নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

নষ্ট হব, হবে-২

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

আমার ফেরার পথগুলো সব একে একে রুদ্ধ হোক,
তোর সাথে আমার তবু ক্ষনে ক্ষনেই যুদ্ধ হোক।
দুজনেতে চল বালিকা হয়ে যাই আজ নিরুদ্দেশ,
একসাথে চল ত্যাগ করি সব, ছেড়ে যাই এ ভীরুর দেশ।
চল বালিকা হারিয়ে যাই, তেপান্তরে একসাথে
নির্ভয়ে তুই ও বালিকা, হাত রেখে দে এই হাতে।
ছুয়ে যা তুই হৃদমাঝারে, তোর পরশে মুগ্ধ হই
জ্বালিয়ে তুই দে আমাকে, তোর প্রেমেতে দগ্ধ হই।
তোর-আমার এ প্রেমেরই রেশ কিছুটা রয়ে যাক,
গল্প শেষে একটু না হয় প্রেম আমাদের মুক্তি পাক
রক্তাক্ত এক পলক নিজের চোখে দেখলে তবে
বুঝবি অবাকপ্রেমের কষ্ট কাকে বলে?
তাইতো আজাদ দা বলেছেন-
অবাকপ্রেমের মিলবে দেখা নষ্ট হলেই তবে;
একপৃথিবী, এক আহ্বান -- নষ্ট হব, হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.