নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

শোনো ওভাবে হেসো না প্রিয়!

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

শোনো ওভাবে হেসো না প্রিয়!

তুমি একবার হাসলেই এই অপেক্ষা করা প্রেমিকা
ঠোঁটে চুম্বন জমা দিতে হয় উদ্যোত,
ভাতের মাড় পড়ে হাত পুড়ে যাবার মত হয়;
আমার ভেতর শত আমি হই আহত নিহত!

শোনো ওভাবে হাসতে নেই!

তুমি হাসলেই,
চোখের নিচের কালি ঢেকে দাও ঘনকালো কাজলে।
আর হৃদয় আচ্ছন্নকারী তোমার মায়াজালে
মাদকাসক্ত করে দাও আমার পুরো বিকেল!
আমার মনে হয় অপেক্ষা করা আমি পৃথিবীর একমাত্র মানুষ
আমার পর আর কেউ নেই কিছু নেই!

ওভাবে হাসতে নেই!

তুমি হাসলেই পৃথিবীর সবচে সুন্দর নারী লাগে তোমাকে,
মনে হয় হাত বাড়িয়ে রাখি তোমার পানে এক থেকে শত আলোকবর্ষ!
তোমার চোখের কোমল পানিতে ধুয়ে ফেলা রাতবালিশটাও জেনে গেছে
আমি হাতের রেখায় তোমায় আঁকি!
নিজের বুকের বাম পাশটাতে কিছু গোলাপ সুগন্ধ মেখে রাখি
যেন জন্মান্তরে আমি তোমারই অপেক্ষারত!

ওভাবে হেসো না প্রিয়!

তুমি হাসলেই নিজের মনে আপন করে
পুঁতে দিতে মন চায় তোমার ছবি।
অবলুপ্তির অধিকার যদি থাকে তবে সুপ্রিমকোর্টে আমিও আবেদন করব
আমার অবলুপ্তি হোক, আমার বিলীন হোক তোমার বুকের ভেতর!

ওভাবে হাসতে নেই!

রেখে দাও কিছু মনের ভেতর,রাতের আঁধারে সাঝবাতি জ্বেলে অন্ধকার দূর হোক।
তোমার কিরনময়ী মায়াবী সাজে তখন না হয় হেসো।
তুমি হাসলেই মিটে যাবে অপাঙক্তেয় বিষাদ!
তোমাকে চাওয়ায় নেশা, তোমাকে পাওয়ায় নেশা
তুমিময় সমস্ত নেশা আন্দোলন করে দেহজুড়ে
আমার আমিকে হারিয়েছি যেই,তোমাকে চেয়েছি সেই বাহুডোরে!

তুমি হাসলেই,

যথারীতি হারিয়ে ফেলি নিজেকে তোমার লাবণ্যময়ী ছোঁয়ায়,
তোমাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা আর মাঝে মধ্যে একটা দুইটা কথায় জেনো-
শুধু তুমি ছুঁয়ে দিলেই হয় মধুর মিলন
তুমি অল্প একটু সায় দিলেই মনে হয়,
আমারো কেউ একজন আছে!

শোনো এভাবে হেসোনা প্রিয়!

শুধু তোমার মায়াবী হাসি শুনলেই মনে হয়
তোমায় আমার খুব প্রয়োজন!
কতশতবার বলি আমার আজন্ম হাহাকার আর
তোমার জন্যে শুন্য বুকে আত্মচিৎকারে
বলে উঠি, ঝড় উঠেছে হৃদমাঝারে তুমি এসে শান্ত করে দাও,
রুক্ষ-জীর্ন এই আমার আমিকে!
তুমি হাসলেই হৃদয়টাতে বড্ড তোলপাড় হয়!

আমার হৃদ দেয়ালে সিলিং ফ্যান হয়ে
একটা তুমি ঝুলে থাকো,তোমাতে শীতল হবো রোজ!
তুমি যে আমার জন্মান্তরের হাহাকার!

ওভাবে হেসোনা প্রিয়,
ওমন করে হাসতে নেই!!

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও, ঢাকা
৪.৬.১৮

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম।

আপনার দ্বিতীয় অধ্যায় মানে কি?

২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

Mohammad Israfil বলেছেন: ওভাবে আর লেখো না।
তোমার লেখা পড়লে প্রিয় সেই মানুষটির কথা মনে পড়ে যায়

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: তুমি হেসে যাও
আমি ভেসে যাই

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! প্রিয়ার হাসিতে যেন সব রহস্যের জট খুলে যায়-- যেন মণিমুক্তা ছড়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.