নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তুমি বলেই করি

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

তুমি বলেই আমি মাইলের পর মাইল হেটে যাই,প্রখর রোদ শীত উপেক্ষা করি
এমনিতে আমার বাড়ির পাশে দোকান থেকে ডিম কিনতেও কি আলস্য
তুমি বলেই ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে আমি ছুটতে পারি তোমার একটি ডাকে
অথচও সবাই বলে আমি নাকি এমনি সময় খালি আরাম করি
তুমি বলেই তোমার তৈরী করা সাদামাটা রান্না পেয়াজ নুন দিয়ে ডিম ভাজা খাওয়ার কি ইচ্ছে আমার
এমনিতে আমি আল-রাজ্জাক থেকে সহজেই
মাংস খিচুড়ী খেতে পারি
শুধু মাত্র তুমি বলেই কোন শীতের রাতে খোলা বারান্দায় দাড়িয়ে মশার কামড় খেয়ে তোমার কথা ভাবতে আমার মধুর লাগে
এমনিতে মশারী খাটিয়ে লেপ ঢাকা দিয়ে শীত নিদ্রা কত যে আমার প্রিয়
শুধু তোমার সাথে সামান্য কথা বলার ইচ্ছেতে নাওয়া খাওয়া আমার বন্ধ হয়ে যায়
যদিও বন্ধুরা জানে গলির মাথার দোকানের মোগলাই টা আমার কত প্রিয়
তোমাতে ডুবতে চাই অহর্নিশ তাই আমিত্ব কে তুমিত্বের অধিকারে দিয়ে যেতে চাই বলে এত অপেক্ষা
এমনিতে আমি বাসের জন্যেও অপেক্ষা করিনা সিএনজি নিয়ে দ্রুত চলে যাই
তোমাতে আত্মসমর্পণ করি আমি চিরদিন তোমার আসামি হয়ে তোমার মনের বন্দীশালার একমাত্র বন্দী হতে চাই
এমনিতে আত্মসমর্পণ করা বিষয় টা আমার খুব একটা পছন্দ না সেটা অগ্রাহ্য করি আমি
শুধু তুমি বলেই আমি একটার পর একটা বাধা পেরিয়ে আমি চৌরাস্তার মাথায় এসে পৌছাই
এক হাতে পান করি বিশুদ্ধ গরল আরেক হাত রাখি জলন্ত অনলে আর তাতেও আমি সুখ পাই
তুমি বলেই পাই।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ে কইরা লন। তারপর এসব আবেগ দেখা যাইব...

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: করব সামনেই

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ্লেখা আরও সুন্দর করে গুছিয়ে লিখতে চেষ্টা করুন।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: অবশ্যই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.