নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

বিষাদ কাব্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৩

ধরো তুমি চলে যাচ্ছ প্রতিক্ষণে মনে পড়ছে তোমাকে
তোমার কথা,তোমার জন্য এতো ব্যাকুলতা
হারিয়ে যাচ্ছি ভাবনার সাগরে তোমায় ভেবে
আবার হারাচ্ছি না,ভবিতব্য ভেবে যে যায় যাক না।

ধরো তুমি চলে যাচ্ছ মনের ঘরে
স্বপ্ন সাজাচ্ছি তোমায় নিয়ে কেনো থাকো
আমায় ছেঁড়ে দূরে আমিতো পারিনা এক মুহূর্ত
এ প্রশ্ন আসছে মনে,আমি ভাবছি আবার ভাবছি না
আমায় ভুলে থাকা যদি হয় তোমার শঠতা
তবে তুমি হীনা নিজেকে নিঃশ্ব আর লাগেনা।

ধরো তুমি চলে যাচ্ছ,শুন্যতা আসে নেমে হৃদয় জুড়ে
তুমি আসবে বলে সকালের রোদে হঠাত মিলিয়ে যাওয়া শিশিরের ফোঁটাগুলো,জেগে উঠেছে হাঁড় কাপানো শীত
এলোমেলো ছন্নছাড়া যে লাইনগুলো ঘুরে বেড়াচ্ছিল আমার বোধের চারিপাশে,শব্দ জরে ছান্দিক তুমি নামের কবিতা
আমি আবৃতি করছি আবার করছি না মনের ভাষা যদি
বুঝতে লাগে তোমার শতবর্ষ এমন বোধহীন তুমি আমার কাম্য না।

ধরো তুমি চলে যাচ্ছ তোমার গমনের সংবাদ পেয়ে
মনের মধ্যে জমে থাকা তোমার চুলের মত কালো মেঘ,
টিনের চালে টুপটাপ ঝরে পড়া বৃষ্টির শব্দ,
সেও থেমে গেছে চাপা কান্নার আওয়াজে
মায়ের আঁচল ধরে মুখ ভার করে ছিল যে ছোট্ট ছেলেটি,
কিংবা চকোলেট পায়নি বলে কেঁদে বুক ভাসানো ছোট্ট মেয়েটি,
তাদের আমি বলে দিয়েছি চুপ করো,আবার বলছি না
যাকে সবকিছু ঠিক করে দেয় অন্য কেউ তাকে নিয়ে জীবন আমি সাজাচ্ছি না।

ধরো তুমি চলে যাচ্ছ,কিছুই আজ নেই যে তুমি থাকবে
ঝগড়া করে পাড়া গরম করা সেই জাঁদরেল মহিলাগুলো নেই
আমার চেনা সেই শান্তির পায়রাগুলো নেই
গলির মোড়ের কুকুরটি ইতিউতি তাকাচ্ছে চারপাশে,
হয়তো তোমারই খোঁজে,আমি চিন্তা করছি আবার করছি না,আমাকে যে না বুঝে তাকে বোঝার কি দরকার?

ধরো তুমি চলেই যাচ্ছ,পৃথিবীর সব কালো,
সব আলোয় তুমি আর আসবেনা বলে আমি খুব বুঝতে পারছি,
নিজের অজান্তেই বিষাদের এক টুকরো মেঘ ক্রমশ
ঘনীভূত হচ্ছে এই মনের আকাশে
যেকোন সময় বৃষ্টি হয়ে নেমে আসবে হৃদয় উঠোনে,
ভাসিয়ে নিয়ে যাবে তোমার সবকিছু
আমি বলছি থেকে যাও আবার বলছি না
তোমার অধর, চিবুক এমনকি নাকের ডগা
গায়ের গন্ধ ভাল করেই জানা,আরো জানা আমার তুমিকে,তুমিময়তায় তুমিহীনতাকে
যদি ভালবাসি বলাই হয় সবকিছু তবে আমি বলেছি তারও অধিক কিছু
সব ভঙ্গেচুরে আমায় বুঝে, তুমি কি আসতে পারোনা?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার বিষাদ কাব্য আমার মধ্যে বিষাদ তৈরি করতে সক্ষম হয়েছে।

১১ ই মে, ২০১৮ দুপুর ১:১৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আমি ধন্য যে আমি সক্ষম হয়েছি

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

ন্যায়দন্ড বলেছেন: অসাধারণ!
++++++++++++++

১১ ই মে, ২০১৮ দুপুর ১:১৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভালবাসা নিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.