নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

জানো কি তুমি?

২৪ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

জানো কি তুমি ?
আমার হৃদয়-অরণ্যে আজ সর্বনাশা দাবানলের তাণ্ডব,
কত হাজার বছর সেথায় বৃষ্টি পড়েনা !
তোমার হৃদয়ের অলিন্দে উঁকি মারতেই
সবকটি জানালা তুমি ধুপধাপ বন্ধ করে দিলে
যত্নে রাখা তোমার বুকের দামী আসবাবগুলো
আমি নুলো ভিখারির মত বসে থেকেছি তোমার বন্ধ দরজায়
আজ সান্ধ্য বৃষ্টিতে জানিনা কি কারণ তোমাকেই ভেবে উদাস ছিল মন
তুমিও কি দাঁড়িয়েছিলে এসে বারান্দায় কিছুক্ষণ?
আজও কি উড়িয়েছিলে শাড়ীর নীলাচল?
মনে কি পড়েছিল আমার কথা!
তুমিও কি ভিজোনি,কাকভেজা দাঁড়িয়ে একা?
দাগ পড়ে যাবে ভেবে ছোঁয়াতেও দিলেনা এ দুটি পাপী হাত
অথচও তোমার শরীর জুড়ে অমি সম্পূর্ন একটা ধর্মগ্রন্থ দেখতে পাই
যার ভেতর আমার হৃদ ইশ্বর উকি মারে
তোমার অবহেলার হাজারো অভিযোগ নিয়ে আমি
তোমার ধর্ম-গ্রন্থের সামনে নত মস্তকে দাড়াই
তোমার চোখে অবগাহনে অমি শত সোয়াবের শান্তি পাই
আমি সমস্ত আঘাত ভূলে যাই
ঈশ্বর ও নারীর রুপ আমি তোমার মাঝেই দেখতে পাই।
তোমার কি জানা আছে?
তোমার অষ্টাদশী বুকে উপচে পড়েছে যৌবনের উত্তাল ঢেউ
এর পুরোটা না নিয়ে এ ভিখারি বিদায় নিবে না
তবে আমি চোর নই কিমবা তোমাকে নিঃস্ব করতেও চাইনি,
বরঞ্চ নিজের সর্বস্ব উজার করে দিয়ে তোমার কাছে একটিবার,
চয়েছি তোমাকে এ চাওয়ার বিকল্প কোন শব্দ নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রুরু বলেছেন: আমি নুলো ভিখারির মত বসে থেকেছি তোমার বন্ধ দরজায়

এতটা ক্লিব হওয়া কি ঠিক?

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: উপমা হিসেবে ব্যাবহৃত হয়েছে লাইনটি,অন্তর্নিহিত অর্থ তুমি আমার একজনমের তপস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.