নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

সুহাসিনী

২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯

সুহাসিনী

আমি যা দেখি তুমি তা দেখো ?
আমি দেখি তোমার সেই পুরানো শহরে,
বৃষ্টি মাখা এক দুপুরে বাষ্প চোখে কল্পনাতে,
আমি শহর আঁকার নামে শুধু তোমায় এঁকেছি,
শহর নগর বন্দর জুড়ে আমি শুধু তোমাকেই দেখেছি।

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তুমি, দেখি আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো,
তারপর বাস আসে ট্রাক আসে
ঐ যে চৌরাস্তার মোড়,তারপর তুমি খেলছো হৃদয়জুড়ে;
তবু আমার তুমিহীনা কোনো পৃথিবী নেই
তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি-আমি তোমাকে লিখছি পৃষ্ঠার পর পৃষ্ঠা,
এটা শুধু একটি প্রেমপত্র নয়, নয় শুধু একটি কথামালা!
আমি শুধু আজ একটি কথাই লিখবো,
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
তোমাকে ভালবেসে আমি তোমাকেই লিখবো !
আমি তোমাকে দেখছি সমস্ত অনতিক্রমের সীমান্ত রেখা পেরিয়ে!

প্রিয় সুহাসিনী আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি সময়টা থমকে আছে,
ব্যাস্ত সবাই যে যার কাজে,
তুমি শুধু আমার সামনে হঠাৎ আমার বিদ্রোহী আর অস্থির দুই ঠোঁটের ছোঁয়ায়,
আমি রাঙাতে চাই তোমায় বাহুডোরে,আমি চাই
পৃথিবীটা থমকে থাকুক তুমি নামক করিডোরে!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি হৃদয়ে পায়ে নাচছো তুমি,
আমার সমস্ত আকাশজুড়ে আকঁছো তুমি,
পৃথিবীর সব গান একি সুরে গাইছো,
তুমি মানেই জীবনে আমার শত বসন্ত!
তোমার মায়াবন্ধনের আবদ্ধতায় আমি আমার
সকল বোধের সংঙ্গা হারিয়েছি!
বিশ্বাস আর ভালোবাসার অন্ধত্বতায় তোমার মাঝেই হারিয়েছি এই আমার আমি!
এই একজন তুমি দিয়ে যদি সারাটা জীবন কাটানো যায় তবে একজন তুমিতেই পুরো পৃথিবী ঘুরে আসা সম্ভব,
তিন লাইনে পৃথিবীর পরিচয় দেয়াও সম্ভব।
শুধু তোমায় ছাড়া থাকাটাই অসম্ভব!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তোমাকে জয় করার আশায় সৈনিকের কড়া পোশাকে মুড়িয়েছি আমার আপাদমস্তক।
তোমাকে ভালোবাসার সুতীব্র বাসনা
আমাকে দাঁড় করিয়েছে শত অলৌকিকতার সামনে!
তোমাকে পাবার তাড়নায় আমি সমস্ত অসম্ভকে
ফাঁকি দিয়ে পরিয়েছি সম্ভবতার বিশুদ্ধ চাদর।
তবুও মৃত্যু কে বাধা দিয়ে জীবন খুঁজতে তুমিনামক অমৃতের কাছে আসি,
হয়তো হঠাৎ একদিন দেখবে এই আমিই তোমার সামনে দুই হাঁটু গেঁড়ে চিৎকার করে
এই পৃথিবীকে জানিয়ে দিব আমি তোমাকে ভালবাসি!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তোমাকে বলতে বিশেষ কোনো
সম্ভাষণের প্রয়োজন নেই। তুমি আসলেই,
সূর্য প্রখরতায় এমনিতেই আমি রঙিন হয়ে ওঠি।
তোমাকে স্বপ্নে দেখলেই কিছু সময়ে চোখের জ্যোতি কমে যায়, শ্রবণ শক্তি ক্ষয়ে যায়,
হঠাৎ দেখি তুমি নীল রঙা শাড়ি।
অবাক বিস্ময় তুমি কাঙ্খিত সে নারী!
তোমার কপালজুড়ে বসে ছিলো রক্তলাল চাঁদ,
এ জীবনে তুমিছাড়া সবকিছু বাদ!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি এজন্ম একজনমে তোমাতেই ক্ষয়!
এমন যে তোমাতে মরে,সুহাসিনী তাকে ছাড়তে নেই!
তুমি জানোনা হে! বুদ্ধদেব গুহ বলে গেছেন - "মধুতেই যে মরে, তাকে বিষ দিয়ে মারতে নেই।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও, ঢাকা
৩১.৫.১৮

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫১

স্রাঞ্জি সে বলেছেন: সকাল সকাল প্রেমের কবিতায় মন ভরে গেল।

২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.