নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৯৮

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০১

প্রিয় চারুলতা,

তুমি যাবে কি আমার সাথে?দেবে কি অনেকটা পথ পাড়ি? যতোটা পথ পাড়ি দিয়ে ছুঁতে চেয়েছি তোমায় অন্তত ততোটা পথ !যতটা বাসি তোমায় বাসবে কি ঠিক ততোটা না হলেও তার অর্ধেক !
আমি তোমার ভিঞ্চি হবো তুমি কি ক্যানভাস হবে?তুমি আমার ক্যানভাস হলে সেখানে আঁকবো আমার ডাগর চোখের মোনালিসাকে।যদি নাও বাসো তবুও হাতটা বাড়াও আমি একবার তোমার ও আঙ্গুল ছুঁয়ে দিতে চাই।তোমার ঐ আঙ্গুলেই আমার শেষ ইচ্ছেদের বসবাস কারণ এরপর হয়তো কোন এক ভোরে সবাই আবিস্কার করবে নশ্বর আমাকে !কিন্তু আমি বেঁচে রইবো তোমার মাঝেই অনন্তকাল।

আচ্ছা বালিকা কী ব্যাপার, বলো তো?লাল শাড়ী আলতা পায়ে পায়েল রেশমি চুলে গলার মালা
সুস্থ থাকতেও দেবে না দেখছি!আমাকে অসুস্থ করছ তুমি ইস্ এসব যদি হতো আমারই জন্যে ।

তুুমি কি জানো তুমি রাগলে তোমার আগুন রূপে আমি ঝলসে হই কাবাব।মরেছি তো সেই অনেক আগে চোখ পুড়েছে কবেই ! রাণী আমার রাণী যেনো আজ ঠিক রাজপ্রাসাদের সুয়োরাণী।ইমম ভাবছি একচিলতে কুঁড়েঘর বানাব তোমার জন্যে।দেখো দেখো একটিবার হৃৎপিণ্ডটি ছুঁয়েই দেখো না
বড্ড অস্থির বড্ড লাফাচ্ছে ক্ষণে ক্ষণে তোমাকে হারানোর বড় বেশী ভয় এ-মনে।রূপকথার সুয়োরাণী আর দুয়োরাণীকে ভেবে আমাকে হারনোর ভয়।তুমি আমার সুয়োরাণীই হবে কেমন?প্রাসাদের না আমার একচিলতে কুড়েঘরের সুয়োরাণী ।আমার রাণীর রূপের কাছে কেট উইনসলেট ও যে নস্যি !

মাঝে মাঝে কটু রাগ করো কেমন?তোমার চোখের আগুনে ঝলসে গিয়ে আবার তোমার চোখদিঘীতে ডুব দেব আমি যতন করে !

আজ কালকার কে কাকে কত বেশী ভালোবাসে সেই স্তবকের বেহায়াপনায় লজ্জা পায় সাক্ষাৎকার দেখা টিভি দর্শক কেউবা করে ঈর্ষা অনেক কেউ করে আফসোসও তেমন --"আহা এতো সুখ! আমরা যদি ঠিক এমনটি হতাম অথবা ডার্লিং নামক এই পচা সম্বোধন ওসব বাদ দিয়ে তোমার আমার প্রেম হবে রুপকথা।দেখতে পাচ্ছি দিব্যি আমাদের আগামী কাজের পরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে
মুখ মুছবো তোমার মিহি আঁচলে,আগলে রাখবো পাঁজর দিয়ে।আকাশ দেখবো দুজন মিলে ঝুলন্ত দোলনায়।দুঃখ-কষ্ট শুষে নিয়ে সুখের দোলে দোলাবো তোমাকে ।আমি কখনো তোমার দেবতা হতে চাই না দেবী !কেবল ভালোবেসে কাটিয়ে দেবো জনম জনম, চাইলেও কখনো একা হওয়ার পাবে না সুযোগ।
এই যে জীবন সেই কবেই উৎসর্গ করেছি তোমায়।কখনো কোথাও হারিয়ে যেয়ো না ছেড়ে যেয়ো না !
আমার যে আর কিছুই নেই গো তুমি ছাড়া।তোমার বেদীতে প্রাণটি সপে ভালোবেসে নিঃস্ব হব আমি।
শুধু কেবল সুদৃষ্টি রেখো,প্রিয় মায়াবতী আমার।

কুয়াশা শাড়ীর আঁচলে আমাকেই লেপ্টে দিও সুবেহতারার রঙে.. স্নিগ্ধ চাঁপার ঘ্রাণে। জান,আমি খুব ঘ্রাণ ভালোবাসি প্রিয়! শহর জুড়ে পাগলাটে ঘ্রাণ তোমার ভেজা চুল, নীলগিরির নীল ওড়না মেহেদিপাতা ভুলে যাওয়া মুখের ছুটে চলা একান্ত জীবনবোধ। আর দূর কোনো স্টেশনে ট্রেনের ডাক কান্নার মতো বুকে পোষা ঘ্রাণ!

তুমি হয়তো বলবে, বিফল আদরে নষ্ট সব নস্টালজিয়া?
হয়তো নিকট অতীত ঘোরের স্মৃতিস্তম্ভ! এপাশের শুণ্যতার দেয়াল পেরিয়ে যতটা ঘুম.. মনের দরজা খুলে দিলেই রক্তে মাংসে কাঁপুনি দেয় মহানন্দা নদী! তারপর তুমিময়তায় এক পাগলেের প্রলাপ!

এইসব কুয়াশা.. বেদনার কাফন, তোমায় চিরচরিত পাবার ঘোর - যেন চিরকালই রহস্যের রাতপ্রহরী!

আমি তুমিমতায় বাঁচি,তুমিময়তায় মরি,তুমিময়তায় দিচ্ছি এমন ভালবাসার পুলসিরাত পাড়ি।

আমি তোমারই
নিখিলেষ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃৃতজ্ঞতা

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

ABDUL ROHID MOLLA বলেছেন: অসাধারণ লেখা

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমারো এক মায়াবতী ছিল ,, আছে,,, থাকবে ।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হৃদয়জুড়ে থাকুক এমন মায়াবতীরা

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: বলতে লজ্জা নেই, রকম চিঠি একসময় আমিও প্রচুর লিখেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: চিঠি লেখা তো পাপ নয়,আবার লেখুন ,আমার ইচ্ছে আছে ১০০ চিঠি নিয়েে ববই প্রকাশ করব,চিঠি গুলো দেখে রিভিউ দিলে খুশি হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.