমস্ত একতরফা প্রেমিকদের নিয়ে বসব আমরণ অনশনে।
"তোমার আগুনে কয়লা হতে আসিনি, হৃদয়ের দাবি নিয়ে এসেছি।"
এই শিরোনামে অব্যাহত থাকবে আমাদের মৌন মিছিল।
তোমার ভালবাসার সংসদে আমি খাঁটি আপোষহীন বিরোধীদল,
তোমার অনুপস্থিতিতে বসবো না প্রধানমন্ত্রীর চেয়ারে,
তোমাকে পাই বা না পাই,
আমাকে পাবে তুমি তোমাকে চাওয়ার প্রথম মিছিলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০

মেহেদী হাসান তামিম বলেছেন: ভালো লিখেছেন

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.