নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

একজন প্রেমিকের পোষ্টমর্টেম রিপোর্ট

২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৫৫

একজন প্রেমিকের পোষ্টমর্টেম রিপোর্ট

তুমি আমার শরীর তো তাই বোঝনা সবকিছু
মনের জোর এ উড়িয়ে দিয়ে অসুখ তাড়া করি স্বপ্ন ঘুড়ির পিছু!
অন্ধ তবু তোমায় কেবল দেখি, তোমায় আমার অলীক স্বপ্ন লাগে,
তুমি আমার প্রথম শোনা গান দ্বিতীয় মৃত্যুর আগে।
তোমাতে ডুবে যাবার আগে প্রতীকী মৃত্যুর আগে,
আমি একবার তোমায় ভালবেসে ফেলেছিলাম!
আমার দ্বিতীয় মৃত্যুর আগে তোমাতে ডুবে যাবার আগে
একটি পোস্টমর্টেম রিপোর্ট তৈরী হতে পারতো!
তাতে লেখা হবে কিছু কথা কিছু হাহাকার!
আমার পুরোটা জুড়ে তুমি বাসা বেঁধেছো;
আমি 'তুমি' নামক মরণব্যাধিতে আক্রান্ত!
কোনো একদিন খুব রাতে,আমিও বাসা বেঁধে যাবো
তোমার চিবুক থেকে নাভিতে।
একদিন, তুমিও খুব 'আমি' রোগে ভুগবে!

আর ঠিক এই 'আমি' যাবার আগে জেনো,এই আমি কতো অদ্ভুত;
কতোটা অদ্ভুতভাবে মিলিয়ে গেছি; তোমাকে হয়না বলা সেকথা!
আমার ছিলো শুধু তুমি নামের কিছু দূর্বলতা!

আর যা লেখা হবেনা তা হলো
এক্সিডেন্ট করেছি আমি,চোখে শুধু তুমি ছিলে বলে
ঠিকরে বেরিয়ে আসছে ঘিলু,যার প্রতিটি নিউরনে তুমি ছিলে!
প্রতিটি রক্তের কনা যা ঝরছে অবিরাম!
প্রতিটি কনায় তুমি আছো,চুল কিমবা গায়ের ঘাম,
সেই হিমায়ীত বাক্স,যাতে আমি বন্দী
সেইখানেতে তুমি আমার নীরব সঙ্গী।
মানিব্যাগ বা বুকপকেট সব জায়গায় তুমি ছিলে,
থাকবে সেথায় আজীবন,আমি কোথাও হারলে
লাশ কাটা ঘর- যেখানে আমি যাচ্ছি!
জমাট বাধা রক্ত আর অস্থিমজ্জা নিয়ে তোমাকেই ভাবছি,
বের করা মাথার চাড়া বা হৃদয়ে তুমি আছো।
বাটাল বা ছেনি দিয়ে তোমায় খোদাই করছি অবিরত,
প্রতিটি শেলাই অথবা ব্যান্ডেজে তোমার হাতের স্পর্শ,
তোমাকে পাবার আশায় অস্থিমজ্জা করছে সংঘর্ষ!!

বের করে নেয়া হৃদয়টাতে দিচ্ছে আশার ঝিলিক,
শকুনে খেয়ে গেছে চোখ তবু চেয়ে দেখো-
একমাত্র আমি ছিলাম তোমার প্রেমিক!

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
১.৬.১৮
ঢাকা মেডিকেল,শাহবাগ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: কবিতাটা কেমন ছিল টা বলতে পারবনা, তবে এর কথাগুলো এককথায় অসাধারন ছিল।

বের করে নেওয়া হৃদয়টাতে দিচ্ছে আশার ঝিলিক,
শকুনে খেয়ে গেছে চোখ তবু চেয়ে দেখ-
একমাত্র আমি ছিলাম তোমার প্রেমিক!


প্রিয় মানুষটিকে এমন নান্দনিক কিছু উপহার দিতে পারাটা অনেক গৌরবের ব্যপার।

২| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: এই রকম প্রেমিক সব মেয়ে চায়।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

জাহিদুল হক শোভন বলেছেন: কি কবিতারে ভাই। ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.